নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

পাথরের বুকে শুধু চিড় থেকে যায়

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২






ছেঁড়া স্বপ্ন-পাতা থেকে কবিতা ঝরে পড়ে
মিশে যায় কুয়াশায়
দিগন্ত বেয়ে নামতে থাকে অবসন্ন সন্ধ্যে
পাখীরা সভার তোড়জোড় শুরু করে
এমন সময়
অথৈ ব্যথার সমুদ্রে
ধীরে ধীরে আসে জোয়ার
বেদনার শিহরণে কাঁপতে থাকে ঢেউগুলো
উথাল-পাথালের প্রস্তুতি নেয়
নীল ঘন নীল ঢেউয়েরা
নিরেট পাথরে আছড়ে পড়ে
চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়
আর
পাথরের বুকে শুধু চিড় থেকে যায়!

মন্তব্য ৫৯ টি রেটিং +২২/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নীলপরি
নীল সুতায় বুনানো
একটা চমৎকার কবিতা
উপহার দেবার জন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চির নয় চিড় হবে....
শিরোনাম + পোস্টে ঠিক করুন.....

আসলেই তো সবকিছুরই শুধু রেশ থেকে যায়.....
সুন্দর কবিতায় মুগ্ধতা......

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: হুম ঠিক করে নিয়েছি । চির মানে লম্বা ফালি । যেহেতু এখানে দাগ বুঝিয়েছি তাই চিড়-ই হবে । সংশোধন করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

কবিতা আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

হাবিব বলেছেন:

তুমি কি দেখেছো আমাকে কখনো?
আমার বুকটাকে.........
কেমন করে চির ধরেছে তাতে?
তোমার বিরহ থেকে.......!
কেন থাকো না আমার সাথে?

আমি পাথরকেও গলাতে পেরেছি কিন্তু.....
কিন্তু তুমি গলো নি একটুও,
আগুন হয়ে মোমবাতির মতো
গলিয়েছো আমায়........
দেখেছো আমার ক্ষত??

কবিতায় লাইক এবং প্লাস.....+++

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: এখনই লিখলেন কবিতাটা ? অসাধারণ হয়েছে ।

এতো সুন্দর কাব্যিক মন্তব্য পড়ে আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা ।
তবে কঠীন পাথরের দেহে আঘাতে
কখনো গলে না পাথর গলে না হৃদয়
পাহাড়ে ধস নামলেও সে অনায়াসে পেতে দেয় বুক।
যাবতীয় কষ্টকে ছুঁড়ে দিয়ে দু:খকেই বুক পেতে নেয় পাথর ।
বুক ভাঙে না তার কেহ দুয়ার বন্ধ করলেোও যায়না ফিরে, থাকে নির্বিকার,
অস্বীকার করলেও বারে বারে বলে মেনে নেবো তোমায় ।
পাথর আরো বলে দাও ব্যথা পার যত, রাখবো বুকে ব্যথায় ভাঙবে না বুক
কবিতায় পাথরের বুকে যতই করনা কেন হাতুরীর আঘাত ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০

নীলপরি বলেছেন: বাহ ,অসাধারণ শব্দ দিয়ে লিখেছেন কথাগুলো । খুব ভালো লাগলো । আপ্লুত হলাম ।

বরাবরের মতোই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিয়েছি আর আপনিও অনেক শুভেচ্ছা জানবেন

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আজও পাথরেরা কথা বলে। চূর্ণ-বিচূর্ণ হয়ে বহন করা স্মৃতিচিহ্ন ফিকে নয় বরং উজ্জ্বল হয়ে কালের কথা হয়ে উঠুক। এভাবে চলতে থাকুক বেদনার শিহরণ ...
পোস্টে প্লাস++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে বলেছেন কথাগুলো ।
প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

বলেছেন: নিশিযাপন শেষ কচু পাতা থেকে ঝরে যায় কুয়াশার ফোঁটা --
ঝিলের জল বেয়ে মিশে যায় কীর্তিটার রেশ য়্যায় না দেখা।
সন্ধ্যা নামার সাথে সাঝের মায়ায় নীড়ে ফিরে পায়যায়ী পাখি,
উসকে ফুলে ফেপে যায় বৃথার মহা অঞ্জলি
শতাব্দীর শেষ হয় তবুও স্বপ্নরা না পায় দিকপাল!!
মাথাল ঢেউগুলি আছড়ে পরে সমুদ্রের করতলে
পাথরের ঠোঁটে স্পর্শের দুঃখ নদী করে থরথরেে ---



কবিতায় মুগ্ধতা সুহানি - সুহৃদ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: অসাধারণ লিখেছেন । আপনার এই লেখা পড়ে আমিও বিমুগ্ধ হলাম কবি ।

অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: দারুণ।।শুভকামনা।।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

নীলপরি বলেছেন: জেনে খুশি হালাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



পাথরে আছড়ে পড়া ঢেউয়েরা, পাথরের বুকে শুধু চিড় রেখে যায় কিন্তু থিতু হয়না সেখানে। তার চিড় খাওয়া বুকটা খুলেও দেখে না, সেখানেও যে একটি ফুল ফুটে আছে!
কবিতার দিগন্ত বেয়ে নেমে আসা এমনই করুন সন্ধ্যের ঢেউ, ভেঙে ভেঙে গেলো মনে হয়!

সহজ-সরল আর সুন্দর একটি কবিতা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম স্যর । এইরকম মন্তব্য ভাবতে ভালো লাগে যে ,মনের মধ্যে ভেসে আসা কথাগুলো কবিতা হয়ে উঠতে পেরেছে । তাই এখন খুব উৎসাহিত বোধ করছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

রাকু হাসান বলেছেন:

এত সুন্দর ভাবনা কোথায় এত পান আপনি ? সহজ ভাষায় সহজ অভিব্যক্তি । রাত্রিই শেষ কবিতা । শুভকামনা করি ।শুভরাত্রি ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

নীলপরি বলেছেন: ভাবনা তো ভেসে আসে । :)
তবে ভাবনাটা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভাবে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

শুভ দুপুর ছোঁয়া সকাল

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর অনুভবে বিমূর্ত কবিতা। ভালোলাগা জানাচ্ছি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর কিন্তু মোটামুটি। ;)

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

নীলপরি বলেছেন: তবে আমি ভালো করার চেষ্টায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৮

মুক্তা নীল বলেছেন: অনেক সুন্দর কথামালা। যেন কারো বোবাকান্না। প্রকৃতির নিয়মধারায় দিন কেটে যায় ঠিকই কিন্তু বুকের ভেতরের চাপা কষ্ট পাথরে পরিণত হয়ে যায়।
আপনার কবিতা অসাধারণ ভালো লেগেছে আমার।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম । পরবর্তীর জন্য উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি লেখায় প্রেমিকদের মনের কথা ব্যক্ত হয়েছে

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো স্যর ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সসরল সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম খুব ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

জনৈক অচম ভুত বলেছেন: বেদনার ঢেউয়ের বারংবার আঘাতে সেই চিড়টাই একসময় বড় কিছু হয়ে দেখা দিতে পারে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নীলপরি বলেছেন: ভালো বলেছেন । বেশ অনেকদিন বাদে আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! বেশ হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই বলেছেন:
নিশিযাপন শেষ কচু পাতা থেকে ঝরে যায় কুয়াশার ফোঁটা --
ঝিলের জল বেয়ে মিশে যায় কীর্তিটার রেশ যায় না দেখা।
সন্ধ্যা নামার সাথে সাঝের মায়ায় নীড়ে ফিরে পরযায়ী পাখি,
উসকে ফুলে ফেপে যায় বৃথার মহা অঞ্জলি
শতাব্দীর শেষ হয় তবুও স্বপ্নরা না পায় দিকপাল!!
মাথাল ঢেউগুলি আছড়ে পরে সমুদ্রের করতলে
পাথরের ঠোঁটে স্পর্শের দুঃখ নদী করে থরথরে


প্রতি উত্তরে এত দারুন একটা কবিতা লিখেছেন লতিফ ভাই যে এরপর আর কিছু বলার থাকেন। বললে আপু আপনার এত সুন্দর একটা কবিতা পড়ার রেশ কেটে যাবে.......
দারুন লিখেছেন। চমৎকার থীম।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

নীলপরি বলেছেন: একমত আপনার সাথে । উনি অসাধারণ লিখেছেন ।
আর আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমি আপ্লুত হলাম ।
শুভকামনা নিলাম ।
আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


২০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কাব্যিক কথাগুলো, অসাধারণ অনুভূতি।

ভালো লাগলো, খুব সুন্দর কবিতা গড়েছেন।

শুভকামনা জানবেন সবসময়

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: আপনার কথায় বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম
শুভকামনা নিলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
পাথরের বুক আর প্রেমিকের ভগ্ন হৃদয়
পাঠোদ্ধারে মেলে কেবলই চিড়!
প‌্যাপিরাসের নরম বুকে
অথবা কঠিন পাথুরে দেয়ালে
বেদনার চিড় টুকুই রয়ে যায় স্মৃতির পাতায়!

++++

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: অসাধারণ করে বললেন কবি । আপ্লুত হলাম । প্লাসে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন একখানা কবিতা। +++++

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

নষ্টজীবন® বলেছেন: খুব সুন্দর একটি কবিতা, দারুণ ভালো লাগলো

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: শুনে আমারও খুব ভালো লাগলো । প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

করুণাধারা বলেছেন: খুবই চমৎকার কবিতা; ভালো লাগানো!

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

আবদ্ধ বলেছেন: ভালো লাগলো...।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

সুন্দর কবিতা + ;)

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬

জাহিদ অনিক বলেছেন: পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো।
কবিতা ভালো লেগেছে কবি

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: কাল আমার নেট খুব স্লো ছিল । মাঝেমধ্যে হলেও ঠিকমতো মন্তব্য করা যাচ্ছিল । তাই উত্তর দিতে দেরী হোলো । আমি এজন্য অত্যন্ত দুঃখিত ।

২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

সিগন্যাস বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে কবিতা তেমন পছন্দ করিনা কেননা আমি কবিতা ঠিকমতো বুঝতেই পারিনা। তবুও মাঝে মাঝে কিছু কবিতা ভালো লেগে যায়। যেমন এই কবিতাটা। অথৈ ব্যাথার সমুদ্রের নিচের চারটা লাইন ভীষণ ভালো লেগেছে নীলপরি। এমন সুন্দর কবিতার শুভেচ্ছা

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো পরবর্তীর জন্য । আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনবদ্য!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.