নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আড়াল-চৌকাঠ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬







শীত মাখা কথারা কাঁপতে কাঁপতে
জড়ো হয় মনের কোনে
শব্দ হয়ে উঠতে তাদের বড়োই কুন্ঠাবোধ
স্মৃতিকথার বন্ধুকে , আজ
নিছক 'পরিচিত' --
এই শব্দতেও ভূষিত করতে দ্বিধাবোধ হয়!


ছাইয়ের নীচে আগুণ জ্বলে যেমন
গহীন মনের কথামালারা জ্বলতে থাকুক তেমন!

আর স্মৃতিভস্ম আটকে থাকুক অতীত প্রশাখায়

এককালে যা ছিল সহজাত
আজ তার সামনে দাঁড়াক আড়াল-চৌকাঠ!

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতাগুলো কোন সময় রোমান্টিক, কোন সময় কষ্টের অনুভবতা; কিছু ঘটছে, নাকি মানুষের মনের কাহিনী বলছেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

নীলপরি বলেছেন: আমার লেখা কবিতা কতোটা হয় জানি না । অনুভব শেয়ার করার চেষ্টা করি ।

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: এত মায়া মাখা আড়াল চৌকাঠ যে স্মৃতিময় করে তুলল । সুন্দর ++

শুভকামনা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: এত মায়া মাখা আড়াল চৌকাঠ যে স্মৃতিময় করে তুলল
--

আপনার এই কথা শুনে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম ।

শুভকামনা নিয়েছি আর আপনাকেও
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

আরোগ্য বলেছেন: সহজ, সুন্দর, সাবলীল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

মুগ্ধতা আছে কবিতায়, যদিও মনে হচ্ছে কবিতা বেদনাতুর তবুও ভাল লাগা কেড়ে নিতে মোটেও এক ইঞ্চি কম নয় কবিতার শৈল্পিক প্রকাশ।

প্লাস++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: কবিতার প্রকাশকে আপনার শৈল্পিক মনে হয়েছে শুনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
খুব সুন্দর হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: হুম । বেশ কিছুদিন বাদেই পোষ্ট দিলাম ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

ডঃ এম এ আলী বলেছেন:
দারুন সব শব্দময় কবিতা ।


কামনা করি শীত মাখা শব্দ গুলি কাপতে কাপতে
যেন চৌকাঠের আড়ালে দাঁড়িয়ে না থাকে,
যে কথা ভাবছে সে কথা হয়েই যেন বেরিয়ে আসে।
অতি সাধারণভাবে মৃদু চুড়ির শব্দময় ঝংকারে
স্মৃতিময় কথাগুলি ফিকে হয়ে যাওয়া
পাটকিলে রঙের আঁচলের একটুখানি
বাতাসে উড়ে গিয়ে যেন ধরা দেয়
চৌকাঠের আড়ালে থাকা
সেই পরিচিতকে...... ।

তারা যেন কৃষ্ণপক্ষের নীল আকাশে
না হারায় তা যেন মিশে যায়
সাদা মেঘ হয়ে আসা
শরতের নীলিমায় ।

এক রাশ মুগ্ধতা রেখে গেলাম কবিতায়

শুভেচ্ছা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

নীলপরি বলেছেন: এতো সুন্দর কাব্যিক মন্তব্য পড়ে আমিও বিমুগ্ধ হলাম । সবসময়ের মতোই আপনার মন্তব্য এই পোষ্টকে আলোকিত করলো ।
শুভেচ্ছা নিয়েছি ।
আর আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: সুন্দর এবং +।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

নীলপরি বলেছেন: আপনার প্লাসে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

রাকু হাসান বলেছেন:

নান্দনিক নীলপরি আপু । কবিতায় ভালো লাগা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ও অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কত কথা মনের গহনে.....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন কবি - 'কত কথা ......' যত কথা

আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় নীল পরী আপু,
কবিতার লাইন গুলি বেশ লাগল। তবে সব চেয়ে ভাল লাগল ছবিটা। এই পোস্টে এসে আমি অনেকক্ষন ছবিটাই দেখেছি। ফেলে আসা স্মৃতি গুলি কেন যেন হৃদয়ে চোরা কুঠুরিতে লুকিয়ে থাকে আর অসময়ে এসে মন ক্ষত বিক্ষত করে দিয়ে যায়-
নতুন করে খুঁজতে বসি হারিয়ে যাওয়া স্মৃতির পাতা,
বিস্মৃতির ইতিহাসে কোথাও গেল সোনালী দিনের সব কথা?
ক্ষয়িষ্ণু এই জীবনে খুঁজে পাইনা কোন রঙ্গীন ফিসফাস,
পরিশ্রান্ত জীবনের মানে খুঁজে খুঁজে কেন শুধুই হতাস!


ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

নীলপরি বলেছেন: ছবির নির্বাচন আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম । আর এতো সুন্দর মন্তব্য আমায় আপ্লুত করলো ।

আপনার শুভকামনা নিয়েছি ।
আর আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

শুভ দুপুর গড়ানো বিকেল

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

রাফা বলেছেন: স্মৃতিকথার বন্ধুকে নিয়ে এত সংকোচ কেনো !
কথার ফুল ফুটুক শিতের কাপুনি কাটিয়ে।

অল্প কিছু শব্দের চমৎকার কবিতায় ভালোলাগা রইল।

ধন্যবাদ,নীলপরি।

অ.ট.- আপনার কোন বই প্রকাশিত হয়নি ২০১৯-এর বই মেলায়?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

নীলপরি বলেছেন: নাহ । বই তো এখনো প্রকাশ করার কথা ভাবিনি তেমন । তবে আপনার এই জানতে চাওয়াটা আমাকে প্রবলভাবে উৎসাহ দিল । অনুপ্রাণিত হলাম ।

আর কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২

হাবিব বলেছেন: আপনার জন্য শুভকামনা। ভালো লিখেছেন নীলপরি। কিন্তু.........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

নজসু বলেছেন:



আপনার কবিতায় কি যেন থাকে।
কষ্টের আড়ষ্টতা আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে যেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

নীলপরি বলেছেন: আপনার মঅনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন
ন্তব্য পড়ে আপ্লুত হলাম ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

আখেনাটেন বলেছেন: গহীন মনের কথা ভেতরে জ্বলতে থাকলে একদিন উদগীরণ করবেই...


ভালোলাগা কবিতায় ব্লগার নীলপরি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

বলেছেন: ভালোলাগা আকু বুক কবিতা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বিশেষত্ব নির্ভর কথামালা, ভালো লাগলো।

মনের কথা চেপে রাখতে নেই মনে, প্রকাশ করাই উচিৎ।
কবিতায় আহ্বানটাও চমৎকার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.