নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ইমরোজ তুমি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮




ছবি ঋণ - গুগুল


ইমরোজ তুমি ,
অতীত মাখা আজ!

গোধূলীর গন্ধমাখা বিকেলে
ঝুল বারান্দায় ঝুলতে থাকা
আলতা রঙা বোগেনভোলিয়ার কাছে
শুনেছিলাম তোমার গল্প!
যে গল্পের
ছায়া দেখেছি
মায়া মেখেছি
জন্ম জন্ম ,আবহমান কাল ধরে!

তাই ,তারচেয়েও বলা ভালো
তোমার নয় , এ যে
তুমিময় আমার গল্প
যেভাবে রাতের সাথে সন্ধ্যা জড়িয়ে থাকে অল্প!

যখন -
জীবনের স্বাদে মিশেছে বেস্বাদ
অচিন অন্ধকারের গ্রাস ছিনিয়েছে জোছনালোক
দাবানলে ছেয়েছে মনাঞ্চল
না পাওয়ার বেদনা করেছে হিমসিম ,অবসন্ন
তখন,
ইমরোজ তুমি , উপশমের প্রলেপে মগ্ন!

ইমরোজ তুমি -
ঝরা পাতায় ফাগুণের ঘ্রাণ
রুক্ষ পাথরে হিম-ভাঙা জলপ্রপাত
সমুদ্রের বলিষ্ঠ ঢেউ

আর
ইমরোজ তুমি
গভীর প্রেমের প্রাণ!


মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

সুদীপ কুমার বলেছেন: বেশ ভালো লাগলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন ; পোস্টে লাইক। তবে পটভূমি হিসেবে আমার রিফাতের কথাটি মনে পরল। একটি পোস্ট দেখলাম সন্তান সম্ভবা স্ত্রীকে বহুতল থেকে নামাতে না পারার জন্য রিফাত স্ত্রীর সঙ্গে পুড়ে কাঠ হয়ে গেলেন।

আজকে বহু পোস্টে শুধু হাজির দিয়ে গেছি । মন্তব্য করতে খুব কষ্ট হচ্ছে .. ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: এই ঘটনাটা আমি এখনো দেখিনি । শুনে খুবই খারাপ লাগছে ।

হুম , এরমধ্যে বেশী কিছু মন্তব্য করতে ভালো না লাগারই কথা । তাও তো আপনি করেছেন ।
আপনার কাছ থেকে প্লাস পেয়ে বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন,নীলপরি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা একবার পড়ে মন ভরে না, পড়তেই আবার। অনেক অনেক মুগ্ধতা কবিতার কথামালায়।

শুভকামনা আপনার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যের প্রতিটা শব্দ আমায় প্রবলভাবে উৎসাহিত করে পরবর্তীর জন্য । এই মন্তব্যটাও সেভাবেই অনুপ্রাণিত করলো ।

শুভকামনা নিয়েছি ।
আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩

বলেছেন: ইমরোজ তোমায় ভাবি হররোজ ---++


থিমটা বেশ ভালো --

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: আজ তো রোজ রোজেই থাকে । আপনার লাইনটা ভালো লাগলো ।

থিমটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

সুমন কর বলেছেন: ইমরোজ বানান দুইভাবে লিখেছেন। ইমরোজ অর্থ কি?

কবিতা ভালো লেগেছে। +।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

নীলপরি বলেছেন: ইমরোজ বানান দুভাবে লিখিনি । টাইপো হয়ে গিয়েছিল আসলে । ঠিক করে নিলাম । ভুল ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ।

ইমরোজ মানে আজ , টু ডে ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



তুমিময় আজটাও যখন খানিকবাদেই অতীত হয়, তখন আজটাই ঝড়াপাতায় ফাগুনের ঘ্রান হয়ে লেপ্টে থাকে।

সংস্কৃত কবি "অমরু"র দু'টো লাইন ---
শুধু সে, শুধু সে, সে, সে ছাড়া অস্তিত্ব আর নাই-
এ কোন অদ্বৈতবাদ? কে বলিবে, কাহার শুধাই ?

মনে হয় কবিতায় অনুচ্চারিত প্রশ্নটিই এই!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: তুমিময় আজটাও যখন খানিকবাদেই অতীত হয়, তখন আজটাই ঝড়াপাতায় ফাগুনের ঘ্রান হয়ে লেপ্টে থাকে।
-- এই বিশ্লেষণটা খুব ভালো লাগলো স্যর ।

কবিতার যে উদাহরণটা দিয়েছেন সেটাও খুব ভালো লাগলো ।
একেবারেই তাই । ' শুধু সে ' । মায়া , কায়া ,ছায়া

আপনার মন্তব্য আমায় অনুপ্রাণিত করলো । উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ এক প্রেমিক মানব নিয়ে দারুন কাব্যকথা , পাঠে মুগ্ধ । শিরোনামে প্রথমে ইমরোজ দেখে ভেবেছিলাম গোলাপ জাতীয় কিছু হবে । কিছুটা পাঠের পরে কবিতার কথামালায় মনে হলো উঁহু এটাতো সেটা নয় এযে এক মহা শক্তিমান প্রেমময়ি মানব হৃদয়েরই কথামালা । মনে পড়লো ইমরোজ বিষয়ে জ্যোতিষের কথা । যতদুর মনে পরে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে ইমরোজ নামধারীগন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বেশ ইতিবাচক মানুষ । এবং তাদের এই ইতিবাচক মনোভাব তাদের চারপাশে থাকা নেতিবাচকদের বিরোদ্ধে সংগ্রামে বেশ সাহায্য করে। তারা সবসময় বাস্তবসম্মত এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতেই পটু । তাদের দৃঢ় গুণবাচক সিদ্ধান্ত তাদেরকে সঠিক পথে চলে নীজ জীবন চলার পথকে মসৃণ করতে সাহায্য করে। তারা তাদের কাজের ও কর্তব্যের প্রতি খুবই দরদী এবং উত্সাহী। তারা তাদের চারপাশে ঘিরে থাকা লোকেদের ভালোবাসতে এবং তাদের ভালবাসা পেতে ভালবাসে। এই মানুষ অন্যদের সাহায্য করার জন্যও হয় খুব স্বতঃস্ফূর্ত । প্রকৃতিগতভাবেই তারা সাহসী। তাদের প্রেমময় এবং সুশীল হিউমারের জন্য তারা অন্যদেরকে তাদের প্রতি আকর্ষণ করার দারুন ক্ষমতা রাখে । তাই বলা চলে তারা কারো প্রেম সঙ্গী হওয়ার সুযোগ্য অধিকারীও বটে । তবে এটাও সত্য যে তারা অনেকাংশেই গভীর আবেগী হয়। কখনও এটা প্রেমের ক্ষতিরো একটি কারণ হতে পারে। তাই তাদের এ দিকটি সম্পর্কে সতর্ক হতে হবে - নচেত.......।
শুভেচ্ছা রইল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩

নীলপরি বলেছেন: আপনার এই কবিতা পড়ার ভাবনাটা জানতে পেরে খুব ভালো লাগলো । ইমরোজ নামের অর্থ তো জানি । কিন্তু এতো বিশ্লেষণ জানতাম না ।জেনে অভিভূত হলাম এই ভেবে যে বিশেষত্বগুলো প্রায় সবই মিলে যাচ্ছে ।

বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

নীল আকাশ বলেছেন: আপু,
আপনি মাঝে মাঝে দারুন দারুন শব্দ তৈরী করেন। এর আগেও বেশ কয়েকটা পেয়েছিলাম তবে আজকে পেলাম মনাচ্ঞল। এটা খুব পছন্দ হয়েছে আমার। জল্পনা আর স্বপ্নিকা শব্দ ২টাও ভালো লেগেছিল।

কবিতাটা পড়ে মনটা নষ্টালজিয়া হয়ে গেল? আহ, কোথায় হারিয়ে গেল সেই সোনালী প্রেম ভালবাসার মাখামাখি দিন গুলি? কোথায় হারিয়ে গেল অভিমান আর মান ভাংনোর অভিনয় আর লুকোচুড়ি ? কোথায় হারিয়ে গেল হাত ধরাধরি করে একসাথে হাঁটা আর বাসায় এসে অনবদ্য প্রেমের কবিতা লেখা?
চমৎকার কবিতা, পড়ে মনটা অন্যরকম হয়ে গেল!
ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২

নীলপরি বলেছেন: আমার ক্ষণজন্মা কবিতাগুলোর শব্দ যে আপনার ভালো লেগেছে এবং তা আপনি মনে রেখেছেন , সেটা জেনে কতোটা আপ্লুত হলাম তা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না ।

মনটা নস্টালজিক যদি হয়ে যায় তবে এই কবিতা কোথাও একটা সার্থকতা খুঁজে পাবে । খুব ভালো লাগলো আপনার কথাগুলো পড়ে ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ উৎসাহ পেলাম ।

পাঠ ও অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

সাহসী সন্তান বলেছেন: এটা কি স্পেসেফিক ভাবে কাউকে ইন্ডিকেট করে লেখা কবিতা? দ্যাট মিনস্ 'ইমরোজ' বলতে কি কোন ব্যক্তিকে বোঝানো হইছে? নাকি 'ইমরোজ'-এর অর্থকে ধরেই কবিতা আগাইছে? না মানে 'ইমরোজ' নাম ধরে পড়লে দু'এক জায়গায় কেমন জানি লাগছিল। আবার অর্থ ধরে পড়লেও দু'এক জায়গায় বাক্যটা অসম্পূর্ণ লাগছিল তাই জিগাইছি...

কবিতা ভাল হইছে! আপনাকে বোগেনভেলিয়ার শুভেচ্ছা! বোগেনভেলিয়া বানানটা ঠিক করে নিয়েন!

শুভ কামনা রইলো!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: প্রথমেই বলি সামুর কথা শুনে মনটা খুবই খারাপ । তারমধ্যে আপনাকে ব্লগে দেখে ও আমার কবিতায় মন্তব্য করতে দেখে খুব ভালো লাগলো ।
ইমরোজ একজন ব্যক্তিবিশেষ । অসাধারণ শিল্পী উনি । যেটুকু জেনেছি ওনার সম্পর্কে ,তাই থেকে লিখেছি । পরে বিস্তারিত লেখার ইচ্ছে আছে । কে জানে পারবো কিনা!:(

আপনার কবিতা ভালো লেগেছে জেনে এরমধ্যেও ভালো লাগছে । অনুপ্রাণিত হলাম ।

হুম , বোগেনভেলিয়া বানান ঠিক করে নিচ্ছি । এর আগে ইমরোজ বানানেও টাইপো করছি । আমি যে নিজের লেখা কী পড়ছি আর কী এডিট করছি তা নিজেই জানি না । আমার মাথা মনে হয় ঠিকঠাক কাজ করছে না ।

শুভকামনা নিলাম
আর আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

সাহসী সন্তান বলেছেন: আমিও ভাবছিলাম কবিতাটা হয়তো ব্যক্তি বিশেষ ধরেই লেখা হইছে। তারপরেও কনফিউশন কাটানোর জন্যই মূলত জিগানো! যাহোক, সত্যিই ধীরে ধীরে আপনার কবিতা লেখার হাত অনেক পরিপক্ক হচ্ছে সন্দেহ নেই...

কোনদিন আপনার কবিতার বই বের হইলে যদি উপহার না পাই, তাহলে কিনে পড়বো কথা দিলাম! ;)

আর ব্লগ নিয়ে বেশি দুশ্চিন্তার কিছু নাই! এটা কেবলমাত্র একজন ব্যক্তি বিশেষের অনেক দিনের চেপে রাখা আক্রোশ সমষ্টিগতভাবে ব্লগের উপর পড়ায় এরকমটা হচ্ছে! তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আমার বিশ্বাস! এটা শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়!

অনেকটা সেই প্রবাদ বাক্যের মত- 'বাঙালি হাতে অস্ত্র পেলে নিরীহ পশু পাখিই হয় তার প্রথম শিকার!' :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত ও আপ্লুত হলাম ।
বই প্রকাশের কথা বলে আমায় উৎসাহ দিলেন অনেক । তেমন কোনো দিন আসলে , সামান্য সেই উপহার পৌঁছে যাবে আপনার কাছে ।
এদিকে বোগেনভেলিয়া এডিট করতে গিয়ে পোষ্ট হচ্ছে না । আমি নতুন ট্যাব থেকে আপনাকে উত্তর দিচ্ছি । এখন আপডেট পেজটা কেটে দিলে পোষ্টটাই মুছে যাবে কিনা বুঝতে পারছি না ।

সামু সম্পর্কে আপনার কথা শুনে মনে আশা জাগছে ।

আবারো কষ্ট করে আসার জন্যে অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

জুন বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতায় অনেক ভালোলাগা নীলপরি।
+

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: সামু নিয়ে আশা-নিরাশার দোলাচলের মধ্যে আপনার কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

সাহসী সন্তান বলেছেন: আপনার মন্তব্য পড়ে হাসবো না কাঁদবো বুঝতেছি না! বানান ঠিক করতে কইয়া আপনাকে বড় মুছিবতে ফেলাইলাম দেখি... :(

যাহোক, পোস্ট এডিট করে আপডেট করতে গেলে কি লেখা আসতেছে? এমনিতে কোন সমস্যা হওয়ার কারণ তো দেখি না! তারপরেও পোস্ট আপডেট না নিলে পুরানো ট্যাব কেটে দেন, কোন সমস্যা হবে না! পোস্টও ডিলিট হবে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । আমারও এক অবস্থা হয়েছিল । হাসবো না কাঁদবো আমিও বুঝতে পারছিলাম না ।

আপডেট পেজটা থেমে গিয়েছিল । কিছুই হচ্ছিল না । আসলে নেট স্লো হচ্ছিল । তাই একটু পরে আপনার এই মন্তব্য দেখলেও উত্তর দেওয়া হয়নি । তবে আপনার পরামর্শ মতোই কাজ করেছি । আর কোনো অসুবিধাই হয়নি । :)

আবার এসে সুপরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন:
তুমি ইমরোজ, তুমি নওরোজ------- তোমাকে কেন্দ্র করে সূর্য ওঠে, চাঁদ আসে।
তুমি ব্যথা, তুমি উপশম-
তাই তুমি গভীর প্রাণে প্রেম।


কবিতা খুব সুন্দর হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য আমার ব্লগ পাতাকে সমৃদ্ধ করলো কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

হাবিব বলেছেন: এত সুন্দর কবিতায় আমার মন্তব্য নেই কেন?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: উত্তরটা আমার জানা নেই । তবে কবিতা আপনার ভালো লাগলে খুশি হবো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

সাহসী সন্তান বলেছেন: ব্লগ আজ বেশ ফ্রি বলে মনে হচ্ছে। মানে খুব সহজেই প্রক্সি ছাড়া ঢোকা যাচ্ছে। অন্তত আমি তো ঢুকতে পারছি! অন্যদের কথা অবশ্য জানি না! সম্ভবত মেঘ কেটে যেতে শুরু করছে। আপাতত আপনি টেনশন মুক্ত থাকতে পারেন...

আজ নেট স্প্রিডের খবর কি?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: কথাটা জেনে ভালো লাগলো । কাল নেট স্লোই ছিল । তাই রাতে আর আসিনি । আজ ,তুলনামূলক ভালো আছে ।

টেনশন কম করবার জন্য অনেক ধন্যবাদ জানবেন :)

১৮| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০০

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৪

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগলো । আপনার কাছ থেকে কবিতায় প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.