নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

এক পশলা প্রেম বৃষ্টি!

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:২৯




অফিসর তাড়া নেই ঠিকই। তবু তাড়াহুড়ো করেই সকালের খাওয়ার তৈরী করছেন মিসেস মজুমদার। আর বিড়বিড় করে বলছেন ছেলেটার যেন খাওয়ার গুলো পছন্দ হয়। যা তিরিক্ষি মেজাজ হয়েছে ছেলের। কাল রাতে তো খেলোই না! না খেয়েই ওই কড়া ওষুধগুলো খেলো। চোখটা ঝাপসা হয়ে এলো তাঁর। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন, মাত্র আধ ঘন্টা বাকি ওষুধের। এরমধ্যে কলিং বেলের আওয়াজ।

দরজা খুলতেই দিয়া বলে ,কখন থেকে বেল বাজাচ্ছি। ৫মিনিট হয়ে গেলো । মিসেস মজুমদার জবাব দিলেন ,' পাশের বাড়িতে এমন জোড়ে গান বাজায় যে নিজেদের ঘরের কথা শোনা যায় না। ' দিয়া এই কথায় সায় দেয় ও দুজনেই রান্নাঘরের দিকে এগোয়।
তারপর পনীর এর স্টাফিং তৈরীতে ব্যস্ত হয়ে পড়েন মিসেস মজুমদার । দিয়া ওনাকে টুকিটাকি সাহায্য করতে থাকে।

হঠাৎ , কী যেন একটা ভাঙার শব্দ আসলো ঋষভের ঘর থেকে। দিয়া ব্যস্ত হয়ে 'আমি দেখছি' বলে ছুটে যায় সেই ঘরের দিকে । সে ঢোকা মাত্রই ঋষভ বলে ' কেনো এসেছ তুমি? কেনো আসো? ' দিয়া কোনো উত্তর না দিয়ে কাঁচের টুকরো তুলতে তুলতে দেখে সাইড টেবিলের গ্লাসটা ভেঙে পড়েছে। এবার স্বরটা আরো তীব্র ও কঠিন হয় ঋষভের । সে বলে ' কেনো এসেছো ?' দিয়া সরাসরি তাকায় বিছানায় বসা ঋষভের দিকে। দেখে কী ভয়াবহ ক্ষোভ তার চোখে। তার কথার ঠিক কী উত্তর দেবে ভাবতে না ভাবতেই দিয়ার চোখ বিছানার ভেজা চাদরে আটকে যায়। তখন অদ্ভুত ঠান্ডা গলায় ঋষভ বলে ওঠে ' মোবাইলে চার্য ছিল না । ডাকলাম । কেউ শুনতে পেল না.টেবিলটা নাড়তে যেতে গ্লাসটা পড়ে গেলো ।' কথাগুলো শুনতে শুনতে দিয়া অভিকর্ষের সাথে যুদ্ধ চালিয়ে চোখের জল চোখেই আটকে রাখে। তারপর খুব ধীর কিন্তু প্রত্যয়ের সাথে বলে 'আপাতত কাকুকে ডাকছি। বাজারে গেছেন।এখনি আসবেন। তবে ,কয়েকদিন বাদে আর ডাকার দরকার হবে না । '

ভাবলে মনে হয় কালকের কথা। গত বছর অফিসিয়াল একটা প্রোজেক্টে গিয়েছিল ঋষভ । ফেরার পথে প্রবল বৃষ্টি। নিজেই ড্রাইভ করছিল সে। রাস্তায় গাড়ির চাকা স্কিট করে এক্সিডেন্ট। তারপর থেকে দীর্ঘ লড়াই। প্রাণ বাঁচলেও নিম্নাঙ্গ প্যারালাইজড হয়ে যায় তার।

এইসব উথাল-পাথাল ভাবতে ভাবতেই ,কোথা থেকে যেন শক্তি নিয়ে এসে ঋষভের দিকে ধীরেধীরে এগিয়ে যায় দিয়া । স্বাভাবিক ও দৃঢ় কন্ঠে বলে ' এসব কী শুনছি? রাগ দেখাচ্ছো? তুমি কবে থেকে মেল শভিনিস্ট হলে? একমাত্র তারাই মেয়েদের উপর রাগ দেখায়। নয়ত ছেলেদের রাগ দেখানোর রাইট নেই। যা কিছু রাগ মেয়েরা মানে এখানে আমি রাগ দেখাবো আর তুমি তোষামোদ করবে। ধরো আমি যদি সব দেওযালের রঙ কালো করেও দেই তবু তুমি ভালো বলবে! ওহো , একটা কথা জানানোর আছে আমি ড্রাইভিং শিখছি । কী হোলো ? বিশ্বাস হচ্ছে না ? ঠিক আছে , চালিয়ে দেখাবো তোমায় । হ্যাঁ সিগন্যাল খাবো ঠিকই! তো কী ? তুমি ফাইন দিয়ে দিয়ো ।তোমার অনেক পয়্সা আর সে জন্যেই তুমি কিপটে । বারবার ওয়াকিং ডিসট্যান্স দেখিয়ে হাঁটাও । কিন্তু আমি তো এতোটুকুও হাঁট্তে ভালোবাসিনা । তাই ঠিক করেছি , এখন থেকে সবসময়ই গাড়ি ইউজ করবো । আর ভাবছি ,একজন পার্মানেন্ট ড্রাইভার রেখে নেবো ।কারণ ,আমি কথা বললে তো বলতে থাকি বলতেই থাকি বলে , তোমার চালাতেও অসুবিধা হোতো । তাই , এখন থেকে নিজেরা নিশ্চিন্তে গল্প করবো আর ........

সে বলেই যাচ্ছিল । আর হতবাক হয়ে ঋষভ ভাবছিল , কীভাবে এসব কথা বলছে দিয়া ? যদিও দিয়ার কথার বাহ্যিক পরিবর্তন কিছু ছিল না । চিরকালই বেশী কথা বলে সে । যার বেশীরভাগটাই শুনতে লাগে হিজিবিজি , অকারণ ! এখ্নও তেমনই লাগছিল ।একমাত্র ঋষভ অনুভব করতে পারছিল , এর পিছনে কতো গভীরতা আছে ।সেই গভীরতায় ডুবে যাচ্ছিল সে .......

আজ , এই বদ্ধ ঘরে সব কালো মেঘ ছিঁড়ে বৃষ্টি এলো । এক পশলা প্রেম বৃষ্টি!





মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিয়া কি সত্যি আছে?
শুধু গল্পেই বুঝি বসতি তার, তাহাদের !

প্রথম একটু খটকার রেশ থাকলেও লাগলেও শেষটায় বেশ!!!!

+++

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: হুম ।আছে । এমন দিয়ারাও থাকে ।

অনেকদিন বাদে গল্প লিখলাম । প্রথমেই আপনার থেকে প্লাস পেয়ে অনেক উৎসাহ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: এক পশলা প্রেম বৃষ্টিতে ভালো লাগা রেখে গেলাম।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: গল্প আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: আপনি তো সুন্দর লিখেন!!!

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:১১

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভূতিতে এক পশলা খুব ভালো লাগলো । পৃথিবীর কোন কোন দেশে ব্যাকসাইড ড্রাইভারের লাইসেন্স দেয়। গল্পে তেমন হলে অবশ্য দিয়াকে আর ড্রাইভিং শিখতে হতোনা । তাই অন্যের চোখে যেটা হাবিজাবি ঋষভের কাছে সেটাই আবেগ হয়ে থাকুক চিরকাল ।

যদি কিছু না মনে করেন,
গল্পে কিছু টাইপো চোখে পড়লো। যেমন- একেবারে শুরুতে অফিসের/ অফিসর, পাঁচ লেখা উত্তম, সাইড টেবিলের/ টেবিলর, নিম্নাঙ্গ/ নিমাঙ্গ,দেওয়াল/ দেওযাল, শিখছি/ শিখিছ, হাঁটতে / হাঁটেত প্রভৃতি।
এছাড়া কয়েকটি বাক্যের গঠনেও সাবলীলতার অভাব পেলাম।
আগামীতে আরও ভালো হবে আশাকরি ।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।


০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪

নীলপরি বলেছেন: আপনার গল্প পড়তে আমার খুবই ভালো লাগে । তাই আপনার কাছ থেকে গল্প সম্পর্কে পরামর্শ পেয়ে ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।
আমি চেষ্টা করবো ।

কিছুদিন ধরে নেট এতো স্লো যে ঠিকমতো নেটে আসতে পারছি না । কাল পোষ্টের পরই এক অবস্থা । পেজ খুলছে না । এডিট করা হয়নি । এখন চেষ্টা করছি করার ।
শুভেচ্ছা নিলাম
আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর....

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর গল্প লিখেছেন তো, ভালো লাগলো দিয়া ঋষভের কথা,
গল্পে আবির্ভাব শুভ হোক আপনার।

৪ নং মন্তব্যের পরামর্শ গুরুত্বপূর্ণ, মনে হয় দ্রুত লেখার চেষ্টায় কিছু শব্দ অপূর্ণ থেকে গেছে।

শুভ রাত্রি

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৪

নীলপরি বলেছেন: ঠিক ধরেছেন । নেট স্লো থাকছে বলে পোষ্ট করতে তাড়াহুড়ো করেছি ।

হুম । উনি ভালো পরামর্শ দিয়েছেন । ঠিক করার চেষ্টা করেছি ।

আপনার কথায় অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ০৪ ঠা মার্চ, ২০১৯ ভোর ৪:১২

বলেছেন: দারুণ উপলব্ধি।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৮

নীলপরি বলেছেন: গল্প আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

ভালো থাকুন।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: আপনিও খুব ভালো থাকুন ।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১০:৩০

নয়া পাঠক বলেছেন: এক পশলা বৃষ্টি! এর জন্য কতদিন প্রতীক্ষায় ছিলাম, আছি, থাকবো!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে বললেন লাইনগুলো । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১১| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১১:০৭

মা.হাসান বলেছেন: কবিতা না লিখে এসব তো লিখতে পারেন, তাহলেই ব্লগে আসা যায়।
ভালো লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:০৫

নীলপরি বলেছেন: কবিতা লিখতে অনেক ভাবতে হয় । লেখাটা একটু কম । গল্পে ভাবনা ও লেখা দুটোই বেশী । আমি অলস বলে দুটো একসাথে করতে কম পারি । :)

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১২| ০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪২

সাহসী সন্তান বলেছেন: গল্পের টার্নিং পয়েন্টটা ভাল ছিল। নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের সুখের মধ্যে বেঁচে থাকার মত মন মানসিকতা তৈরি করে সামনে এগিয়ে যাওয়া দিয়া'রা বোধহয় আমাদের সমাজে কম নেই! আর কম নেই বলেই হয়তো এই তিরিক্ষে সমাজটা আজও আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়...

গল্পটা কাল রাত্রেই পড়ছিলাম পরী! তবে আলসেমীতে লগইন করি নাই! আপনার কবিতা লেখার হাত তো ভালোই। তবে গল্প লেখাতেও যে কম যান না সেটা আজকের গল্পতেই প্রমাণিত! লেখার মধ্যে কয়েকটা খুবই সহজ বানান ভুল হয়ে গেছে! ঠিক করে নিয়েন!

ভয়াভয় < ভয়াবহ

গল্পে ভালো লাগা! শুভ কামনা জানবেন!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৩৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে নিজের গল্পের এতো সুন্দর বিশ্লেষণ শুনে আপ্লুত হলাম ।

ঠিক আছে । কাল রাতের দিকে আমার নেট স্লো হয়ে গিয়েছিল । তাই আমিও আর আসিনি । যখনই করুন আপনি পড়েছেন ও মন্তব্য করেছেন , সেটাই অনেক , আমার কাছে । আপনার গঠনমূলক মন্তব্য সবসময়ই আমার লেখাকে সাহায্য করে । এটাও তেমন। ভীষণ ভাবে অনুপ্রাণিত করলো আমায় ।

হুম । ঠিক করেছি । আসলে এটা জী মেইলের কীবোর্ডে ল্যাপটপ থেকে লিখেছি । ওটা দিয়ে ঠিকমতো করতে পারি না । পরে ঠিক করে নেবো ভেবেছিলাম । নেট যখন একটু ঠিক পেয়েছি , তাড়াতাড়ি পোষ্ট করেছি । তারপর আবার নেট স্লো । যাহোক , কোনো অজুহাতই ভুলের কারণ হতে পারে না । তাই ভুল স্বীকার করছি । এরপর সচেতন থাকার চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:০৩

নীল আকাশ বলেছেন: আপু,
কিছু বানান ঠিক করে দিতে হবে। আপনি একবার মনোযোগ দিয়ে পড়লেই সব বানান ভুলগুলি বের করে ফেলবেন।
কথোপকথনের সময় যদি আলাদা লাইন সামনে হাইফেন (-) দিয়ে ব্যবহার করতেন, তাহলে বোধয় প্রেজেনটেশনটা আরও ভালো লাগতো পড়তে কিংবা দেখতে।

আপনার গল্প পড়ে বেশ মজা পেলাম। আজ মনে হয় প্রথম আপনার গল্প পড়লাম।

আপনার গল্পের শেষ লাইনটা আবার লিখতে ইচ্ছে করল, তবে অন্যভাবে -
আজ ঋসভের বদ্ধ এই ঘরে এতদিনের সব জমে থাকা কালো মেঘ ভেদ করে আবেগের বৃস্টি ঝুপ করেই নেমে এলো! যেন এক পশলা প্রেম বৃষ্টি!

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: আজ ঋসভের বদ্ধ এই ঘরে এতদিনের সব জমে থাকা কালো মেঘ ভেদ করে আবেগের বৃস্টি ঝুপ করেই নেমে এলো! যেন এক পশলা প্রেম বৃষ্টি!


খুব সুন্দর বললেন । ভালো লাগলো ।

গল্প খুব কম লিখেছি । তাই আপনি প্রথম পড়েছেন হয়তো । তাও আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ।

হুম ।এডিট করলাম ।



আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


১৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

হাবিব বলেছেন: সুন্দর গল্প লিখেছেন। ৪, ১২ ও ১৩ নম্বর মন্তব্য ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: ওনাদের মন্তব্য আমারও ভালো লেগেছে ।

গল্প আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

আরোগ্য বলেছেন: এক পশলা বৃষ্টিতে যেন আমিও ভিজে গেলাম। ধন্যবাদ পরী আপু।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: ঝটপট লিখেছেন কি? মোটামুটি লাগল।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: কিছুটা তাড়াহুড়ো হয়েছে । ভালোর করার চেষ্টা থাকলাম ।

আপনার মন্তব্য বরবরের মতোই উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:০৯

নাহিদ০৯ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। পরবর্তি গল্পের অপেক্ষায় থাকলাম।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৮

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । আমিও লেখার চেষ্টায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড, গপ্পোটা ভালই মনে হল। :)

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৯| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১২

সাহসী সন্তান বলেছেন: আমি কোন লেখা পড়লে সব সময়ই চেষ্টা করি সেই লেখা সম্পর্কিত বিষয়ে বিস্তারিত ফিডব্যাক জানানোর জন্য! আপনি নতুন গল্প লিখতেছেন, সেই তুলনায় আসলেই আপনার লেখা অনেক ম্যাচিউড! বিশেষত গল্প বলার ধরনটা...

তবে বানানের দিকে আর একটু বেশি যত্নবান হতে হবে। বিশেষ করে সাধারণ ব্যবহৃত বানান গুলোর মধ্যে মাত্রাতিরিক্ত ভুল থাকলে পাঠক গল্প পড়ায় হয়তো বিরক্তবোধ করতে পারে!

ভাল থাকবেন! আর নেট স্লো হওয়ার কারণ কি? এই ডিজিটাল যুগে পৃথিবী আগাইয়া সামনে যাইতেছে, অথচ আপনি দেখি সমানে পিছনে পিছাইতেছেন! /:)

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: হুম । আপনার কাছ থেকে সবসময়ই গঠনমূলক সাহায্য পেয়েছি । আমি সেগুলো ফলো করার চেষ্টা করি । আগে আমি কবিতায় দুটো শব্দকে একসাথে জোড়ার চেষ্টা করতাম ।আপনি বলেছিলেন মাঝখানে হাইফেন দিতে । আর তাতেই অর্থটা ঠিকঠাক লাগে । এখন তেমনই করার চেষ্টা করি ।গল্প নিয়েও আপনার পরামর্শগুলো মনে রাখবো ।

আর এই গল্প সম্পর্কে আপনার মন্তব্য পড়ে খুবই উৎসাহিত হলাম । এখনই আর একটা গল্প লিখতে ইচ্ছা করছে । চেষ্টা করছি আরেকটি লেখার ।

হায় নেট স্পীড!:( কেনো যে এরকম! :( আজ এখন অবশ্য ঠিক আছে ।

আবারো এসে সুপরামর্শ দিয়ে অনুপ্রাণিত করলেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২০| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল থেকে যতবার লগইন করেছি আপনার কমেন্ট বক্সে প্রতিমন্তব্য দেখতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছি। এটাও জানি এই মন্তব্যের উত্তরটি দেখার সৌভাগ্য আমার বোধহয় হবে না।

শুভকামনা জানবেন।

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৪

নীলপরি বলেছেন: আমার উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী ও দুঃখিত । নেট স্লো ছিল কাল । আজ ঠিক থাকলেও সারাদিন আসার সময় পাইনি । রাতেই । আশাকরি আপনি পরিস্থিতি বুঝবেন ।

আবারো কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২১| ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

সাহসী সন্তান বলেছেন: নতুন গল্প লিখতে চাইছিলেন না? কদ্দুর?

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: হুম । লিখছি । দুএকদিনের মধ্যে পোষ্ট করার ইচ্ছে আছে । খোঁজ নিলেন বলে আরও উৎসাহ পেলাম । খুব ভালো লাগলো । কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ । সারাদিনে , এই এলাম । আজ একটা কবিতা পোষ্ট করবো ভাবছি । যদি নেটওয়ার্ক ঠিক থাকে ।


অনেক ধন্যবাদ
আর অনেক অনেক শুভকামনা জানবেন

২২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: এখনো পর্যন্ত আপনার এই পোস্টটিতে আমি সবচেয়ে বেশি বার অন্তত দশ থেকে বারো বার এসেছি ।

কিন্তু একই ভাবে ভাগ্যের চাকা ঘুরছেই .....



কল্পনা করুন দেখি; মন্তব্য করছি কিন্তু কোন উত্তর পড়তে পারছিনা । কতটাঅসহনীয় লাগে ....

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৫

নীলপরি বলেছেন: আমারও প্রায় এক অবস্থা । এক এক সময় তো পেজই খুলছে না । :(

আবারো আসার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৩| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৬

পবিত্র হোসাইন বলেছেন: আপনার ব্লগ দেখতে এসেছিলাম, একটি গল্প পড়লাম,
অনেক ভাল লেখেন আপনি।
ভাল লেখা পড়ে মন্তব্য না করে থাকতে পারি না।

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.