নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিজাগানিয়া

০৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৯






শূন্যতা আসলে একলা একা নয়
তার হাত ধরে আছে বিষাদ
শেষের পরেও রয়ে যায় যে অবশেষ
সে সবই স্মৃতি হয়ে বসত গড়ে মন-ভূমিতে!

ভাবছো , স্মৃতিকাব্য লিখে কী হবে ?
ঠিকই! ঠিক! ঠিক!
কথার উপর কথা সাজাতে তো সিদ্ধহস্ত নই
আড়াল-চৌকাঠ গাঁথতেও একেবারে আনাড়ি
বেশ! তবে -
কুয়াশার চাদরে ঢাকা থাকুক মেঘ!


নাহয় , একটু গল্প করি সাঁঝবাতির সাথে
কুড়িয়ে আনি দু-চারটে ঝরা বকুল
সাজো , সাজো রব তুলি মনে
টেনে আনি এক ফোঁটা নক্ষত্র-আলো!

তবুও যদি ,
স্মৃতিজাগানিয়া বাতাস নাড়া দিয়েই যায় আবেগে
কান্নাগুলো নদী হয়ে বয়ে যাবে প্রবল গতিবেগে!

মন্তব্য ৩৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ দুপুর ১:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: স্মৃতিজাগানিয়া বেশ লাগলো।
"কুড়িয়ে আনে দু'চারটে ঝরা বকুল,
........
টেনে আনি এক ফোঁটা নক্ষত্র আলো।" মুগ্ধতা ++

অফুরান শুভেচ্ছা জানবেন।

০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে আমিও বিমুগ্ধ হলাম । খুব ভালো লাগলো ।

শুভেচ্ছা নিলাম ।
আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন

২| ০৫ ই মে, ২০১৯ দুপুর ২:০২

ডঃ এম এ আলী বলেছেন: এতো দেখি কবিতায় শূন্যতার দ্বিপদী ত্রিপদী চৌচদী সবই এক জায়গায় ।
কবিতার শূন্য ঘরে গাইছে পাখি গান, গানের সুরে ভ্রমর এসে বলছে কোথায় তুমি প্রাণ ।
নীলের কোলে মেঘের মাঝে যায় না দেখা শুণ্যতা, শূন্য বামে শূন্য ডানে জীবন শূন্যে ভরা,
শূন্য আছে রাধা নামে কানাই শূন্য ধরা । পূর্ণ আকাশ পূর্ণ বাতাস পূর্ণ বিশ্ব চরা ।
নিরেট প্রেমে সবুজ বৃক্ষে বেঁধে শুধু তার বাসা, শূন্য জীবন হয় পুষ্পিত জাগায় বাঁচার আশা ।

সুন্দর হয়েছে কবিতা ।
শুভেচ্ছা রইল


০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।
আপনার এই সুন্দর ব্যখ্যা আমার ব্লগ-পাতাকে আলোকিত করলো । খুব ভালো লাগলো ।

সেই সাথে কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

শুভেচ্ছা নিলাম ।
আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন

৩| ০৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শূন্যতা পূরণের কারনেই বাতাস বহে , কেউ হারিয়ে গেলেও হৃদয় খালি হয়না রেখে যায় ভরাট স্মৃতি।

০৬ ই মে, ২০১৯ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: বাহ ! খুব সুন্দর করে বলেছেন কথাগুলো । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ০৫ ই মে, ২০১৯ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো আপি

০৬ ই মে, ২০১৯ বিকাল ৩:১৯

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:২৩

পবিত্র হোসাইন বলেছেন: মোহ্‌ মোহ্‌ !! অসাধারণ +++

০৬ ই মে, ২০১৯ বিকাল ৩:২১

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো কবিতা।

০৬ ই মে, ২০১৯ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৭

রাকু হাসান বলেছেন:

তৃতীয় স্তবক আমার বেশি ভালো লেগেছে । ভালো কিছুর প্রত্যাশায় সব সময় ।

০৬ ই মে, ২০১৯ বিকাল ৫:১৯

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম । আমি চেষ্টা করবো প্রত্যাশার মর্যাদা রাখার ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


সাগরে মিশে গেলে নদী থাকে না, সব ঝর্নার পানিকে বুকে ধরে, হ্রদ হয়ে থাকাও একটি বিশাল জীবন।

০৬ ই মে, ২০১৯ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়তে । ভীষণ ভালো বলেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে দু:খ জাগানিয়া স্মৃতি জাগাতে কে চায়!

বড্ড জ্বালায়! ধরফর করে বুক
তিরতির করে কাঁপে ঠোট
ভেতরে বাহিরে বেদনার প্রবল কম্পন
না বলা কথাগুলো অভিমানে ঠোট ফুলিয়ে থাকে।

স্মৃতির অগ্নিগিরির উপর পাথর চাপা দিয়ে
ভুলে থাকার হিমবাহে ঢেকে
স্মৃতি ভ্রষ্ট হয়েই থাকতে চাই!
বড্ড জ্বালায় যে দু চোখ! স্মরনেই ঢেউ ওঠে !
বেদনার জলোচ্ছাসে ভেসে যায় সব সূখ!








০৭ ই মে, ২০১৯ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: অসামান্য লিখেছেন কবি ! খুব ভালো লাগলো আপনার কাব্যিক মন্তব্য ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ০৫ ই মে, ২০১৯ রাত ৮:০০

করুণাধারা বলেছেন: শূন্যতা আর বিষাদ সব সময়ই হাত ধরাধরি করে থাকে........

চমৎকার কবিতা, ছবিটাও একেবারে মানিয়ে গেছে।

০৮ ই মে, ২০১৯ সকাল ১০:২১

নীলপরি বলেছেন: কবিতা আপনি চমৎকার বলায় অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ০৫ ই মে, ২০১৯ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



শূন্যতার ভেতরে যারা বিষাদের ছায়া মাখেন তারা মনে হয় একা! শূন্যতার ভেতরে অসীমের আবির মাখাতে জানলে তা হয়ে উঠতে পারে দোলপূর্ণিমার আলোয় ভাস্বর!
কবিকে আরেক ধরনের শূন্যতার গল্প বলে গেলুম নিজের থেকে কুড়িয়ে এনে, কান্নার শব্দের ভেতর থেকে যাতে ঝরে পরে যেন কিছু অশ্রুত কল্লোলধ্বণি।

আবেগী কবিতা হলেও আগের মতো কবিতার চৌকাঠ গাঁথা হয়ে ওঠেনি কিন্তু। তাড়াহুড়ো ছিলো সম্ভবত!

০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার গল্প । খুবই সদর্থক ।

কবিতা নিয়ে যেটা বললেন সেটা মনে রাখবো । পরবর্তীতে চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ০৫ ই মে, ২০১৯ রাত ১০:২৭

বলেছেন: শূন্যতার হাত ধরে বিষাদের ছায়া -- এইটা ভালো ছিলো।

০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ০৫ ই মে, ২০১৯ রাত ১০:২৮

মেঘ প্রিয় বালক বলেছেন: খুবই আবেগময় কবিতার কথামালায়।

০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ০৬ ই মে, ২০১৯ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন লিখেছেন।

০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: শুনে আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ০৬ ই মে, ২০১৯ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কুড়িয়ে আনে দু'চারটে ঝরা বকুল,
........
টেনে আনি এক ফোঁটা নক্ষত্র আলো


এবং শেষের দুলাইন অসাধারণ।+++++++++++++

০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০০

নীলপরি বলেছেন: খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ০৬ ই মে, ২০১৯ দুপুর ১২:১৬

জাহিদ অনিক বলেছেন: মানুষের জীবনে স্মৃতিই সব, কিছু স্মৃতি অতীতে হারিয়ে যায়, কিছু স্মৃতি ভবিষ্যতে অপেক্ষা করে হারিয়ে যাওয়ার জন্য।
কবিতা ভালো লেগেছে কবি

০৯ ই মে, ২০১৯ সকাল ৮:৫৬

নীলপরি বলেছেন: আবার কিছু স্মৃতি রয়েও যায় ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি

১৭| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর। সহজ সরল সুন্দর।

০৯ ই মে, ২০১৯ সকাল ৯:৩০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ০৬ ই মে, ২০১৯ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: স্মৃতি বড্ড খারাপ !!!! তবে আপনার কবিতা ভালো হয়েছে।

০৯ ই মে, ২০১৯ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । তবে কিছু স্মৃতি ভালোও আছে ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ০৮ ই মে, ২০১৯ সকাল ১০:৩৬

জুন বলেছেন: ভালোলাগা রইলো স্মৃতি জাগানো কবিতায়।
+

০৯ ই মে, ২০১৯ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: "বেশ! তবে-
কুয়াশার চাদরে ঢাকা থাকুক মেঘ!"
- খুব সুন্দর লিখেছেন। কবিতায় প্লাস +।

কত্ত ছোট্ট আমাদের এ জীবনটা। তবুও এতে কত কত দুঃখের ছোট বড় মেঘ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কখনো কখনো মন খারাপ করে দিয়ে ভেসে চলে যায়, কখনো "কুয়াশার চাদরে" ঢাকা পড়ে থাকে, আবার কখনো বা গুমোট বেঁধে বসে থাকে, দু'চোখে কান্না ঝরিয়ে নদী হয়ে বয়ে যাবে বলে
আপনার কবিতাটি পড়ে আমার এসব কথাই মনে হলো।
অনেকদিন ধরে ব্লগে আসছেন না। আশাকরি ভাল আছেন?
ব্লগ এখন ব্লকমুক্ত। ফিরে আসুন ব্লগে, নতুন কোন লেখা নিয়ে না হলেও, শুধুই আমাদের লেখাগুলো পড়ার জন্য।
ভাল থাকুন, শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.