নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার প্রলেপ

১০ ই মে, ২০১৯ রাত ১০:০০







গল্পে-গাথায় ঠিক যেমনটা হয়
হাবে-ভাবে তেমনটাই তোর রোখ
বহু শতাব্দীর চেনা স্রোতও পাল্টে যায়
তুই চোখে রাখতেই চোখ!


পুরানি দিল্লির গলি পথে
গালিবের শায়েরী যেমন আজও ওড়ে
ঘুম দেবীকে যত্নে সাজানো নৈবেদ্য দিয়ে
তুই ঘুরিস স্বপ্নের চরাচরে!


প্যারিসের মতোই নাছোড়বান্দা তুই
বিদ্যুৎ ঠাঁই নেয় তোর ঠোঁটের আস্তানায়
শার্টের কলার চুঁইয়ে নামে অভিসার
ভালোবাসা প্রলেপ লাগায় বেদনায়!

মন্তব্য ৫৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৯ রাত ১০:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসলে কি একটা হয়ে যায়.........

সুন্দর কবিতায় ভালোলাগা.... :)

১০ ই মে, ২০১৯ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ১০ ই মে, ২০১৯ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর ।
বড়ই সুন্দর ।
অস্থির সুন্দর।

১০ ই মে, ২০১৯ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: আমাার কবিতাকে এতোভাবে 'সুন্দর' বিশেষণে বিশেষিত করেছেন দেখে আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন



৩| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৩১

মাহমুদুর রহমান বলেছেন: বহু শতাব্দীর চেনা স্রোতও পাল্টে যায়
তুই চোখে রাখতেই চোখ।


মনোমুগ্ধকর!

১০ ই মে, ২০১৯ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: লাইন গুলো কোট করেছেন দেখে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:


অল্প কিছু শব্দ দিয়ে পুরো জীবনের বা এক জীবনের
সুখ,দুঃখ,আনন্দও বেদনা তুলে ধারার ক্ষমতা শুধু মাত্র কবিদের থাকে!!! ;)




সুন্দর কবিতা+++

১০ ই মে, ২০১৯ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো বন্ধু । লগ ইন করতে অসুবিধা হচ্ছে ?

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক দিন পর একটা কবিতা পড়লাম।

১০ ই মে, ২০১৯ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: বাংলাদেশ থেকে সামু লগ ইন করতে হয় একটু বিকল্প পথে..... যাইহোক, ব্লগে একটু কম আসি.. তবে সময় পেলেই লগ ইন ছাড়াই আপনাদের লেখা পড়ি :(

আশা করি ভালো আছেন বন্ধু!! #:-S




১০ ই মে, ২০১৯ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: সে জানি । তবু যেভাবেই হোক লেখা পড়েন জেনে ভালো লাগলো । :)
হুম , আমি ভালো আছি । আর , আশা রাখি আপনিও ভালো আছেন ।

আবারো আসার জন্য ধন্যবাদ জানবেন

৭| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১০ ই মে, ২০১৯ রাত ১১:০৫

নীলপরি বলেছেন: জেনে খুব খুশো হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ১০ ই মে, ২০১৯ রাত ১১:৪২

চাঙ্কু বলেছেন: কুবি কইছে - ভালুবাসা বলে কিছু নাই!!

১০ ই মে, ২০১৯ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: কোন কবি ? :(


অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ১১ ই মে, ২০১৯ রাত ১২:১২

বলেছেন: তুই চোখে রাখতেই চোখ------
-পাল্টে যায় বহু শতাব্দীর চেনা স্রোত --
----এইতো আমার সুখ---



চমৎকার কবিতা.

১১ ই মে, ২০১৯ রাত ১২:২৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ১১ ই মে, ২০১৯ রাত ১২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক রাত হয়ে গেছে। কাল সময় নিয়ে আবার আসবো।

১১ ই মে, ২০১৯ রাত ১২:৪৬

নীলপরি বলেছেন: তাও যে এসেছেন তাতেই অনেক উৎসাহ পেলাম । ভালো লাগলো ।

তবু কাল অবশ্যই আসবেন । আপনার মতামতের অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১১| ১১ ই মে, ২০১৯ রাত ২:০৫

দেলোয়া৭৮৬ বলেছেন: কি মন্তব্য করি?
আমার না মনের দলে হয়ে গেল!

১১ ই মে, ২০১৯ সকাল ৭:৪৩

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১২| ১১ ই মে, ২০১৯ ভোর ৬:৫৯

নজসু বলেছেন:



শুভ সকাল।
কঠিন অথচ শুভ্র সুন্দর একটি ভালোবাসার কবিতা পাঠে
আজকের ব্লগ সময়টা শুরু করলাম।

কবিতার সুখের মতো উচ্ছ্বল হোক সকল ভালোবাসার মানুষের জীবন।

১১ ই মে, ২০১৯ সকাল ৭:৪৮

নীলপরি বলেছেন: সকাল বেলা এসেই আপনার এতো সুন্দর মন্তব্য পড়ে আমারও ভীষণই ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন
শুভ সকাল

১৩| ১১ ই মে, ২০১৯ সকাল ৮:৫৬

পবিত্র হোসাইন বলেছেন: গল্প লিখেন না কেন?

১১ ই মে, ২০১৯ বিকাল ৪:১২

নীলপরি বলেছেন: আলসেমী :(

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ১১ ই মে, ২০১৯ সকাল ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




প্রথম চারটি লাইন অপূর্ব!
এর-ই নাম, প্রেম!

১১ ই মে, ২০১৯ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: এর-ই নাম, প্রেম!
-- কবিতা পড়ে আপনার এই কথাটা মনে এসেছে জেনে খুব ভালো লাগলো স্যর । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


১৫| ১১ ই মে, ২০১৯ সকাল ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন:
প্রিয় পরি আপু,

বরাবরের মতই সুন্দর প্রেমের মহাকাব্য। বয়ে চলুক দিল্লি লখনৌ হয়ে প্যারিসের রাজপথে হৃদয়ের ক্যানভাসে নানা রঙে রঙিন হয়ে।++
অপরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: কবিতায় আপনার প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

আর খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা । আমি এখানে প্যারিস লিখেছিলাম ট্রয়ের যুবরাজ , হেক্টরের ভাই প্যারিসের কথা ভেবে । তবে আপনি ,' বয়ে চলুক দিল্লি লখনৌ হয়ে প্যারিসের রাজপথে হৃদয়ের ক্যানভাসে নানা রঙে রঙিন হয়ে ।' -- বলে , এই সব প্রেমের শহরের প্রেম-কাহিনী গুলো মনে এনে দিলেন । কবিতার ব্যপ্তিটা অনেক বাড়িয়ে দিলেন । আপ্লুত হলাম ।

শুভেচ্ছা গ্রহন করেছি ।
আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন



১৬| ১১ ই মে, ২০১৯ সকাল ১১:৩০

কালো যাদুকর বলেছেন: বুঝাই যাচ্ছে এই কবিতা বোঝার কোন কায়দা নেই। বিশেষ করে শেষ দুই লাইন। সব কবিই যখন কবিতা লিখেন, কোন একটা উপলদ্ধি থেকেই লিখেন। আপনি কি একটু শেষ দুই লাইনটা বুঝিয়ে বলবেন? খুবই ফাপড়ে পড়া গেল দেখছি।

তবে কবিতা খুবই জটিল (ভাল অর্থে) হয়েছে।

১২ ই মে, ২০১৯ রাত ১১:১১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

মুশকিলটা হোলো আমি নিজের কথা নিজেই বুজি না! তার উপর কবিতা! কবি কবিতা লেখেন । সেটা যেমন খুশি বোঝার স্বাধীনতা পাঠকের আছে । তাতে অনেক সময় কবিতার ব্যপ্তি ঘটে । উপরের প্রতিউত্তরটা একটু পড়ে দেখবেন প্লিজ ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ১১ ই মে, ২০১৯ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৩ ই মে, ২০১৯ সকাল ১০:৫৭

নীলপরি বলেছেন: জেনে আনন্দ পেলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৩৬

নীল আকাশ বলেছেন: আঁখি থেকে ভালোবাসা কপোলের তিলে
প্রণয়ের ইচ্ছসব লেপে আছে এই দিলে!
চমৎকার কবিতা।

১৩ ই মে, ২০১৯ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য পড়ে বিমুগ্ধ হলাম । খুব ভালো বলেছেন ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৯| ১১ ই মে, ২০১৯ দুপুর ২:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



বিদ্যুৎ চমকানোর মতো ভালোবাসার কবিতা। +++

১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: ভীষণই ভালো লাগলো আপনার মন্তব্য ।
প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২০| ১১ ই মে, ২০১৯ বিকাল ৪:৩০

ডার্ক ম্যান বলেছেন: 35 বছর পার করিতেছি, কোন শালী ভালোবাসার প্রলেপ দিল না ।
এত ভালোবাসা কয় পান

২১| ১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতায় আজকাল শরীর দেখা যায়?

২০ শে মে, ২০১৯ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: কবিতা কবি লেখেন । উপলব্ধী পাঠকের উপর নির্ভরশীল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২২| ১১ ই মে, ২০১৯ রাত ৮:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:২৪

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো । সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৩| ১১ ই মে, ২০১৯ রাত ৮:৩১

জাহিদ অনিক বলেছেন:
বিদ্যুৎ ছুঁয়ে যায় ঠোটে - শার্টের কলার চুইয়ে নেমে আসে ভালোবাসা
বাহ ! সুন্দর লেগেছে কবিতা।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:২৮

নীলপরি বলেছেন: এতো সুন্দর করে কবিতাভালো লেগেছে বললেন যে আমি আপ্লুত হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৪| ১১ ই মে, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জেনে খুব খুশো হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

ভালো থাকুন।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:২৯

নীলপরি বলেছেন: আপনিও খুব ভালো থাকুন । :)

২৫| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালবাসার প্রলেপ কেন আমার সাথে অপরিচিত। আমি তো তার জন্যই চিরকুট লিখি।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৩২

নীলপরি বলেছেন: আপনার লেখা আমি পড়েছি । খুবই ভালো লেখেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৬| ১৩ ই মে, ২০১৯ দুপুর ১২:০৯

নীল আকাশ বলেছেন: কিছু কিছু মানুষ নাকি যত দিন যায় আস্তে আস্তে চরিত্রহীন হয়ে যায়। এটা হচ্ছে তাদের জিন গত সমস্যা। নিজে অল্পবয়সী সাদা কালো লাল নীল (যেখানে যেটা পায়) মেয়েদের হাত ধরে টানাটানি করে এসে, এখন এই কবিতায় কার্টুনের মাঝে উনি শরীর খুজে বেড়ান। কারো কারো অস্লীল বিষয়ে কথা বলতে খুব ভালো লাগে। যদি সম্ভব হতো আমি সত্যই একে নাবিলার কাছে নিয়ে বাধ্যতামুলক মানসিক চিকিৎসা করতাম। কারন যে কার্টুনের মাঝে অস্লীলতা খুজে পায় তার আসলে পাবনাই আসল জায়গা।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১২:১৪

নীলপরি বলেছেন: যা বলেছেন । আবার সমাজ নিয়ে জ্ঞানও দেন । দৃষ্টি বোধহয় বেশী হয়ে গেছে । কী আর করা যাবে! এরা নিজের পরিচয় নিজে দেন ।

এসবের প্রতিবাদ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

২৭| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:২৩

জুন বলেছেন: অসাধারণ কবিতা নীলপরি। ভালোলাগা অনেক।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।
উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৮| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২১ নং মন্তব্যে শ্রদ্ধেয় চাঁদগাজী মুরুব্বি 'শরীর দেখা যায়' বলতে এই কবিতার ছবি বোঝাতে চাননি কোনভাবেই, বরঞ্চ আমি এখানে কবির লেখার এক অনন্য প্রশংসা দেখতে পাচ্ছি, কবি তার কবিতার কথামালায় শরীর উপলব্ধি করাতে পারার কৃতিত্ব দেখিয়েছেন, শ্রদ্ধেয় চাঁদগাজী'র মন্তব্যটা কেবল লেখকের লেখায় গুণগত মানের প্রশংসামাত্র। না বুঝে ভিন্ন মন্তব্যে বিতর্কের সৃষ্টি করার কোন যৌক্তিকতা দেখিনা।
ভুল হলে ক্ষমা করবেন। ২০ নং মন্তব্য নিয়ে সমালোচনা করাটা অনেক যৌক্তিক ছিল।

২১ শে মে, ২০১৯ দুপুর ১:৪৫

নীলপরি বলেছেন: আপনার মতামত পেয়ে খুবই ভালো লাগলো । আপনি যে কবিতার মর্মকথাটা উপলব্ধী করতে পেরেছেন বলে আরো ভালো লাগলো ।


' ২০ নং মন্তব্য নিয়ে সমালোচনা করাটা অনেক যৌক্তিক ছিল।' -- আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত । তাইজন্য এখনো উত্তর দেই নি । তবে এবার সাবধান করতে দেবো ।

আর বাকি মন্তব্যের সাথে আংশিক ভাবে একমত । যদি আপনার কথা মতো ধরেও নেই উনি কবিতার কথা বুঝেই মন্তব্য করেছেন তাও এটাকে প্রশংসা বলে মনে করতে পারছি না । আপনার কি বাক্যটা শালিন বলে মনে হচ্ছে ? কারণ এটা নতুন কিছু নয় । অনেকেই এরকম অপদস্থ করেন । এবার আমাকেও করেছেন । ২৬নং মন্তব্যকারীর সাথেও এরকম আচরণ করেছেন বলে উনি রিয়্যাক্ট করেছেন । কোনো ব্যক্তির আচরণে যদি অনেকে আঘাত প্রাপ্ত হয় তবে সেই ব্যক্তিকে তাঁর আচরন নিয়ে ভাবতে হবে । চাইলে উদাহরণ অনেক আছে । আমার বোঝার যদি ভুল হয় তবে আপনিও আমায় ক্ষমা করবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৯| ২০ শে মে, ২০১৯ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংযমের মাসে অসংযমী করে দেবার মতো প্রাণময় কবিতা ;) :P
(ফান)

গভীর ভালবাসার অনবদ্য প্রকাশ
জীবনের যে কোন ব্যাপ্তিতেই তা প্রকাশ হতে পারে
বিদ্যুতের স্পর্শে
দেহে বা ঠোঁটে তো প্রকাশ মাত্র- হৃদয়ের যার অবস্থিতি!

+++

২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: আমি মাঝে মাঝে কম বুঝি । তবে এই 'ফান'টা বুঝেছি । :)

আপনার মন্তব্য পড়ে বিমুগ্ধ হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩০| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: অনিন্দ্যসুন্দর একটি প্রেমের কবিতা। শিরোনাম এবং ছবি যথোপযুক্ত হয়েছে। কবিতায় দশম প্লাস + + রেখে গেলাম।
প্রতিটি স্তবকের তৃতীয় এবং চতুর্থ লাইন খুব সুন্দর হয়েছে।
যদিও একাধিক পাঠক আপনার এ কবিতা থেকে "বহু শতাব্দীর চেনা স্রোতও পাল্টে যায় তুই চোখে রাখতেই চোখ" এবং "শার্টের কলার চুইয়ে নেমে আসে ভালোবাসা" - এ লাইনগুলোকে উদ্ধৃত করেছেন, আমার কাছে মনে হয়েছে আপনার এ কবিতার একটি লাইন একাই একশ', এবং তা আধুনিক কালের যে কোন বিখ্যাত কবির কবিতার পংক্তিমালার সাথে তুলনীয়। আর সেটা হচ্ছে- বিদ্যুৎ ঠাঁই নেয় তোর ঠোঁটের আস্তানায়

৩১| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: ২০ নং মন্তব্যটিকে আমার কাছে অত্যন্ত অশালীন মনে হয়েছে। এ ধরণের মন্তব্য সুন্দর ব্লগীয় পরিবেশ বজায় রাখার জন্য পরিত্যাজ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.