নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বনলতা

২১ শে মে, ২০১৯ সকাল ১১:৫২




অনাদরে অবহেলায় বেড়ে ওঠে যে বনলতা
কষ্ট তার কাছে হার মানে
হয়ে যায় শুধুই অভ্যেস!

জীবনভর শুধুই 'খরা'র মরশুম যার
আলাদা করে তৃষ্ণা আসে না তার!

জীবন ঘোরে নিত্যদিনের চেনা ছন্দে
তবু, ছন্দ ভুল করেও
কবিতা হয়ে ঝরে পড়ে না ছেঁড়া ছাউনিতে
মাঝে মাঝে কেবল
চিল শুকুনের ঠোকরানি টের পাওয়া যায়!

পাঁচ বাড়ি কাজের ফাঁকে ফাঁকে
মেগাসিরিয়ালের ভালোবাসা দেখে
মোনালিসার মতো হাসি আসে তাই!


ফিরতি পথে মেয়েটি যখন
বিশেষ সুরে ডাক দেয় লালু ভুলুদের
আর তারা ল্যাজ নেড়ে এগিয়ে আসলে
শ্রমের প্রসাদ টিফিন বাক্স থেকে
বের করে আনে --
ঠিক তখন ,
'ভালোবাসা' মুচকি হাসে!

আপনি কি চেনেন এই বনলতাকে ?

মন্তব্য ৪৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:০২

নতুন নকিব বলেছেন:



সুন্দর কবিতা।

২১ শে মে, ২০১৯ দুপুর ১:৪৮

নীলপরি বলেছেন: প্রথমেই কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি
শুভেচ্ছা

২১ শে মে, ২০১৯ দুপুর ১:৪৯

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম দিদি । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আপনাকে ব্লগে দেখে ও মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো কবি । কবিতা আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৯

জুন বলেছেন: দিনকে দিন আপনার কবিতাগুলো অসাধারন হয়ে উঠছে নীলপরি ।
+

২১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ২১ শে মে, ২০১৯ দুপুর ১:০৩

মেঘ প্রিয় বালক বলেছেন: বনলতার প্রতি যে আবেগ তা অতি পবিত্র বোঝাই যাচ্ছে। এযুগের বনলতা চিনতে হবে কোন একদিন। কবিতা লেখার হাত অনেক ভালো আপনার। ভালো থাকবেন কবি।

২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ২১ শে মে, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে মে, ২০১৯ সকাল ৮:৩৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ২১ শে মে, ২০১৯ দুপুর ২:৩৩

নজসু বলেছেন:


একরাশ ভালো লাগা।

২৩ শে মে, ২০১৯ সকাল ৮:৪২

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ২১ শে মে, ২০১৯ বিকাল ৩:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: মহুয়ার মাদকতা মেশানো বনলতায় মুগ্ধতা। বরাবরের মতই সুন্দর++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় পরি আপুকে।

২৩ শে মে, ২০১৯ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।
শুভকামনা নিয়েছি আর আপনাকেও
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ২১ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৯

জাহিদ অনিক বলেছেন: এই বনলতাকে চিনি--- তার সাথে কথা হয় না, আজ তার কথা জানা হলো কবিতায়।
যার কাছে কষ্ট হার মানে অভ্যেস হয়ে।

সুন্দর কবিতা, শুভেচ্ছা রইলো কবি।

২৩ শে মে, ২০১৯ সকাল ৯:০৭

নীলপরি বলেছেন: হুম । এইসব বনলতাদের আপনার মতো কবির চেনারই কথা । আমার এটা জেনে খুব ভালো লাগলো যে আমি একটু হলেও আপনাকে বনলতার কথা জানাতে পেরেছি । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিয়েছি
আপনাকেও অনেক শুভেচ্ছা কবি

১১| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতায় প্লাস ----

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৩৬

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১২| ২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


সব বনলতারাই মা্যাবতী, হোক সে জীবনান্দের, নীলপরীর কিংবা চাঁদগাজীর

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৩৭

নীলপরি বলেছেন: সুন্দর বলেছেন । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৩| ২১ শে মে, ২০১৯ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগা রইলো।

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৩৮

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ২১ শে মে, ২০১৯ রাত ৮:৫৫

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা। +++

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৪১

নীলপরি বলেছেন: জেনে খুবই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ২১ শে মে, ২০১৯ রাত ৯:১৪

বলেছেন: কঠিন সুন্দর --

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৫৭

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ২১ শে মে, ২০১৯ রাত ১০:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর কবিতা, তবে বনলতাকে চিনি না

২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: হুম । অচেনা হতেই পারে । তাই চেনানোর চেষ্টা করলাম ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ২১ শে মে, ২০১৯ রাত ১০:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা !

কত শত বনলতা দুঃখকে সংগী করে বেঁচে আছে !

২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: হুম । একবারেই ঠিক বলেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ২২ শে মে, ২০১৯ ভোর ৬:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



কয়েক বছর ধরে সামুর পাতা জুরে হেটেছি কবিতার পরে
প্রথম পাতা হতে বিশেষ পাতায় কতই না খুঁজেছি
জীবনানন্দের নাটোরের বনলতা সেনের মত না হোক
অন্তত তার কাছাকাছি কোন এক বনলতাময় কবিতাকে ।

খুঁজে খুঁজে প্রায় ক্লান্ত ক্ষনে দেখা মিলল
নীল পরিমনির হাতে আঁকা বনলতাকে
জীবনানন্দের মত দুদন্ড শান্তি দিল
বনলতা নিয়ে লেখা কবিতাটি পাঠে।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য । বরাবরের মতোই বিমুগ্ধ হলাম । আপনার প্রতিটা শব্দ আমার ব্লগ-পাতাকে আলোকিত করলো ।

অনেক ধন্যবাদ জানবেন ।
শুভেচ্ছা নিয়েছি
আর আপনাকেও
অনেক অনেক শুভেচ্ছা


১৯| ২২ শে মে, ২০১৯ দুপুর ১২:০২

আহমেদ জী এস বলেছেন: নীলপরী,




এই বনলতাকে চিনতে একটু কষ্ট হচ্ছে। দুঃখে যাদের জীবন গড়া তেমন একজন বনলতাকে শুরুতে যেভাবে চিত্রিত করেছেন সে বনলতা ফিরতি পথে লালুভুলুদের কেন বিশেষ সুরে ডাক দেবে? এখানটাতে মেলাতে পারছিনে!

বক্তব্য সমৃদ্ধ কবিতা ।

২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪০

নীলপরি বলেছেন: এরকম ঘটনা হতে দেখেছি । আমি হয়তো ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি ।

তাও আপনার বক্তব্য ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২০| ২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮

নীল আকাশ বলেছেন: আমিও জী এস ভাইয়ের সাথে একমত। রূপক কবিতায় প্রথম ৪টা প্যারার সাথে নিজে থেকেই লালুভুলুদের ডাক দেয়াটা ঠিক মানাচ্ছে না। বরং বনলতার রাস্তায় যাওয়া আসার সময় লালুভুলুরা ক্রমাগত বিরক্ত করে ওর জীবন দুর্বিষহ করে তুলে এরকম কিছু দেখাতে পারতেন। থীমের সাথে মিলিয়ে যেত। উপরের অংশ/প্যারাগুলি চমৎকার হয়েছে।

২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪৪

নীলপরি বলেছেন: থিম তো বটেই । তবে ঠিক থিম ভেবে লিখিনি । এরকম ঘটনা দেখে লিখেছি ।
বোধহয় ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি ।

কবিতা আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২১| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৪৯

কালো যাদুকর বলেছেন: দারুন। এই বনলতা ও আদরনীয়।

২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪৬

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২২| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা !!!!!!!!!!!!!

২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো । আর কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:০০

রাকু হাসান বলেছেন:

হুম বরাবরের মত সুন্দর লাগছে । এত সহজ করে লিখেন কিভাবে । ইদের শুভেচ্ছা রইলো নীল পরি আপু ।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: এই যে আপনারা পড়েন এটাই একমাত্র উৎসাহ । আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: "নাম রেখেছি বনলতা যখন দেখেছি,
হয়তো বা সে ক্ষণে তোমায় ভালবেসেছি"
- আপনার কবিতার শিরোনামটা পড়ে শ্যামল মিত্রের এ গানটির কথা মনে পড়ে গেল, যদিও অন্য আরো অনেকের মত আমিও বোধকরি য়াপনার কবিতার বনলতাকে সনাক্ত করতে পারিনি। তবে, কবিতা ভাল লেগেছে। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.