নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তামাশার দাম

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৫০




জলের উপর জল সাজিয়ে
সাগর শোনায় নদীর গল্প
তার থেকে তুলে নিয়েছি
আঁজলা ভরে অল্প!


জানবে না তুমি কী আছে
হাতভরা এই জলজ কাহিনীতে
গাথা-স্রোত বইবে ন
তোমার অনুভূতিহীন ধমনীতে!


অনুভূতির দায় অনেক
দায় নিয়ে বাড়ায়োনি বোঝা
বুঝি, এটাই সহজ সোজা!


সুজন সেজে এসেছিলে
মধুর আলপনা এঁকেছিলে দিন-প্রতিদিন
তবে, কেনো করলে আঘাত ?
কাঁপেনি কী একটুও হাত ?

এসব প্রশ্ন করবো না কিছুই
জানি ,তোমার তামাশার শেষ
তাই ,পর্দা নেমেছে
শুধু আমার মন-পর্দায়
তামাশার ছাপ থেকে গেছে!


অবহেলায় মুছেছো আমার নাম
রক্ত ক্ষরণে চুকিয়েছি
তোমার তামাশার দাম!

তাই তো, বলবো না নিজেকে দুঃখী
অঋণীর মতো আর কে বলো সুখী?

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০০

জাহিদ অনিক বলেছেন: অঋণীর মতো আর কে বলো সুখী? দারুণ, পুরো কবিতার থিমটাই সুন্দর।
শেষ লাইনটা বেশী লাগছে তাই তুলে দিলুম।
শুভেচ্ছা কবি।

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: লাইনটা কোট করেছেন বলে ভীষণ ভালো লাগলো । থিমটা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ জানবেন ।

শুভেচ্ছা নিলাম

আপনাকেও শুভেচ্ছা কবি

২| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:১৪

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

৩| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০৯

মুক্তা নীল বলেছেন:
নতুন করে উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞা। খুব সুন্দর কবিতা ও শুভকামনা রইলো ।

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকানা

৪| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর আপি। কেউ কারো জন্য বসে থাকে না। নতুন করে হোক মনের ভিত স্থাপন

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:২০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো । উৎসাহ বোধ করছি ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন দিদি

৫| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


ঋণ নেই, ভাবনা কিছু মুছে যায়নি ...

৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: হুম । ভালো বলেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

৬| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: তাহার মাঝে ভাঙচূর হয়েছে,হয়েই চলছে,
তুমি লুটপাট করেছো,করতেই এসেছ।
আমি সামরিক শক্তিতে নয়,কৌশলে বিশ্বাসী,
কারণ যুদ্ধ শক্তিতে নয়,কৌশলে জিতে নিতে হয়।
আপনার বুদ্ধিদীপ্ততা, তীক্ষ্ণতা,তীব্রতা, রসবোধ, শিল্প নির্মাণ মনস্তত্ত্ব ভিন্নরকম। তাই কবিতা মিশে যাবে শরীরে। আশা করি বুঝতে পেরেছেন।
শুভকামনা জানিবেন। লাল গোলাপের শুভেচ্ছা নিরন্তর।

৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: বাহ । কী অপূর্ব মন্তব্য । পড়ে বিমুগ্ধ হলাম । খুব ভালো লাগলো ।
আর কতোটা বুঝেছি জানি না , তবে বোঝার চেষ্টা করেছি ।

লাল গোলাপের শুভেচ্ছা নিয়েছি । গোলাপের সুগন্ধ আমার পছন্দ ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।


৭| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা :)

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৪০

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

৮| ৩০ শে মে, ২০১৯ রাত ৮:০২

হাবিব বলেছেন: সুজন কি এখনো আছে?

৩১ শে মে, ২০১৯ সকাল ১১:০৭

নীলপরি বলেছেন: আপনার প্রশ্নের খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন সহব্লগার ল নীচের মন্তব্যে । এরপরে আমার আলাদা করে আর কিছু নেই । ;)

আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

৯| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:৫৫

বলেছেন: হাবিব স্যার বলেছেন: সুজন কি এখনো আছ?? -- হা হা হা ................
------------------------না না সুজন তামাশার ছাপ রেখে গেছে-----------------------
----------------------------তবুও তারে কুজন বলা যাবে না ------------------

-----------অছাম কবিতা---------
শুভেচ্ছা নিরন্তর।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: আমার জন্য এতো সুন্দর একটা দিয়ে দিয়েছেন বলে , প্রথমেই আপনাকে ধন্যবাদ । :)

কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

শুভেচ্ছা নিয়েছি ।
আপনিও শুভেচ্ছা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকানা

১০| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লাগায় ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১১| ৩০ শে মে, ২০১৯ রাত ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর। ++
সুজনরা বুঝি এরকমই। হৃদয়কে নিয়ে ছিনিমিনি খেলে। খান খান করার মধ্য দিয়ে তাদের যেন পরিতোষ প্রাপ্তি ঘটে। কিন্তু মাদকতা মেশানো সুজনই যে একদিন বয়ে আনবে নতুন প্রভাত।

অফুরান শুভেচ্ছা জানবেন।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১২| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা
পাঠে মুগ্ধ ।
কবিতা পাঠে
আনমনে ভাবি-

তামাসার দাম দিব কি করে
জলের উপর পদ্ম পাপরী
নদীতে ময়ুর নাচে
পাহাড়ে শীলা বৃষ্টি
চারি ধারে অনাসৃস্টি ।

প্রচণ্ড ভ্যাপসা গরম
বাতাসও বন্ধ
তাপে তাপে জলকণা—
জলীয়বাষ্প ।

জলজ জ্বলন্ত আত্মা
থেকে বাস্পভুত হয়ে
জগতময় ভ্রমণ শেষে
নদী হয়ে বয়ে
জীবনচক্র শেষ করে
তোর বুকেই না হয়
নিলাম ঠাই করে ।

এ নিয়ে তামাসাই
যদি করবি তাহলে
সময়ের সাথে একদিন
রাশি রাশি বালুকণা হয়ে
ভেঙে পড়ব তোরই কুলে।

তখন না হয় ফেলে দিস
আর তীর ভাঙা
ডেও এর গর্জনে
ফুস ফাস করে
রাগটুকু ঝেরে যাছ
আমারই পরে ।

তামাসার রঙ্গ হবে সাঙ্গ
দাম মিটিানোর দায়
শোধিতে না হয় খামছে ধরিস
অক্টোপাসের মত প্যাঁচে ।

কারো মতন করে
বলব না নীজেকে দুখী
অঋনীর মত যত পারে
হোক না সে সুখী ।

শুভেচ্ছা রইল

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো । খুবই ভালো লিখেছেন ।

অনেক ধন্যবাদ
শুভেচ্ছা নিয়েছি ।
আপনাকেও অনেক


১৩| ৩১ শে মে, ২০১৯ রাত ১:০১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার কবিতা।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১৪| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১৫| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আবার আসলাম। পড়লাম।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৮

নীলপরি বলেছেন: আবারো এসে পড়েছেন দেখে খুবই ভালো লাগলো ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১৬| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০২ রা জুন, ২০১৯ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: ব্লগে আসতে কি আপনার অসুবিধা হচ্ছে ? আপনাকে মনে হয় ব্লগে কম দেখছি । আজও তো দেখছি ব্লগারদের সংখ্যা খুবই কম ।

এরমধ্যে আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো । আর কবিতা আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১৭| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। শেষের দুটো লাইন মনে রেখাপাত করে গেল!
দ্বিতীয় স্তবকের তৃতীয় লাইনটিকে ভেঙে দুটো করা যায় কি?
এর মন্তব্যটা ভাল লেগেছে।
ছবিটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন?
কবিতায় প্লাস + +

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১৭

নীলপরি বলেছেন: হুম। হয়তো লাইনটা এডিট করা যায় ।আমি ভেবে চেষ্টা করবো এডিট করতে ।

ল- ভালো মন্তব্য করেছেন ।

যে কোনো তামাশার শেষে পর্দা পড়ে যায় । আসলে তামাশা - শব্দটাকে বোঝাতে চেয়েছি । জানি না কতোটা বোঝা যাচ্ছে ।

আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম স্যর ।

অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

১৮| ০৫ ই জুন, ২০১৯ রাত ৩:০৫

ডঃ এম এ আলী বলেছেন:

আমাদের ঈদ উপলক্ষ্যে আপনার প্রতি রইল

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:২২

নীলপরি বলেছেন: সকালবেলা সামুতে এসেই আপনার শুভেচ্ছা পত্র পেয়ে খুব ভালো লাগলো ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন । খুব ভালো কাটুক আপনার ঈদ ।

১৯| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১৫

নজসু বলেছেন:

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪

নীলপরি বলেছেন:
আজ সকালে আপনার শুভেচ্ছা পত্র পেয়ে খুশি হলাম ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন । খুব ভালো কাটুক আপনার ঈদ ।

২০| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১:১২

খায়রুল আহসান বলেছেন: আমি ভেবে চেষ্টা করবো এডিট করতে - আমি ঠিক সেভাবে এডিট করার কথা বলিনি।
গাথা-স্রোত বইবেনা তোমার অনুভূতিহীন ধমনীতে - এ লাইনটিকে ভেঙে
গাথা-স্রোত বইবেনা
তোমার অনুভূতিহীন ধমনীতে
- এভাবে লেখা যায় কি না তা ভেবে দেখতে বলেছিলাম! :)

০৬ ই জুন, ২০১৯ সকাল ১০:২০

নীলপরি বলেছেন: ঐ ভাবেই এডিট করে নিলাম । :)

আবারো এসে বিষয়টা বোঝানোর জন্য অনেক ধন্যবাদ ও শুভকানা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.