নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কেউ কেনো ডাকে ? ডাকে কেনো কেউ?

০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:২২




ঢেউ উঠছে নামছে ঢেউ
কেউ ডাকছে ,ডাকছে কেউ!

ঝিরিঝিরি হাওয়া ঝাউবনকে দোলায়
নোনতা হাওয়া বালুতটকে ভোলায়!


মেঘ ভেজা জল , জল ভেজা মেঘ
স্মৃতিগুলো সব ছুটে আসছে নিয়ে আবেগ!

নীল নীল স্রোত হচ্ছে আকুল
আকাশ যাচ্ছে ভেঙে হচ্ছে ব্যকুল!

জলে জলে প্লাবন কী করছে মন্থন ?
অথৈ সাগরে বন্দী হয়েছে হৃদ-স্পন্দন!


চাপা চাপা অভিমান কাঁদছে প্রাণ
একলা মন পাচ্ছে কার ঘ্রান ?

ঢেউ তোলে সুর , সুর তোলে ঢেউ
কেউ কেনো ডাকে ? ডাকে কেনো কেউ?






মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাম মুগ্ধতা!

এত হালকা চালে এত গভীর অনুভব!!! সত্যি অনন্য!

ঢেউ উঠছে! নামছে ঢেউ
কেউ ডাকছে, ডাকছে কেউ !

ঈদ শুভেচ্ছা নীলপরি :)

০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে আপ্লুত হলাম । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি ।

শুভেচ্ছা নিয়েছি ।

আশা রাখি আপনিও খুব আনন্দের সাথে ঈদ উদজাপন করছেন । :)

২| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ছন্দ ও ঢেউয়ের লহরীতে মুগ্ধতা। ++
শুভেচ্ছা প্রিয় পরি আপুকে।

০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমিও বিমুগ্ধ হলাম । প্লাস পেয়ে অনুপ্রাণিত বোধ করছি ।

শুভেচ্ছা নিয়েছি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা

৩| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


লাইনগুলো কিছু অনুভুতিকে প্রকাশ করেছে আলাদাভাবে,পংক্তিগুলো সমবেতভাবে কোন একটা ভাবনার উপর জোর দেয়নি

০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: আমি তো একরকম ভেবে লিখেছি ।তবে আপনার মতামতটাও অবশ্যই মনে রাখবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি ।

৪| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কেনো না লিখে কেন লিখলে বোধহয় ভালো হতো।

কবিতায় ভালোলাগা......

কবিতার শিরোনামে দুইটা প্রশ্নবোধক বাক্য এই প্রথম দেখলাম মনে হয় !

০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম । খুব ভালো লাগলো আপনার মন্তব্য ।

আসলে কেনো - লিখে অভ্যেস হয়ে গেছে ।

আর শিরোনামটা এটা দিতে ইচ্ছে হোলো বলে দিয়ে দিয়েছি । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি ।

৫| ০৬ ই জুন, ২০১৯ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে ভাল লাগা।
ঈদের শুভেচ্ছা নিন পরি ।

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।
শুভেচ্ছা নিয়েছি ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা


৬| ০৬ ই জুন, ২০১৯ রাত ১০:০০

বলেছেন: কিসের ঢেউ!!
টালমাটাল ঢেউ খেলানো মুগ্ধতা।।।

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৭| ০৬ ই জুন, ২০১৯ রাত ১০:১৩

ব্লগ মাস্টার বলেছেন: দারুন।

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৮| ০৭ ই জুন, ২০১৯ রাত ১২:৫৯

করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো।

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৯| ০৭ ই জুন, ২০১৯ রাত ২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন: - দুবার পড়লাম। সুন্দর!

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১০| ০৭ ই জুন, ২০১৯ ভোর ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর হয়েছে কবিতা, পাঠে মনে জাগে কতইনা তার ভাব যথা-
আকাশ হতে যেন পড়ল কেও ভিজা বসন লইয়া
ভাসতে ভাসতে যায়গো সে কানাই নগড় দিয়া ,
মোড়ের মাথায় ফুচকা কাকু রোজই ডাকে উহায়
তার মনে হয় এখন বোধহয় চায়না তাকে কেউ
পার্কের সেই বেঞ্চটি ডাকে তাকে হাতছানি দিয়া,
ঈশান কোনে কেও যেন আজ গুমরে গুমরে কাঁদে
এই বলে যে কেও ডাকেনা পেছন থেকে আর
সামনে থেকে কেও দেখেনা চোখের জল তার,
চাঁদ যেন আজ একলা একলা দেখে
বলে দেয় ডেকে আসবেনা আর সে,
ভুল সবি যেন ভুল, ডেকে ডেকে বলে
হয়োনা আর ব্যকুল বৃথায় যাবে যাতকুল ।

ঈদের ‍শুভেচ্ছা রইল

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । বারবার পড়ার মতো প্রতিটা লাইন ।
এতো সুন্দর মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।
শুভেচ্ছা নিয়েছি ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা


১১| ০৭ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: দারুন আবেগ। আবেগ থেকে সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১২| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪১

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রথমেই ঈদ মোবারক জানিবেন,আপনার কবিতায় মুগ্ধ হলাম,কিছুক্ষনের জন্য হারিয়ে গিয়েছিলাম। নিখোঁজ সংবাদ আপনি দিয়ে দিয়েন। ভালোবাসা নিরন্তর।

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।
শুভেচ্ছা নিয়েছি ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা

১৩| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর হয়েছে আপি

০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৪| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১০ ই জুন, ২০১৯ সকাল ৮:৫০

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৫| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১০ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার প্লাসে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৬| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রথম ও শেষ চরণ জোড়া অসম্ভব সুন্দর হয়েছে। মাঝখানের কথাগুলোকে এ দু'জোড়া চরণ শক্ত বুননে বেঁধে রেখেছে।
কবিতায় প্লাস + +

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:১৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম !
কবিতার এতো সুন্দর বিশ্লেষণ করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৭| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৪:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, খুব সুন্দর কথামালা কবিতায়, দারুণ লিখেছেন আপু। খুবই ভালো লাগলো।

আমার কাছে মনে হলো কোন পপ গানের তালে লিখেছেন কবিতাটি।
অস্থির মনের কষ্ট অনুভব করলাম।

শুভকামনা জানবেন সবসময়

২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫৭

নীলপরি বলেছেন: গান ভেবে তো লিখিনি । আপনার সেরকম মনে হয়েছে শুনে ভালো লাগলো । যদি আপনার সময় হয় তবে এটাকে গান করতে পারেন । একবার আপনি সমুদ্র নিয়ে লেখার কথা বলেছিলেন । কিন্তু আপনার বলা ছন্দে এটা লেখা হয়নি বোধহয় ।

বরাবরের মতোই আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.