নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোমাকে ছোঁয়ার বাহানায় প্রতিদিন জেগে থাকি আমি
তুমি আসবে, তোমার সুরভিত দেহ খানি বিছিয়ে দিবে
আমার বাহু পাঁশে, আমি ছুয়ে যাবো তোমার ওষ্ঠ,
তোমার ভরা পুরনিমা চাঁদের মত স্তন
তোমার মসৃণ নিরভাজ পেট, সিক্ত জনি,
তোমার চুলের ভোতা গন্ধ, বন্য করে তোলে আমায়।
রক্তিম ঠোটের মাঝে খুজে ফেরে অমৃত।
অগভির নাভি ডেকে যায় , সালুক সন্ধানে।
অতৃপ্ত জিভ ছুয়ে যায় শিখর চুরা,
কামনার তিব্র আকর্ষণে ছুটে ,
পূর্ব থেকে পশ্চিমে ,
উত্তর ত্থেকে দক্ষিণে,
কোমোরে কোমোরে ঘর্ষণ লাগে,
আকুলিত শীৎকারে।
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
রানার ব্লগ বলেছেন: কবির যখন মৃত্যু হয় কবিতা তখন নড়বড়ে হয়ে যায়।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০২
জনম দাসী বলেছেন: ''তোমাকে ছোঁয়ার বাহানায় প্রতিদিন জেগে থাকি আমি''
কবিতায়+++++++++++++++++++++++++++++++++++++++
এই একটি লাইনই বলে দেয়, ভালবাসার মানুষটি হারিয়ে গেলে তার মাঝে, প্রতি নিয়ত জেগে থাকে কত না বলা কথা, কত না বলা আকুতি, আর বিষাদ ভরা কষ্ট গুলি।
ভালো থাকুন রানা, খুশির কথা ............
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
রানার ব্লগ বলেছেন: আপনিও ভালো থাকবেন। আপনার নাম খানা জানা হোল না , দাসি বলে ডাকতে বড় অতৃপ্তি লাগে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
রানার ব্লগ বলেছেন: আহ আহ
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
প্রামানিক বলেছেন: তোমার চুলের ভোতা গন্ধ, বন্য করে তোলে আমায়।[/sb
ভাল লাগল। ধন্যবাদ
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
রানার ব্লগ বলেছেন: ধ্যনাবাদ প্রামাণিক ভাই।
৫| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:২৫
লক্ষ্মীছেলে বলেছেন: ওই দাসি বান্দির মন্তব্য টা কেটে দিতে পারেন না রানা;
৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৪
রানার ব্লগ বলেছেন: কি দরকার, তাকে তার মত করে থাকতে দিন।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
কি ব্যাপার, কবিতার এই অবস্হা কেন?