নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এলো গো

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪



বসন্তেরি লাগল দোলা ,
হৃদয় মাঝে ।
তাই আজযে আমি অাত্মভোলা ,
মন নেইকো কাজে ।
গাছের ডালে, সবুজ লালে ।
গান গেয়ে যায় কোকিল দলে।
মনের মাঝে জাগল সবুজ ,
তাই বাঁধনহারা, সবাই অবুঝ ।
ছুটছে সবাই বিদিক পানে ।
কোন সুদূরে, কেবা জানে ?
গানের সুরে পথিক ভোলে ,
রাখাল ছেলের বাঁশির বোলে ।
বাউল নাচে টপ্পা তালে ।
রঙের নাচন মাঝির পালে ।
আজ তোমার আমার গানের দলে ,
নিমন্ত্রিত দলে দলে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

বিজন রয় বলেছেন: এলো গো, ঠিক ঠিক।
++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

রানার ব্লগ বলেছেন: হুম এসেই গেলো

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

অগ্নি কল্লোল বলেছেন: অনেক সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

কুলির সর্দার বলেছেন: ভাল লাগা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

রানার ব্লগ বলেছেন: সর্দার ভাই ধন্যবাদ, সারাদিন অনেক ব্যস্ততার মাঝে আমার পদ্য খানি পরেছেন এটাই অনেক।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।

শুভকামনা অনিঃশেষ কবি।

ভালো থাকবেন। সবসময়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে লেখা । বানানগুলো ঠিক করে নেবেন (অাত্মভোলা, বাঁধনহারা, অবুঝ, সুদূরে) ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইল।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইল

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: খুব সুন্দর কবিতা। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

রানার ব্লগ বলেছেন: আগ্রহ বাড়িয়া গেল , ধন্যবাদ ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ও্য়াও খুব সুন্দর হইছে....ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইল :)

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

নুরএমডিচৌধূরী বলেছেন: বসন্তেরি লাগল দোলা ,
হৃদয় মাঝে ।
তাই আজযে আমি অাত্মভোলা ,
মন নেইকো কাজে ।
গাছের ডালে, সবুজ লালে ।
গান গেয়ে যায় কোকিল দলে।
মনের মাঝে জাগল সবুজ ,
তাই বাঁধনহারা, সবাই অবুঝ ।
ছুটছে সবাই বিদিক পানে ।
কোন সুদূরে, কেবা জানে ?
বড় ভাল লাগ্ল গো কবি
আপনার লিখা সবই

+++++++++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইল :আপনার মন্তব্যে +++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.