নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভুল না চুরি

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২




বাংলাদেশ ভারত ম্যাচে ১৪৬ রানে বাংলাদেশ ড্র করার পরও আম্পেয়ারদের ভুলে ম্যাচ হারল বাংলাদেশ।

ইন্ডিয়ান বোলারদের দেয়া রান আর অতিরিক্ত রান যোগ করলেই বের হয়ে আসবে থলির বিড়াল

লিঙ্ক
লিঙ্ক বাংলাদেশ ভারত ম্যাচে

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

মিখু বলেছেন: আমি এটা সংগ্রহ করেছি।।।আমি এটা সংগ্রহ করেছি।।।

২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯

খালিদ হোসাইন বলেছেন: বুজলাম না কি হইছে ?

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ ভারত ম্যাচে ১৪৬ রানে বাংলাদেশ ড্র করার পরও আম্পেয়ারদের ভুলে ম্যাচ হারল বাংলাদেশ।

ইন্ডিয়ান বোলারদের দেয়া রান আর অতিরিক্ত রান যোগ করলেই বের হয়ে আসবে থলির বিড়াল

৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই আমি জানি না আসলে কি হয়েছে। তবে ওয়াইড থেকে একটা রান হয়েছিল। এখন ঐরানটি অতিরিক্ত খাতায়ও যোগ হয়েছে আবার বোলারের সাথেও যোগ হয়েছে। তার মানে ওয়াইড রানটি দুইবার হিসাব না করে হয় বোলার না হয় অতিরিক্ত যেকোন একবার হিসাব করুন দেখবেন সব ঠিক আছে। আসলে না বুঝে এটা নিয়ে বেশি চিল্লাপাল্লা করলে লোকে শুধু বোকাই ভাববে।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬

রানার ব্লগ বলেছেন: অতিরিক্ত রান ৫ আর বোলার দ্বারা দেয়া রান ১৪১ এখন বলুন, বোলার দ্বারা দেয়া রানের সাথে অতিরিক্ত রান যোগ করা হয় না। অতিরিক্ত রান সবসময় আলাদা হিসাব করা হয়। আর এটা আমার উদ্ভাবিত কোন কিছু না, ইয়েন চ্যাপেল ও অন্যরা এটা নিয়ে জোর আলোচনা করছে।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯

Safin বলেছেন: সব ঠিকই আছে! . . .ওয়াইডের অতিরিক্ত রানটা বোলারের খরচেও যোগ হয়েছে!

আপনি যদি ইন্ডিয়ারটা চেক করেন তাহলেও ১ রান বাড়তি পাবেন।আসলে ওয়াইডের রানটা দুই দিকে যোগ হয়।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

রানার ব্লগ বলেছেন: ওয়াইডের রানটা দুই দিকে যোগ হয় না। অতিরিক্ত রান সবসময় আলাদাই হিসাব করা হয়। ইয়েন চ্যাপেলের মত বিজ্ঞ ক্রিকেটার এত্ত বড় ভুল করবেন না, তিনি এই ব্যাপার টা সবার সামনে এনেছেন।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

Safin বলেছেন: দেখুন লেখক, এই ভুলটা শুধু ক্রিকবাজে হয়েছে। আপনি অন্য ক্রিকেট সাইট গুলো ভিজিট করুন। সমাধাণ পেয়ে যাবেন।

ক্রিকবাজে ওয়াইডের রান দুই দিকে যোগ হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.