নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
হে মৃত্যু,
নেমে আসো, নেমে আসো ওই আসমান থেকে।
চুপি চুপি মুচকি হেসে দেখছ কাকে ?
নেমে এসো এই ধরায়, নেমে এসো।
নতুবা তোমায় টেনে হিঁচড়ে নামাব।
হে মৃত্যু
মিথ্যুক তুমি , কথা দিয়েছিলে আসবে
দীর্ঘ প্রহর ঝুলে ছিলাম শক্ত দড়িতে
দশ টাকার বিষ খেয়ে পরেছিলাম নির্জীব
তবুও এলেনা, বড় স্বার্থপর তুমি।
হে মৃথ্যু
আমার ঐশ্বর্য, আমার প্রেম, কল্পনা,
কোথায় তুমি, লুকিয়ে থেকনা।
ছূটে আসো,আলিঙ্গন কর আমায়।
ছিনিয়ে নাও এই দুরবিত্ত সমাজ থেকে।
আর আমি চাই না কলঙ্কিত হতে।
আর চাই নাই অপমানের বোঝাটা টেনে নিতে।
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:১৬
রানার ব্লগ বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ
২| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ঘটক কাজী সাহেব বলেছেন: আমি মন্দ কথা বলিনা।
২৪ শে মে, ২০১৬ সকাল ১০:২১
রানার ব্লগ বলেছেন:
৩| ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মৃত্যুকে কাছে ডাকতে হয় না কবি
২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৪১
রানার ব্লগ বলেছেন: মৃত্যুকে কাছে তখনি ডাকে যখন কবি তার ভাষা হারিয়ে ফেলে, কারন কবির নিত্য সঙ্গি হোল শব্দ, তাই যদি না থাকে তবে আর থেকে কি লাভ। আমি নিজেকে কবি ভাবি না।
৪| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধৈর্য্্য হারাতে হয় না । সবই ফিরে আসবে দেখবেন
৫| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩১
লক্ষ্মীছেলে বলেছেন: যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি। আপনাকে বাছা বলেছিলাম বলে আপনি রেগে গিয়েছিলেন কেন? খুব জানতে ইচ্ছে করে...
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪১
রানার ব্লগ বলেছেন: আমার মনে নেই কবে কোনদিন কে কি বলেছিল ? ধন্যবাদ আপনাকে !!
৬| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৯
লক্ষ্মীছেলে বলেছেন: কেটে দিলে খুশি হবো ...
২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০৯
রানার ব্লগ বলেছেন: কি কাটবো রে ভাই !! কাটা কাটি শুনলে আজকাল ভয়ে শুয়ো পোকার গর্তে ঢুকে যাই । ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৬ রাত ১১:৪৭
ঘটক কাজী সাহেব বলেছেন: নতুবা তোমায় টেনে হিঁচড়ে নামাব।
এত উদাস কেনু আহারে দশ টাকার বিষ খায়িয়া পড়িয়া ছিলেন, আহারে বেকগুন কই আছিলো চিন্তা করিয়েন না পাঁজি, থুক্কা কাজী সাহেব আইসা পড়ছে সমস্যা সব সমাধান হইয়া যাইবে