|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
একা বড্ড একা ।
 চার দেয়ালের অস্পষ্ট ছায়া ছারা কিছুই নেই, 
নিত্য ব্যবহার্য আসবাব  গুল 
নিস্তব্দতার চাপে নেতিয়ে আছে 
মোটা ধুলর আস্তরে।  
একটাই জানালা যা প্রতিদিন 
অভ্যাস বসত খুলে দেই 
প্রভাতের নৈমিত্তিক আগমনে। 
এক রাশ হাওয়া এসে ভরিয়ে দেয় ঘর
খানিক সঙ্গও দেয় অবহেলায়, 
আবার তা ফিরে যায় নতুন সঙ্গির খোঁজে। 
তোমাকে ভাবার জন্য সৃতির মনিটরে
খুজি তোমার মুখ, তোমার হাসি, কান্না, ভালোবাসা
খুজে পাইনা, কোথায় যে কোন হিডেন ফাইলে লুকিয়ে আছে?
কোটি কোটি সৃতির মাঝে তোমাকে খুজে পাওায়া বড্ড দুরহ আজ।
একা হতে হতে এখন একাকীত্বকেই বড্ড আপন লাগে, 
ওর সঙ্গেই আমার নিত্য খুনসুটি, ওর সঙ্গেই প্রেম।  
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৪:৫৯
২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৪:৫৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
২|  ২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৭
২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৭
নীলপরি বলেছেন: একা হতে হতে এখন একাকীত্বকেই বড্ড আপন লাগে, 
ওর সঙ্গেই আমার নিত্য খুনসুটি, ওর সঙ্গেই প্রেম। 
 
সহমত । কবিতা ভালো লেগেছে । +++++++++++
  ২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:৪২
২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:৪২
রানার ব্লগ বলেছেন: ছোট বেলা থেকে পরিদের প্রতি খুদ্র আকর্ষণ ছিল । ধন্যবাদ নীল পরি ।
৩|  ২০ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:১৫
২০ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:১৫
কল্লোল পথিক বলেছেন: 
সুন্দর কবিতা।
  ২০ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৩
২০ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন ।
৪|  ২০ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:২৫
২০ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:২৫
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার লিখেছেন 
ভাল লাগা অনিঃশ্বেস জানুন
  ২০ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৪
২০ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য, ভালো থাকবেন।
৫|  ২৩ শে জুলাই, ২০১৬  রাত ১০:১৯
২৩ শে জুলাই, ২০১৬  রাত ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা ।
  ২৪ শে জুলাই, ২০১৬  রাত ১১:০৫
২৪ শে জুলাই, ২০১৬  রাত ১১:০৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৪:৫২
২০ শে জুলাই, ২০১৬  বিকাল ৪:৫২
কবীর বলেছেন:
বাহ! অনেক সুন্দর হয়েছে।
+++++++++