|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
  
বর্ষা এলো হিমেল হাওয়ায় ভর করে 
রোঁদ জ্বলা ঝল মলে দিন পর করে । 
মেঘ গুঁড় গুঁড় মেঘের গানে 
শন শন শন হাওার টানে । 
ঝর ঝরিয়ে গোটায় গোটায় 
বর্ষা ঝরে ফোটায় ফোটায় । 
খন থেমে যায় পথের ধারে
কিংবা ল্যাম্প পোস্টের আড়ে ।
ছুটছে সবাই রুদ্রশাষে 
ভিজছে বা কেউ মনের আসে। 
নেংটো পুটু সদলবলে 
দাপিয়ে বেড়ায় নোংরা জলে । 
ভিজছে কাক জুবুধুবু 
পিছলে পরেন আফিস বাবু । 
ধপাস করে কাদা জলে 
ফিচকে হাসে নেংটো ছেলে । 
মেজাজ তাহার বেজায় চটা 
ঘরির কাটা ছুল ন টা । 
এমন বেশে অবশেষে
ছুটেই গেলো আপিসে।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ২৬ শে জুলাই, ২০১৬  দুপুর ১২:৫২
২৬ শে জুলাই, ২০১৬  দুপুর ১২:৫২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৬  দুপুর ১২:৩৩
২৬ শে জুলাই, ২০১৬  দুপুর ১২:৩৩
কবীর বলেছেন: ভিজছেবা ....... ?B-
ভাল লাগা রেখে গেলাম !!
ভাল থাকুন।