|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
সত্যি তুই আসিস ফিরে ।
গাঁ এর টানে নদীর তিরে।
ধুল ওঠা মেঠো পথে,
পায়ে পায়ে হাঁটিস সাথে। 
নদীর বুকে ঢেউয়ের দোলায়,
শুভ্র তরুন মেঘের ভেলায় ।
আসিস কিন্তু একবার ফিরে ,
হাজার শান্ত মুখের ভিড়ে ।
বুকের মাঝে স্বপ্ন বুনে,
উৎসবেরই আলোড়নে ।
পৌষ মাসের হিমের মাঝে, 
ধুলোয় রাঙ্গা ক্লান্ত সাঁঝে ।
রাঙ্গা বউয়ের নোলক হয়ে,
ধব্বল বকের পাখায় বোয়ে। 
ক্ষেতের মাঝে একলা পথিক, 
পথ দেখানো প্রদীপ হয়ে ।
আসিস রে ভাই আমার হয়ে,
ছোট্ট বেলার মানিক হয়ে।  
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৮
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৮
রানার ব্লগ বলেছেন: আসুনা না , দুই জন পা ঝুলিয়ে দিঘীর জলে পা ভেজাবো, তাল পাতার চরকি বানিয়ে ছুট লাগাব। ধন্যবাদ।
২|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৫
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১০
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , এই ভালো লাগা চিরস্থায়ী হোক।
৩|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৪
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৪
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল
  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৯
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , এই ভালো লাগা চিরস্থায়ী হোক।
৪|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৮
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৮
ভাবুক কবি বলেছেন: বাহ ভাল লিখেছেন।
  ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৯
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাবুক !!!
৫|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:১৭
১৬ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:১৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ছবিটাও খুব ভালো লাগলো. 
শুভ কামনা রইলো
  ১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:১৮
১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:১৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৬|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩১
১৬ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩১
কবীর বলেছেন: 
ভালো লাগলো।
  ১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:১৯
১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:১৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৭|  ১৭ ই জানুয়ারি, ২০১৭  রাত ৩:১৮
১৭ ই জানুয়ারি, ২০১৭  রাত ৩:১৮
রোকসানা লেইস বলেছেন: শালুক কুড়াব। শাপলার মালা বানাব। এখন তো যাওয়ার ইচ্ছা আরো বেড়ে গেলো 
  ১৭ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪৫
১৭ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৪৫
রানার ব্লগ বলেছেন: খেজুর গাছের ফুল দিয়ে পাউডার বানিয়ে মুখে মেখে সঙ সাজবো, কলা গাছের ভেলা বানিয়া দূর বিলের বাকে হারাব , চলে আসুন
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৪৪
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৪৪
রোকসানা লেইস বলেছেন: বাহ খুব ভালোলাগল। যেতে ইচ্ছে করছে