|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
লিখতে গিয়ে থমকে গেলাম
যায় না করা ব্যাক্ত
কালি তো নয় কলম বেয়ে 
ঝরছে যেন রক্ত 
সজল চোখে গায়ে মেখে 
চিৎকারিয়া বলি 
রক্ত দিয়ে কিনতে হল 
মায়ের মুখের বুলি !  
ভাঙ্গল শত বোনের কাঁকন  
ঝরল কত অশ্রু 
মরল হাজার মায়ের ছেলে 
সালাম বরকত খসরু।
রক্ত দিয়ে কিনেছি বুলি।
সেই সঙ্গে তপ্ত গুলু।
ঝাঁঝরা বুকে তাজা ক্ষত। 
তৃষিত প্রানের শহিদ যত। 
কিনেছি দামে মায়ের ভাষা।
তোমার আমার প্রানের আশা।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.