|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
দেখেছি তোমায় 
কুয়াশা মাখা ভোরের চাদরে 
উঁকি দেয়া নতুন দিনের আলোয় 
তোমাকে দেখেছি
পাখির ডানার আন্দোলনে
কেঁপে ওঠা ফুলের সুবাসে। 
তোমায় দেখেছি 
রাত্রি আধারে জোস্না ধোয়া 
চাঁদের আলোর গভিরে 
তোমায় দেখেছি 
সবুজ ঘাসের ডগায় জমে 
থাকা শিশির কনায়। 
তোমাকে দেখেছি 
হাড়িয়ে যাওায়া নিরুদ্দেশের পথে
পথসঙ্গি রুপে পথের আদলে। 
তোমাকে দেখেছি 
মৃত্যুর দুয়ারে কালো ভেলভেটের আড়ালে
হিম শিতল চোখের ভাষায়।  
 ১২ টি
    	১২ টি    	 +৩/-০
    	+৩/-০  ২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:০৭
২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:০৭
রানার ব্লগ বলেছেন: ভাই খোঁদার কসম আমি লিখলাম, কপি রাইটের ঝামেলায় ফেলেন না আবার ।  
 
মন্তব্য ধন্যবাদের সাথে গৃহিত হোল।
২|  ২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:১৫
২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৬
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৩|  ২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:৫৬
২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন, কবি। ভাষা যথেষ্ট পরিপক্ক মনে হয়েছে।
  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৭
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! চেষ্টা করি ভালো কিছু করার, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না।
৪|  ২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৫:২৯
২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৫:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা । ভালো লাগলো। 
তোমাকে দেখেছি 
মৃত্যুর দুয়ারে কালো ভেলভেটের আড়ালে
হিম শিতল চোখের ভাষায়।"-  এখানে কি মৃত চোখ বুঝিয়েছেন।?
শুভকামনা রইল।
  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৮
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! মৃত চোখ নয় মৃত্যুর চোখ !!
৫|  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখনি +
  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনাকেও +
৬|  ২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৮:০১
২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৮:০১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
  ২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৮:০৯
২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৮:০৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনাদের উপস্থিতি আমাকে সামনে আগাতে সাহায্য করে।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:০৪
২০ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:০৪
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। আমি অনেক আগে এমন ধরনের একটি কবিতা লিখেছিলাম। যদিও সেটি ব্লগে শেয়ার করা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে।