নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জানো কি কষ্ট কাকে বলে

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯





যখন অস্তমিত সূর্য আমায় ডেকে বলে
জানো কি হারিয়ে যাওার কষ্ট খানা কি ?
বেদনার হাসি বুক চিরে বেড়িয়ে বলে
ও হে সূর্য তুমি কি জানো হারানর বেদনা ?
তুমি কতটুকুই জানো মুছে যাওার ক্ষরণ

বৃষ্টি যেমন মুছে দেয় ফেলে যাওয়া
অতিতের পায়ের ছাপ
জ্বলন্ত রোদ যেমন পুড়িয়ে দেয়
ভুলে ভরা সৃতির চাঁদর
তেমনি করে বৃষ্টি রোদের ছেলে খেলায়
মুছে গেছে ছায়ার প্রতিচ্ছবি।

মেঘ ডেকে কয়, জানো কি বেদনার কি রং
ব্লটিং পেপারের মত শুষে শুষে
ঘন কালো পুঞ্জভিত এক দলা কষ্ট যখন
সফেদ ধারায় ভিজিয়ে দেয় ধরণীরে
কখন কি চেয়ে দেখেছ এতে মেঘের কি হোল
কত দীর্ঘ সময় যে অশ্রু বুকে ধারন করে ছিল
এক নিমিষেই তা ঝরে যায় খাটি নির্জাস হয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!!!!!

২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো আছেন ?

৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো থাকবেন !!

৪| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক টাইপো আর বানানে ভুল।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

রানার ব্লগ বলেছেন: টাইপ গুলা ঠিক করা হবে, ভালো লাগলো কি না বললেন না ।

৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

বিজন রয় বলেছেন: কবিতার থিম ধরতে পেরেছি মনে হয়।

অনেক বানান ভুল আছে ঠিক করে দিন।

কষ্ট কি তার ব্যাখ্যা অনেক।

দিব?

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১১

রানার ব্লগ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ !!!

দিন ব্যাখ্যা !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.