নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুই আমার কে

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০৫




আচ্ছা আমায় বলতো দেখি তুই আমার কে
তোকে দেখে মনের ঘরে ব্যাকুলতা
বাড়ছে কেন রে

তোকে দেখে শুন্য দুপুর বড্ড এক লাগে
তোকে দেখে চাঁদ খানাও কাঁপছে অনুরাগে
তুই যে আমার কোন জনমের শত্রু ছিলি বল না
তোর জন্য উছল হোল শান্ত নদী কালনা

আচ্ছা আমায় ঠিক করে বল কি করেছিস যাদু
চঞ্চল মনে রঙ ছড়াল
আকাশ বাতাস সব হারাল
সটাং করে জ্ঞ্যান হারাল
ছিলাম আমি সাধু

অমন করে চাইলি বলেই সব যে হোল নাশ
তোরই চোখের মোহ মায়ায় আমার সর্বনাশ
তোরই রুপের ঝলক দেখে চঞ্চল হোল মন
এখন দেখি তোরই কথা ভাবছি সারাক্ষণ

আকাশ পাতাল ধ্যাত্তেরিকা সবই শুন্য লাগে
তোরই যত ছলা কলায় মিস্টি অনুরাগে



মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: :P

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

রানার ব্লগ বলেছেন: :P

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: আকাশ পাতাল ধ্যাত্তেরিকা সবি শুন্য লাগে
তোরই যত ছলা কলায় মিস্টি অনুরাগে


ভালো লাগলো । সবি < সবই হবে কি ?

শুভকামনা ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

রানার ব্লগ বলেছেন: হা সবই হবে


ধন্যবাদ !!!

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগল কবিতা

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, এরা যুগে যুগে মানুষের হৃদয়ে নিজের সহান করে নেয়।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৮

রানার ব্লগ বলেছেন: এর জন্যই তো যুগে যুগে তাবড় তাবড় কবি সাহিত্যিকরা এদের নিয়ে দিস্তা দিস্তা রচনা লেখে গেছেন।

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তুমি আমার কে?
আর কেউ না, মনের মানুষ।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

রানার ব্লগ বলেছেন: :) মন্তব্যের জন্য ধন্যবাদ !!! ভালো থাকুন

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো আছেন ?

৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


"তুই" শব্দটা অনেক ঘনিস্ট, তবে সাহিত্যে স্হান পায়নি আজো

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

রানার ব্লগ বলেছেন: কারন বাঙ্গালী সমজা ব্যাবস্থায় পুরুষরা কখনই তুই শব্দটা ঠিক মেনে নেয় না।

৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে + :P


শুভ কামনা রইলো কবি ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! কবিতা খানি পড়ার, অসংখ্য ধন্যবাদ কবি বলে সম্বোধন করার জন্য, ভাবতেই ভালো লাগছে ;)

৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ !

আপনি কবিতা ভালো লিখেন ! আপনার কবিতা পড়া হয় !!


১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: ভাই কাঁদিয়ে দিলেন !!! অসংখ্য ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.