নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আঁধার আমার অস্তিত্ব জুড়ে।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫





আঁধার আমার জানালা ছুঁয়ে
চাদরে গড়াগড়ি খায়,
ছুঁয়ে যায় আমার বুকের পাঁজর।
চোখের দুয়ার বন্ধ করে অন্ধ করে দেয়।

আঁধার আমায় কাদায় হাসায়।
আঁধার ছোঁব বলে হাত বাড়িয়ে দেই
হাত বাড়াই নিঃসঙ্গতার মাঝে।

আঁধার আমার জানালা ছুঁয়ে অস্তিত্ব নিংড়ে
ধির লয়ে সর্পিল ছন্দে পালিয়ে যায়
আমায় একা করে।

জোনাকি এসে ভর করে
আমার অস্তিত্ব হীন নিথর কায়ায়।
আলোর স্ফুরণ ঘটায়, আলোক বার্তা
ছড়িয়ে দেয়ে ইথারে ইথারে, শিরায় শিরায়।
জ্যোৎস্না ঢেকে দেয় সফেদ চাঁদরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অস্তিত্বহীন একটা শব্দ।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: আসলেই কি অস্তিত্বহীন ??? ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনাদের প্রেরণাই আমার কাম্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.