|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
আজকাল তুমি আর আমার খুদে বার্তার 
কোন জবাবই দাও না। 
খুদে বার্তা গুল অনাদর অবহেলায় তোমার 
মুঠোফোনের কাঁচের দেয়ালে শ্রান্ত হয়ে পড়ে রয়। 
হাজার প্রয়োজনীয় বার্তার আড়ালে আমার 
অপ্রয়োজনীয় বার্তা গুলা চাপা পরে রয় তীব্র যন্ত্রণায়।  
কোনটায় হয়তো তোমার অপেক্ষায় চেয়ে থাকার বার্তা
কোনটায় হয়তো কুশল জিজ্ঞাসা। 
কোনটায় তোমাকে পাওয়ার আকুল আকাঙ্ক্ষা। 
কোনটা নিখাদ প্রেম নিবেদন। 
বার্তা গুল তোমার আবর্জনার বাক্সে জমে জমে উপচে পরে। 
আজকাল তুমি আর আমায় ভালোবাসো না। 
তোমার ভালবাসার আকাংখা দিনে দিনে যেন 
মরে যাচ্ছে অস্তমিত সূর্যের মতো।
সূর্য তো প্রতিদিন সকালে উঠে তার বার্তা ছড়িয়ে দেয়। 
আবার ফিরে আসার প্রতিজ্ঞা করে। 
কিন্তু তুমি, তুমি যেন দিনে দিনে নিঃশেষ হয়ে যাওয়ার 
প্রতিজ্ঞায় নিজেকে গুছিয়ে নিচ্ছ আমার আঙিনা থেকে। 
হাত বাড়ালে সে হাত তুমি ছুয়েও দেখনা, 
নিতান্ত অবহেলায় ছুড়ে ফেল আস্তাকুরে। 
কিংবা শৈল্পিক হাসিতে ফিরিয়ে দাও 
ভীষণ নির্মমতায়। 
অসংখ্য জঞ্জালের মধ্যে খুজে পাই নিজেকে। 
আমি এবং আমার বার্তা গুল প্রতিদিন তোমার 
অপেক্ষায় চেয়ে থাকি, কখনো তা মুঠফোনের ঝংকারে 
কিংবা ক্ষুদে বার্তার কোন মৃদু সুর ধ্বনিতে। 
আমার জিজ্ঞাসা আর্ত চিৎকার করতে করতে থেমে যায় 
পুনর্বার আর্ত চিৎকারে জানান দেয় ব্যাকুলতার। 
ব্যাকুল আমি , তোমায় খুঁজে ফিরি অন্ত্রজালের কোনায় কোনায়। 
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৮
০৭ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! নুর ভাই !!
২|  ০৭ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৬
০৭ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৬
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।
  ০৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৮:০০
০৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৮:০০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই !! ভালো আছেন ?
৩|  ২১ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:০৪
২১ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:০৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
  ২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:২২
২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:২২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
৪|  ২১ শে ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:২২
২১ শে ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:২২
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
  ২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:১৫
২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:১৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫|  ২১ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:০১
২১ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:০১
চাঁদগাজী বলেছেন: 
অনেক অভিযোগ, দিনে দিনে বাড়ছে হতাশা, জনছে অনেক ক্ষোভ?
  ২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:১৬
২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:১৬
রানার ব্লগ বলেছেন: সময়টাই অস্থির ।
৬|  ২১ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৫
২১ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৫
আখেনাটেন বলেছেন: বার্তায় কড়া কিছু ডোজ দিয়ে দিন। না শুনে যাবে কই। সারাদিন ফেসবুকে মনে কয়।
  ২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:১৬
২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:১৬
রানার ব্লগ বলেছেন: আচ্ছা দিয়ে দিবো  
৭|  ১২ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৫৪
১২ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৫৪
চাঁদগাজী বলেছেন: 
কবিতার ১ম লাইনে "খুদে" ( লেখা আছে খুধে )  শব্দটা ঠিক  করে দেন।
  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:০৭
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:০৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!! ভুল সংশোধন করা হোল।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৭
০৭ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।