নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯




তুমি ছাড়া বিকেলটা বড় ক্লান্ত লাগে
তুমি ছাড়া সময় কাটে শ্রান্ত বেগে
তুমি ছাড়া ভোরের আলো আর ফোটেনা
তুমি ছাড়া একমুঠো ফুল আর জোটেনা

তুমি আছ বলেই রাত্রি এত মধুর
তুমি আছ বলে কষ্ট রয় সুদূর
তুমি আছ বলেই রাত কেটে যায় ভোরে
তুমি আছ বলেই হারাই রোজ তোমার হাসির তোড়ে

তুমি ছিলেনা কায়া ছিলোনা
তুমি ছিলেনা মায়া ছিলোনা
তুমি ছিলেনা মানুষটা মানুষ ছিল না
তুমি ছিলেনা ফানুসটা হাওয়ায় ভাসেনি

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

সামিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ সামিয়া !!!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো । কথাটি ছাড়া হলে ঠিক হতো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ তারেক ভাই। হয়ে যাবে ছাড়া !!!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

পার্থ তালুকদার বলেছেন: কবিতায় তিনটি রুপ । ছাড়া, আছো, ছিলেনা ।
বেশ লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: পার্থ ভাই ধন্যবাদ আপনাকে।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: মনোরম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: ও আল্লাহ্‌ তাই নাকি !!! ধন্যবাদ নুর ভাই

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

প্রথমকথা বলেছেন: সুন্দর লেখা। অল্পতে ভাল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: কিছু কিছু সময় অল্প কথায় ব্যাপক অর্থ বোঝান যায়।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

আখেনাটেন বলেছেন: বাহ। চমৎকার উপলব্দি।

ফাগুনে অাগুন লাগিয়ে দিয়েছেন দেখছি কবিতার চরণে চরণে।

এখন যার জন্য এই অাগুন তাঁর হৃদয়ে লাগলেই হয়। ;)

ফাগুনীয় ভালোলাগা কবিতায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আখোনাটেন !!! আগুন লাগুক সবার মনে এতেই আমি সার্থক। আর ফাগুন যেহেতু আগুন তো লাগবেই। কে ঠেকায় ???

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

করুণাধারা বলেছেন: আশাকরি সেই "তুমি" বার্তা পেয়ে গেছেন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

রানার ব্লগ বলেছেন: আমার এই বার্তা সকল তুমির প্রতি !!!!

আপনার প্রশ্নের উত্তর - হুম !!!!

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রোদেলা বলেছেন: বাব্বাহ ! জীবন তা দেখছি কেবল তুমিময় ।
খুব ভালো লাগছে এই তুমি মার্কা কবিতা পড়তে পেরে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে জীবন কে তুমি তে সাজাতে হয়, কতো কাল আর একলা পথের পথিক থাকা যায়। সেই যে বাউল যে ঘড় ছেড়েছিল একলা থাকবে বলে তার ও কিন্তু একজন সঙ্গি আছে।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২

নূর-ই-হাফসা বলেছেন: সমস্ত জীবন কবির তুমি নিয়ে ভাবনা এমনি থাকুক । অনেক শুভকামনা ।
কবিতা বেশ ভালো লাগলো ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! নূর ই হাফসা

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

ওমেরা বলেছেন: ওমা—— একটা তুমির এত গুণ !!

কবিতাটা খুব সুন্দর লাগল । ধন্যবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

রানার ব্লগ বলেছেন: গুনবতি তাই !!! ভালো থাকবেন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.