|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
আমার সন্ধ্যা টুকু তোমার তরে
দিলেম আমি উজার করে
তোমার বুকের উষ্ণতারে
আমার ঠোটের আদ্রতায়
ভিজিয়ে দেবে সাথি আমার
ক্লান্ত দেহে যখন তুমি
নেতিয়ে যাবে আমার বুকে
খুজবে যখন নরম আবেশ
জড়িয়ে ধরে অসম্ভাবে
তখন জেন কামুক আমি
তোমার চোখে দেখো তারে
যে গো আমায় ভরিয়ে দিল
জাগিয়ে দিল উষ্ণতারে  
খুঁজব যখন ভালবাসা 
তোমার রাংগা অধর ছুঁয়ে 
শ্বেত গোলাপের পরশ নেব 
দেবী তোমার তরে নতজানু হয়ে 
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৬
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৬
রানার ব্লগ বলেছেন: আপনার চমৎকারে চমৎকৃত হলাম ধ্যনবাদ !!!
২|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৪
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৪
কাইকর বলেছেন: বাহ.....
  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৭
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কাইকর !!! আচ্ছা কাইকর অর্থ কি ??
৩|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৪১
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৪১
রোজনামচা বলেছেন: বাহ..........লেখাটা অনেক সুন্দর হয়ছে। কিন্তু কিছু শব্দ আছে যা পাঠক বুজতে একটু কষ্ট হবে!
  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০০
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! হুম স্লিপ অফ বাংলা লেখার অদক্ষতা !!! পরবর্তীতে আসা করি বুজতে সমস্যা হবে না (অবশ্য এটা আমি বেশ কয়েকবার বলেছি এখন একি ভুল করে যাচ্ছি)
৪|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৫১
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চমৎকার।
  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০১
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০১
রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন @ ধন্যবাদ।
৫|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০৩
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০৩
কাইকর বলেছেন: কাইকর মানে আমি নিজেও জানি না ভাই!!!
  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০৫
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:০৫
রানার ব্লগ বলেছেন: আহা এটাও মন্দ নয়, অজানা কে জানার আগ্রহ থাকা চাই !!
৬|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:২৬
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: এমন কি কোনো কবিতা আছে, যেটা পড়লে মন ভালো হয়ে যাবে?
  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
রানার ব্লগ বলেছেন: মন এমন একটা জিনিস যা কোন মাধ্যম ভালো করতে পারে না।
৭|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩১
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
রমজানে আর একটু সংযমী হওয়া গেলোনা !!
কবিতা চমৎকার হেয়েছে ।
  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
৮|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৪৫
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৪৫
সনেট কবি বলেছেন: এসব কথা কবিতায় না লিখলেও চলে। তবে কবিতা ভাল হয়েছে।
  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে ঝাল চটপটি খেয়ে পেট নস্ট করতে হয় !!!! ধন্যবাদ ।
৯|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৫৯
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন: 
ওকে
  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
রানার ব্লগ বলেছেন: আপনার ওকে মানি ইহা অবশ্যই পঠন যোগ্য । ধন্যবাদ!!!
১০|  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
রোকনুজ্জামান খান বলেছেন: খুব সুন্দর
সময় পেলে একটু ঘুরে আসার অনুরোধ রইল।
  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! ভাই এই প্রথম কেউ আমাকে ঈদের দাওাত দিল। অবশ্যই যাবো।
১১|  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
তিনার ওকে কোন অর্থে !! 
সনেট কবিকে ওকে নাকি
আপনাকে ওকে !!
জাতি জানতে চায়!
  ০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
রানার ব্লগ বলেছেন: তিনি ফু দিয়া ছাড়িয়া দিয়াছেন এখন সেই ফু যেখানে যেমন কাজ করে, কথাও হয়তো ঘূর্ণি ঝড় কথাও তা আবার মিস্টি বাতাস।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৪
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:৩৪
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!