নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কবিতার বনলতা কে বলছি

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪






ক্যামন আছো বনলতা?
ওমন করে মুখ খানা ভার করে
কি দেখছ দূর বিদগ্ধ নগরীতে
অমন টানা টানা কাজল ঘেরা
আঁখির কোলে দুর্ভাবনার যে ছায়া ফেলেছ,
কার লাগি এই বৈরাগ্য

দেখনা চেয়ে একটিবার
মুখপানে তোমার হাজার পুরুষ তৃষ্ণার্ত
নয়নে চেয়ে রয়েছে , ও চোখে চোখ
রাখার ব্যাকুলতায়।

তোমার প্রেমের সুধা রসে
মত্ত হওয়ার লাগি কতো যে
হৃদয় পিপাষার্ত হয়ে
কাটফাটা রোদ্দুরে দাপিয়ে মরছে
একটি বারও কি তাদের সনে
চেয়ে বলবে না , এতো দিন কোথায় ছিলে?

বনলতা আমার বনলতা
কবিতার বুক চিড়ে বেড়িয়ে আস
ছিঁড়ে ফেলো কাগজ কালির বাঁধন
দু হাত বাড়িয়ে আছি তপ্ত আলিঙ্গনে
পিষে ফেলার আকুল আহবানে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ,

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!! আমার ব্লগে আপনি মনে হয় নতুন আপনাকে স্বাগতম !!

২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

লিট্রিমিসটিক বলেছেন: দুহাত বাড়িয়ে আছি তপ্ত আলিঙ্গনে;
পিষে ফেলার আকুল আহবানে।।

অনেক ভাল লাগল.।। ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৩| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

রানার ব্লগ বলেছেন: আবারো ধন্যবাদ !!!!

৫| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


বনলতা কি একমাত্র আপনার? কবিতার গাঁথুনী মোটামুটি, বক্তব্য উদ্দেশ্যহীন

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

রানার ব্লগ বলেছেন: আমার বনলতা আমার আপনার বনলতা আপনার । প্রেম কখনই উদ্দেশ্য নিয়ে চলে না। যে প্রেম উদ্দেশ্য নিয়ে আগায় ওটা প্রেম নয় ওটা বানিজ্য। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.