|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আশা করি ব্লগ কর্তিপক্ষ "আমি রাজাকার" নামক পোস্ট টি মুছে দিবেন । যিনি লিখেছেন হয়তো ক্ষোভ থেকে লিখেছেন কিন্তু কাজটি ভালো করেন নাই।
 ১৫ টি
    	১৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:২২
০৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:২২
তারেক_মাহমুদ বলেছেন: পড়েছি পোষ্ট টি, থাকুক মাথা খারাপ হলে মাঝে মাঝে মানুষ আবোল তাবোল বকে।
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৩
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৩
রানার ব্লগ বলেছেন: মাথা খারাপ হলে তার চিকিৎসা আছে, আশা করি তিনি তা করবেন।
৩|  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪২
০৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪২
লায়নহার্ট বলেছেন: {আপনি এর প্রতিবাদস্বরূপ সুন্দর করে কিছু লিখে যৌক্তিক দাবি তুলে ধরুন। "হয়তো ক্ষোভ থেকে লিখেছেন কিন্তু কাজটি ভালো করেন নাই" এসব অভিযোগ, যুক্তি না}
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৫
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৫
রানার ব্লগ বলেছেন: দেখুন আমি বক্তা না বা প্রবান্দিক না। রাজাকার শবদ টাই আমার কাছে অস্বস্তিকর তাই এর থেকে বেশি কিছু বলতে পারছি না এটা আমার তাৎক্ষনিক অভিবেক্তি!!!
৪|  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:০০
০৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: কি হচ্ছে এই সব?
কেউ আমাকে বুঝিয়ে বলুন।
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৬
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৬
রানার ব্লগ বলেছেন: কেউ একজন রাজাকার রাজাকার খেলা খেলতে চাচ্ছেন এই আর কি ।
৫|  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:২০
০৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন: 
পোষ্ট সরায়ে দিলে লেখকের মন খারাপ হওয়ার কথা! দেশের মানুষকে বুঝতে হলে, সবাইকে বলতে দিতে হবে।
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৬
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৬
রানার ব্লগ বলেছেন: উনি তো বলছেন !!! কেউ তাকে কি থামাতে পেড়েছে ????
৬|  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:৩১
০৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:৩১
টেকনিক্যাল এনালিসিস বলেছেন: রানু ফিডার খায়। হেতে কিচ্ছু বুঝে না
৭|  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ১১:১৫
০৭ ই জুলাই, ২০১৮  রাত ১১:১৫
কানিজ রিনা বলেছেন: সা বো ধা ন, দেশে নেতাদের গৃহ পালিত
জন্তু হাতুরীলীগ চালু হয়েছে সা বো ধা ন।
৮|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০২
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০২
অর্থনীতিবিদ বলেছেন: আপনি পাল্টা যুক্তি দিয়ে কিছু লিখুন। লায়নহার্ট ভাই সুন্দর করেই আমার মনের কথাগুলো বলেছেন। তাই আর রিপিট করলাম না।
৯|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৭
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
উনি  "আমি রাজাকার" নামে র্যাজাকারগিরি ব্রান্ডিং করছেন।
উনি নিজেকে এখনো ঢাবির ছাত্র দাবী করে।
আমার কমেন্টের জবাব না দিয়ে বলে .. আগে আমার সমকক্ষ হয়ে নেন, তারপর জবাব। ..  বাপরে!
পুলিশ, ছাত্রলীগর পরে এরাই কিন্তু ঢাকা শহরের সবচেয়ে বড় অঘোষিত সন্ত্রাসী।
এরা দলবল নিয়ে উল্টাপথে বাস চালাতে বাধ্য করে। পথে প্রাইভেট কার রিক্সাওয়ালা, হকার, পথচারী প্রতিবাদকারীদের বেদম পিটুনি।
এদের মারপিটের হাত থেকে পুলিশ পর্যন্ত রেহাই পায় নাই। 
আবার বাহিরে ব্যক্তিগত বিবাদে সামান্য কিছুতেই প্রতিপক্ষকে হলে ডেকে নিয়ে আটকে রাখে টর্চার করে। 
ফাও খাওয়া, বাকির টাকা শোধ না করা, ঘুরতে আসা নবাগত বহিরাগতদের গাড়ী আটকে হয়রানী,  ভাংচুর করা, ড্রাইভাকে গালাগালি  বড় ভাইদের কথা বাদই দিলাম। এরাই ঢাবি ছাত্র পরিচয় নিয়ে মাস্তানি করে। 
এখন কোটাবাজির নামে রেজাকারি ব্রান্ডিঙ্গে নেমেছে।
এদেশে  "রাজাকার" একটা গালি। মানুষ থুথু দেয়, বমি করে, মলত্যাগও করে।
১০|  ১২ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৮
১২ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সামুতে এই রকম লেখা আরো আছে ।কতজনকে আটকে রাখবেন? মানুষ বলে মত আর পথকে আটকে রাখা যায় না।
আর তার কি চিন্তা মাথায় ঢুকেছে  সেই জানে ।
আর যারা এসব লেখে তারাই জানে ।।।। 
যাই হোক  পাগল ভালো দিয়েই দুনিয়া।।।
এখন  সামুতে ২,৪টা থাকবেই৷  
মডারেটর গন একটু কম নজর দেন বলেই মনে হয় ।।।।তারা একটু  সুনজরে 
রাখলে সব ঠিক থাকতো।।
তারা কি চায় সেটাও জানার বিষয় ।।।
  ১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১:০৬
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১:০৬
রানার ব্লগ বলেছেন: এদেশে "রাজাকার" একটা গালি। মানুষ থুথু দেয়, বমি করে, মলত্যাগও করে
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:১২
০৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:১২
তারেক_মাহমুদ বলেছেন: পোষ্টটি পড়া হয়নি লিংক দিতে পারেন?