|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
একটা স্বাধীন দেশে কেউ আমাকে রাজাকার বলে অপমান করবে আর তা শুনে অভিমানি বালকের মত নিজের গলায় আমি রাজাকার পোস্টার লিখে ঘুরে বেরাব এটা কতো টুকু যুক্তিযুক্ত। আমার কি উচিৎ ছিল না প্রচন্ড হিংস্রতার সাথে তিব্র প্রতিবাদ জানানো আর গগন বিদারি চিৎকার দিয়ে বলা "তুই রাজাকার"। অভিমান ভাল কিন্তু অভিমান কোন দাবি কে প্রতিষ্ঠা করে না সেখানে পাল্টা জবাব দিতে হয় আর সেই জবাব টা ছিল "তুই রাজাকার", আর আমরা এটাই পারি নাই। না পেরে কেদে কেটে অস্থির।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৮
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৮
রানার ব্লগ বলেছেন: আমি এটাই বলেছি প্রতিবাদের বদলে নিজেকে অন্যায়ের কাছে সপে দেয়া টা কি আর বড় অন্যায় নয় ??
২|  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১:০২
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১:০২
অর্থনীতিবিদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন। অন্যায়ের কাছে সঁপে দেয়াটা আসলে আরো বড় অন্যায়। এই বড় অন্যায় করা যাবে না। অন্যায়ের কাছে সঁপে দেয়াটা প্রতিবাদ নয়। এটা অভিমান। অভিমান আর প্রতিবাদ এক জিনিস নয়। ছাত্রদের রাজাকার বলা হোলো। এক্ষেত্রে ছাত্রদের প্রতিবাদ হবে আমরা রাজাকার নই বলা।
  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৩৯
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৩৯
রানার ব্লগ বলেছেন: সহমত !!!!!!!!!!
৩|  ০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৫
০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন: 
যারা "আমি রাজাকার" টি-শা্র্ট বানিয়ে পরেছিলো, তারা দুষ্টদের অংশ,  মনে হচ্ছে!
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩২
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩২
রানার ব্লগ বলেছেন: আমারও এমন ধারনা। নিজের মা এর উপর রাগ করে তাকে চরিত্রহীন বলতে পারেনা কোন সন্তান।
৪|  ০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৬
০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৬
সাইন বোর্ড বলেছেন: হাতুড়ি দিয়ে পেটানোর ছবিটা নিশ্চয় দেখেছেন ?
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:২৭
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:২৭
রানার ব্লগ বলেছেন: আমি এক বারো কোথাও বলি নাই হাতুড়ি দিয়ে যারা পিটিয়েছে তারা ভালো কাজ করেছে, ঘৃনিত কাজের জবাব ঘৃণা দিয়ে প্রকাশ করি।
৫|  ০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
রাজীব নুর বলেছেন: রাজাকারদের পতন হয়েছে।
  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৩
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৩
রানার ব্লগ বলেছেন: হতেই হবে !!
৬|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৫
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: 
ভ্রষ্টাচারী বেড়ে গেছে।  মাথায় গোবর নিয়ে ঘুরলেও কেঊ এমন করবে না।
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ৭:৩৪
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ৭:৩৪
রানার ব্লগ বলেছেন: এটাই এরা বুচ্ছে না
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৯
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৯
অর্থনীতিবিদ বলেছেন: অবশ্যই প্রচন্ড প্রতিবাদ জানানো উচিত। কাউকে রাজাকার বলা আর দেশদ্রোহী বলা সমান কথা। এই ভয়ানক কথা যার উদ্দেশ্যে বলা হবে তারই উচিত তার সর্বস্ব শক্তি নিয়ে এর প্রতিবাদ করা।