নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি চাই কেউ আমাকে ঘৃণা করুক

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫




কেউ আমাকে ঘৃণা করুক
মনের সকল গড়ল উগড়ে দিকে
বিষাক্ত ছোবলে ছোবলে নীলাভ করে দিক

কেউ আমাকে হত্যা করুক
ধারল ছুড়ি প্রবেশ করিয়ে দিক
হৃদপিন্ডের মধ্যে খানে।
তরল লহু তে মেখে থাকুক আমার মৃত শরীর

কেউ আমাকে গালি দিক
আমার চৌদ্দ পুরুষ তুলে গালি দিক
আমাকে বিবর্ণ করুক
আমাকে ধ্বংস করুক
আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করুক
আমাকে হত্যা করুক

আমার ভেতর থেকে হৃদয় নামক বস্তুটি
টেনে হিঁচড়ে বের করে রাস্তার মাঝখানে ফেলে দিক
যন্ত্রযানে পিষ্ট করে মৃত বেওারিশ কুকুরের মতো ফেলে রাখুক
শকুনের দলে এসে খুবলে খুবলে খাক
আমার চোখ, আমার ঠোঁট, আমার গাল, আমার বুক।

ভয়ানক কোন জলচ্ছাস এসে আমাকে ভাসিয়ে নিয়ে যাক
কিংবা কোন মহামারি আমাকে তিলে তিলে শুসে নিক
আমি চাই কেউ আমাকে ঘৃণা করুক

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: কিন্তু কেন?

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে দরকার আছে

২| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


বিরল আকাংখা

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

রানার ব্লগ বলেছেন: একটু অন্যরকম এই আর কি !!!

৩| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কারো প্রতি ক্ষোভ নিয়ে আত্মবিশ্বাস হারানো ঠিক না কবি।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

রানার ব্লগ বলেছেন: আত্মবিশ্বাস !!! হুম আসলেই !!!!

৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



অদ্ভুত!!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

রানার ব্লগ বলেছেন: তাই কি ???

৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
শতভাগ!!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

রানার ব্লগ বলেছেন: কি রকম ??

৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা পাননি বলেই কি ঘৃণা চাচ্ছেন?

১০ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

রানার ব্লগ বলেছেন: কি যে চাচ্ছি নিজেই জানি না। দিন শেষে এটা শুধুই এক খানা কবিতা !!!

৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা পাননি বলেই কি ঘৃণা চাচ্ছেন?

০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: না, ঘৃনা না , অপ্রেম !!!

৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১১

সুমন কর বলেছেন: মন খারাপ বুঝি !! :(

+।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১:২০

রানার ব্লগ বলেছেন: এই যে আপনারা চলে এসেছেন মন ভালো হয়ে গেছে।

৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করা কবিতা অথবা দ্রোহ।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: দ্রোহ

১০| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার এই লেখাটা ভালো ছিল। শেষে এক-দুই লাইনে কারণ তুলে ধরলে ক্ল্যাসিক হতো এ মৃত্যু উপত্যকা আমার দেশ না কবিতার মতো।

০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:২০

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে কিছু কারন অনুচ্চারিত থাকাই ভালো । ধ্ন্যবাদ এতো পুরাতন একটা কবিতায় মন্তব্য করার জন্য !!

১১| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১:২৩

মিরোরডডল বলেছেন:




ছয় বছর আগের সেই চাওয়া কি পাওয়া হয়েছে?
ঘৃণা করেছিলো কেউ?


০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: জানা নাই !! অবশ্য চেষ্টা করি নাই !!!

১২| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:৪১

মিরোরডডল বলেছেন:




রানা যে পাগল সেটা জানি কিন্তু এই পোষ্ট পড়ে বুঝলাম আগে পাগলামি বেশি ছিলো :)

যাই হোক, রানার বই কেনা হয়ে গেছে, যদিও এখনও হাতে এসে পৌঁছায়নি।


০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:৫১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! বই কেনার জন্য !!

পাগলামি থাকা জরুরী । শুনেছি মেয়েরা পাগল পছন্দ করে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.