![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
সেদিন আকাশে মেঘ ছিল
মেঘ নিংড়ানো জল ছিল
জলে ভেজা আধার ছিল
কেবল তুমি ছিলে না পাশে
তোমার সুবাসিত পরশের আসে
তৃষ্ণার্তের ন্যায় চেয়ে থাকে
চোখ, ফেলে যাওয়া পথের কিনারায়
সিক্ত ঘাসের বুকে মুছে যাওয়া
পদ চিহ্ন অনুসরণ করে প্রিতিক্ষিত নয়ন
পিপাসার্ত হৃদয় কামনার দীপ জ্বেলে
বরষার জলে ভিজে যায়
তুমি ছিলেনা বলে মেঘেরা বড্ড গম্বভির
স্বরে ডেকে ওঠে পূব গগনে
কামুক ময়ূর তার মুদ্রা ভুলে থমকে দাড়ায়
পথের মোড়ে নদির বাঁকে যে বৃক্ষ
শ্রাবনের তিব্র হাওয়ায় ঝাঁকড়া চুলের
বাবরী দুলিয়ে দুলিয়ে ঈশান কোণের মেঘ দূতেরে
আমন্ত্রন করতো, আজ সেও কেমন চুপসে গেছে
মৃয়মান লতার ন্যায়
কেবল তুমি ছিলে না পাশে বলে।
১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:১৪
রানার ব্লগ বলেছেন: আপনার মুগ্ধতায় আমি নিজেও মুগ্ধ !!!!
২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২
স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় ভাল লাগা।
১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:১৫
রানার ব্লগ বলেছেন: আপনার ভালো লাগাটাই আমার সাফল্য !!
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার সুবাসিত পরশের আসে
তৃষ্ণার্তের ন্যায় চেয়ে থাকে
চোখ, ফেলে যাওয়া পথের কিনারায় [/sb
ভালো লাগা ভা লো বাসা রইল
....................................................................................................................................................................
১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:১৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনার ভালোবাসায় আমি উৎসাহিত !!!!
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সুহজ সরল সুন্দর।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! কেমন আছেন ???
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
বর্ণা বলেছেন: কেউ না থাকলেও একাই এগিয়ে যাবেন। আমার ব্লগ এ নিমন্ত্রণ রইল।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৪
রানার ব্লগ বলেছেন: নিমন্ত্রণ গ্রহণ করলাম !!! আমি একা চলতে পারি না।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতা, মুগ্ধতা জানবেন কথামালায়