নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি কি ব্লগার ?

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

আচ্ছা আমি কি ব্লগার , মাথা চুলকাতে চুলকাতে মাথার সব চুল মোটা মুটি ছিরে ফেলেছি এর পর টাকের চামড়া ধরে টানা টানি করছি নিজেকে ব্লগার প্রমানের জন্য যথেচ্ছা যুক্তি সাজাচ্ছি কোন যুক্তি সঠিক হচ্ছে না, নিজেকে কি ব্লগার হিসেবে পরিচয় দিতে পারি? এটাও ভাবনার বিষয়। এইতো সেদিন এক ছেলে বেশ গর্বের সাথে নিজের কার্ড দেখাল যেখানে আত্মপরিচয় হিসেবে লেখা আছে ব্লগার শুধু কার্ড দেখিয়ে সন্তুষ্ট নন তিনি গর্বের সাথে বললেন আমি ব্লগার, ব্লগে লিখি, আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম কি লেখেন তিনি স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় গাম্ভীর্যের সাথে বললেন রাজনৈতিক পর্যালোচনা, আমি আর বিনিত ভাবে বললাম শুধু এটাই অন্যকিছু এই যেমন কবিতা গল্প বা ভ্রমন কাহিনি বা রম্য কথন , তিনি তাচ্ছিল্লের সাথে বললেন আরে ধুর এই গুলা সব আবাল গোত্রের প্রানীরা লেখে এদের ব্লগার বলা যায় না। আমার দিকে চক্ষু সরু করে বলল আপনি কি ওই সব আবাল গোত্রের কেউ? আমি যার পর নাই লজ্জিত হয়ে কিঞ্চিত মাথা নারিয়ে স্বীকার করলাম জি আমিও লিখি এই কিছু ববিতা (কবিতা বলতে গিয়ে হরবরিয়ে ববিতা বলে ফেলেছিলাম) তিনি অত্যাধিক বিরক্ত হয়ে বললেন এই সব আব্লামি ছেরে লাইনে আসেন। যাই হোক আমি নিজেকে কিছুদিন হোল বল্গার ভাবতে শুরু করেছিলাম কিন্তু ভদ্রলোকের তাচ্ছিল্য আমাকে ভাবতে বাধ্য করেছে আমি ব্লগার নই। তার পরেও মানুষের মন তাকে তো আর থামান যায় না আমি নিজেকে বারংবার প্রশ্ন করছি আমি কি ব্লগার??

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

ঢাবিয়ান বলেছেন: আধুনিক কবিদের ববিতার ভাত নাই =p~ =p~

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

রানার ব্লগ বলেছেন: ভাই ভাত তো কবেই উঠে গেছে এখন বিরিয়ানির যুগ !!!

২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

সাইন বোর্ড বলেছেন: সবাই সব বিষয়ের উপর লিখতে পারেনা, লিখতে যাওয়া উচিৎও না ।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

রানার ব্লগ বলেছেন: এটা একটা দামি কথা বলেছেন !! আমিও তাই ভাবি !!!

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @আমার দিকে চক্ষু সরু করে বলল আপনি কি ওই সব আবাল গোত্রের কেউ?
.. কথাটা কি এমনই ছিল??
পারলে পন্ডিতটার ব্লগ লিংক দিয়েন তো। দেখি হেই কত বড় বলগার হরিণ??? :P


ব্যক্তিগতভাবে ব্লগার নামটা আমার ভালোলাগে না।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

রানার ব্লগ বলেছেন: থাক না ব্যাক্তিগত আক্রমন নাই বা করলাম, আসলে তার আচরন আমাকে ভাবিয়ে তুলেছে !!!

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

চাঙ্কু বলেছেন: ববিতা? =p~
আপনি ব্লগার না, ব্লগারের ভূত :-*

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

রানার ব্লগ বলেছেন: ভাই ভুত হতে পারলেও শান্তি পেতাম !! মনে হয় আমি তাও না।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: তিনি কোথায় লেখেন ? আমারও জানতে ইচ্ছে করছে !

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: থাক !!! মানুষ যখন নিজেকে প্রকাশ করার সুজগ খোঁজে এবং পেয়েও যায় তখন আর তাকে থান্মনিয়ে দেয়া ঠিকা না।

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: তিনার ব্লগের লিংক'টা একটু দিয়েন ত। কি আলোচনা-পর্যালোচনা করেন দেখা দরকার।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

রানার ব্লগ বলেছেন: এই আমাদের মধ্যেই আছে !!! থাক তাকে আর দেখে কাজ নাই , আমার ভাবনা বেড়ে দ্বিগুণ , আচ্ছা আপনারাই বলে ব্লগার হতে হলে কি কি করা উচিৎ, ভবিষ্যতে যদি কাজে দেয় এই টাইটেল , বলা তো যায় না যে যুগ আসতেছে সামনে।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১১

সনেট কবি বলেছেন: যারা কবিতা লিখতে অপারগ তারাই এরবিরোধীতা করে।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭

রানার ব্লগ বলেছেন: কবিতাও যে প্রতিবাদের ভাষা হতে পারে এটা এদের মাথায় নাই মনে হয়

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগার হলেই কি আর না হলেই বা কি । তাতে কি কিছু যায় আসে । নিজেকে একজন ব্লগার হিসেবে বড় করে পরিচয় দেওয়ার মধ্যেই বা কি আছে।

আমি লিখি, কবিতা, গল্প যা ভালো লাগে আমার তাই লিখি । আমার ভালোলাগে তাই, আমি এতে আত্মতৃপ্তি পাই। কিন্তু আমার পরিচিত একজনও কিন্ত জানেনা যে আমি লিখি।

পাঠকের প্রতিক্রিয়া ভাই এর মত আমারও ব্লগার নামটা ভালো লাগেনা।

যা কিছু করবেন শুধুমাত্র নিজের ভালোলাগার জন্য করবেন। কে কি বলল তাতে কি যায় আসে । শুধু কবিতা না, আপনার যা লিখতে ভালো লাগবে লিখবেন।

"করিতে পারিনা কাজ সদা ভয় সদা লাজ" -- এই ভয় এর লাজ থেকে বেরিয়ে আসুন ভাইয়া । কে কি বলল এগুলো এতো গায়ে লাগানোর দরকারটাই কি ।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩১

রানার ব্লগ বলেছেন: প্রথমত আমার যা ভালো লাগে আমি তাই করি এবং সর্ব ক্ষেত্রে এই নীতিতে চলি। ব্লগার নামটা আমার একে বারে যে ভাললাগে না এটা ঠিক না। কিন্তু এটা হতেই হবে এমন ও না। ওই লোকের কোন কথাই আমি গায়ে লাগাই নাই, আমার কাছে ভিজিটিং কার্ডে ব্লগার লিখে পরিচয় দেয়া টা হাস্যকর মনে হয়েছে।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৮

বাকপ্রবাস বলেছেন: আমার ধারণ ওনি ব্লগে কপি পেষ্ট করে, কিছু একটা ছেড়ে দিয়ে চলে আসে আর ব্লগার হিসেবে গর্ব বোধ করে। কেউ নিজেকে ব্লগার হিসেব পরিচয় দিলে আমার অবশ্য আতেল আতেল ভাব আসে।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২

রানার ব্লগ বলেছেন: হুম একেবারে খারাপ বলেন নাই। উনি আতলামি করছিলেন।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


যারা বলে কবিদের ভাত নেই তারা আংগুর ফল টক গল্পের শেয়াল!

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২

রানার ব্লগ বলেছেন: আসলেই আঙ্গুর ফল টক !!!

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ব্লগে যারা লিখে তারা সবাই ব্লগার।
কেউ ভালো লিখে, কেউ মন্দ লিখে। তাতে কি?

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

রানার ব্লগ বলেছেন: আমিও তাই বলি

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: আমি তো এমনি এমনি ব্লগে থাকি........

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: এটাও ভালো

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: মহিলা নিকে ব্লগ করুন - আপনি ব্লগার হোন আর না হোন, শত শত কমেন্ট লাইক অবস্থা ফেসবুকের মতো করে ছেড়ে দেবে আপনাকে !!! পরিক্ষা করে দেখতে পারেন গুরু ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

রানার ব্লগ বলেছেন: B-) ;) :D :) =p~ =p~ :#) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.