নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জিজ্ঞাসা সুধী জনে

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

আমি বিএনপি কে পছন্দ করি না তারমানে কি আমি লীগ এর সাপর্টার ??

আমি জামাত শিবির দুই চক্ষে দেখতে পারি না তারমানে কি আমি লীগ এর সাপর্টার ??

আমি কি লীগ বিএনপি জামাত গং দের বাহিরে চিন্তা ভাবনা করতে পারি না ??? বা এদের ছারাও যে রাজনিতি অর্থনীতি বা সমাজনীতি চলতে পারে এতে বিশ্বাসী হতে পারি না??

জিজ্ঞাসা সুধী জনে ?????

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

আখেনাটেন বলেছেন: চমৎকার একটি প্রশ্ন ছুঁড়েছেন।

মাথামোটারা এর বাইরে ভাবতেও পারে না।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

রানার ব্লগ বলেছেন: দেখা যাক উত্তর কি আসে ???

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম দিনে দিনে অসভ্য হয়ে উঠছি , ধন্যবাদ!!

২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যাই হোন, আওয়ামী লীগের বিরোধীতা মানে আপনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী...

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

রানার ব্লগ বলেছেন: তাই নাকি ??? অনেক মুক্তিযোদ্ধা আছে যারা আওমিলিগ বা অন্য কোন দলের সাপর্ট করেন না কোই তাদের তো কেউ কিছু বলে না, তাহলে আপনাদের কে কেন বলে ???

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

পিকো মাইন্ড বলেছেন: জামায়াত ইসলাম সমর্থন করেন?

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রানার ব্লগ বলেছেন: কি মনে হয় আপনার ?????

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আলআমিন১২৩ বলেছেন: আপনি আমজনতার একজন। বুদ্ধিসুদ্ধি কিছুটা কম বাট ভালমানুষ।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, বেশি বুদ্ধি দিয়া কি করব, কিছুটা আছে এতেই আমি খুশি , কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলই শুধু সরকার গঠন করতে পারে; বাংগালীদের নতুন রাজনৈতিক দল দরকার।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

রানার ব্লগ বলেছেন: হা নতুন কেউ যারা দেশ কে মানুষ কে নিয়ে নতুন ভাবে শুরু করতে পারবে কিন্তু এই নতুন কতদিন যে পুরতনের ছায়াতে আশ্রয় নেবে না তাই বা কে জানে ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম দিনে দিনে অসভ্য হয়ে উঠছি , ধন্যবাদ!! -- হা হা হা; মাঝে মাঝে এসব কেতাবী বিষয়ের দরকারও পড়ে না। এমনিতেই বুঝা যায় কোনটা সভ্য ও আর কোনটা অসভ্য। :D

শুভকামনা রইল। যদিও আপনার প্রশ্নের যুৎসই উত্তর এখনো দেখছি না।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: যুৎসই উত্তর আমিও খুজচ্ছি কেউই দিচ্ছে না মনে হয় এই প্রশ্নের উত্তর গিনিজবুকে পাঠাতে হবে যার উত্তর কারো জানা নাই বিভাগে।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: একদিন মাটির ভিতরে করিবে বস্তবিষ্ঠা রে মন-

ছাড় এবার স্বার্থের ভূবন,

ও পাগল মন।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: সত্যি এতদিন মন খানি পাগল ছিল এই রকম চলতে থাকলে মস্তিষ্ক পাগল হয়ে যাবে।

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলে আমরা জনতাই এক হতে পারছি না । আমরা শুধু পারি খেলার মাঠে এক হতে । বাকি সময় শরীরের একটা অঙ্গের মত দুই ভাগ ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রানার ব্লগ বলেছেন: খেলার মাঠ ও কি আমরা এক ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.