|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
সময়টা ছিল পাক্ষিক
একাকি নিরবে অপেক্ষা
কাটিয়েছি দিবা রাত্রি প্রতিক্ষার প্রহরে
নিরবে জাল বুনেছি ভালবাসার
তার উষ্ণতার চাদরে নিজেকে 
জড়িয়ে দেখেছি কল্পনায়
কামনার আগুনে পুড়বো বলে 
অহর্নিশি নিজেকে রেখেছি প্রস্তুত
সে আসবে তার মায়াবী রুপের ঝলকানিতে
আমায়ে জাগিয়ে তুলবে 
টেনে হিচড়ে আছড়ে ফেলবে 
কামার্ত ঝরের দাপটে হারিয়ে যাব 
ডুবে যাব, গভীরে আর গভীরে 
শীৎকারে শীৎকারে তছনছ হয়ে যাবে
অমাবস্যার নিকশ কালো। 
ক্ষন আসে লগ্ন বয়ে যায় 
প্রিয়ার বুকের তপ্ত নিঃশ্বাসের 
হল্কা লাগে লোম কুপে লোম কুপে
আসেনা সেই ক্ষন 
বিদগ্ধ করে আমাকে 
শিতল বিছানা মেরুর শীতলতায় ডুবে যায়
আমি নিরব চোখে তাকিয়ে থাকি উর্ধপানে।
একাকি নির্বোধ স্তব্ধ নিঃস্বর। 
নতুন পাক্ষিকের প্রতিক্ষায় কাটিয়ে দেয় 
কালন্তিহীন হৃদয়।
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, অনেক দিন পর আপনাকে পেলাম। ভাল আছেন ?
  ২২ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৫
২২ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৫
রানার ব্লগ বলেছেন: আপনার লাইক ও অতি আনন্দের সাথে গ্রহন করলাম। মজার ব্যাপার এটা যে আমি এতো দিন ধরে জানতাম না, যে কারা কারা লাইক দিল এটা দেখা যায়।
২|  ১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৫৬
১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৫৬
কবীর বলেছেন: আমি ভালো আছি ...!!!
আপনি নিশ্চয় ভালো আছেন।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
রানার ব্লগ বলেছেন: জি ধন্যবাদ !! আমিও ভাল আছি আল্লাহ যেভাবে রেখেছেন ভালো ভাবেই রেখেছেন।
৩|  ১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১১
১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১১
সনেট কবি বলেছেন: ভাল লাগলো।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! আপনাকে শুভেচ্ছা !!! রেকর্ড করার জন্য। ভালো থাকবেন।
৪|  ১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৮
১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিয়া।
৫|  ১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৭
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
৬|  ১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: অনেক বানান ভুল দেখাচ্ছে, ঠিক করে দিন দয়া করে।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৮
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৮
রানার ব্লগ বলেছেন: দিব নিশ্চই দিব, ধন্যবাদ !!!
৭|  ২২ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৪
২২ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৪
রানার ব্লগ বলেছেন: কাওসার ভাই আপনার লাইক প্রীতির সাথে গ্রহন করিলাম।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৫
১৫ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৫
কবীর বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।