নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জানালা ও আমি

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০





জানালা টা রোজকার মতোই খোলা থাকে
কখনো রোদ এসে উঁকি মেরে দেখে যায়
কখনো বা ছোট্ট চড়ুই এসে কিছুক্ষণ
কিচির মিচির করে আমার সাথে কথা কয়
তারপর আপন মনে উড়ে যায়
অন্য কোন জানালায় অন্য কোন নৈকট্যের কাছে

ঝড়ো হাওয়া আসে, সেই সাথে সাথি করে আনে
ছেড়া পত্রিকার টুকরো,ব্যাবহরিত টিস্যু পেপার
ফেলে দেয়া ম্যাচবাক্স আর অনেক কিছু
সমস্ত ঘর তারা তাদের দখলে নিয়ে নেয়
এখানে ওখানে যায়গা করে নেয় নিজ দায়িত্বে
এ যেন তাদের নিজেদের সাম্রাজ্য
আর আমি তাদের একমাত্র প্রজা
যে কিনা ঋনের জলে আকন্ঠ ডুবে আছে
খানিক দয়া দাক্ষিণ্যের প্রত্যাশায়।

রুপালি চাঁদ মাঝে মধ্যে জানালার এক কোনে
এসে বসে, গলা খাকড়ি দিয়ে বলে, কি হে মশাই
দিন কাল যাচ্ছে কেমন, সব ঠিক তো ?
আমি স্মিত হেসে চেয়ে রই চাঁদের পানে
আর প্রতিক্ষায় থাকি কখন অমাবস্যার আধার এসে
এই চাঁদ কে গ্রাস করে নিবে কখন আমার জানালা
আধারের করাল গ্রাসে নিমজ্জিত হবে।




মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: শিরোনাম ঠিক করুন।

আসলেই জীবনটা তো জানালা দিয়ে দেখা চিত্রনাট্য....

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৯

রানার ব্লগ বলেছেন: আমার একটা বড় সমস্যা আমি শিরনাম ঠিক করতে পারি না, বলুনতো কি রাখা যায়। ধন্যবাদ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১

বলেছেন: বাহ!
বেশ চমৎকার লিখেছেন মুগ্ধতা রেখে গেলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২০

রানার ব্লগ বলেছেন: আপনার মুগ্ধতা আমার শক্তি !! ধন্যবাদ !!

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



আমার টেবিলের পেছনেও মস্ত এক জানালা। ব্যস্ত সময় আমি দেখিনা তবে প্রকৃতির রং বদলের খেলা আমায় বড্ড উদাস করে তোলে। আমার ভেতরের অচেনা 'আমি' টা নিরন্তর প্রলুব্ধ করে এলোমেলো ভাবনাগুলিকে শব্দ-জঞ্জালের ফাঁদে ফেলতে।

কবিতায় ভাল লাগা রইলো। +++

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৩

রানার ব্লগ বলেছেন: আসলে জানালা অনেকটা আয়নার মত কাজ করে যা আমরা স্বাভাবিক ভাবে দেখিনা তা জানালার মাধ্যমে দেখতে পাই। ধন্যবাদ !!! ভাল থাকুন সর্বদা।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! অনেকদিন পর দেখলাম , আছেন কেমন ??

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: আমি'তো সব সময় আছি.............

এইতো, মোটামুটি চাপের মধ্যে আছে.......হাহাহাহাহা

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

রানার ব্লগ বলেছেন: হা আমরা সবাই চাপের মধ্যেই থাকিরে ভাই, চাপাচাপির সংসারে চাপে না থকাটাই বেমানান, যেভাবেই থাকুন ভালো থাকুন, এটাই কামনা।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

রাকু হাসান বলেছেন:


বাহ,চমৎকার ফুটিয়ে তুললেন । পড়তে ভালো লাগছে । +
কিছুক্ষন<কিছুক্ষণ

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: টাইপ ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ !!! ভালো লেগেছে জেনে ধন্যবাদ !!!

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

টিয়া রহমান বলেছেন: কবিতা খুব একটা পড়ি না, তবে ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

রানার ব্লগ বলেছেন: পড়বেন। কারন মাঝে মাঝে কষ্ট গুল এড়িয়ে থাকতে কবিতা বেশ হেল্প করে। ভাল লাগার জন্য ধন্যবাদ। কবিতা পড়ুন । বিশেষ করে রবিন্দ্রনাথ নজরুল নির্মলানন্দ গুন শক্তি চট্রপধ্যায় এদের কবিতা পড়ুন কথা দিচ্ছি আস্ত একটা উপন্যাসের মজা পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.