নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সবুজ কি লাল পেড়ে শাড়ি খানি

১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২০



পাহাড়ের কাছা কাছি হিজল গাছটা ছাড়িয়ে
কোথাও সবুজ কি লাল পেড়ে শাড়ির এক ঝলক
আমাকে শিতল এক পরশ দিয়ে গেলো।

দুর বহুদূর থেকে আসা নুপুরের ধ্বনি
ঝিনিক ঝিনিক তালে হারিয়ে গেলো
অদৃশ্য কোন এক পথের বাঁকে

ফেলে যাওয়া সেই বাঁক বুকের জমিনে
দির্ঘশ্বাসের শীতলতায় বিবর্ন হয়ে
পরে রয় নির্জিবতার করাল গ্রাসে

বাঁকটিকে বড্ড আপন লাগছে
ভীষণ প্রতিক্ষা নিয়ে চেয়ে রই
পথের দিকে, মনে হয় চোখ ফেরালেই
হাড়িয়ে যাবে সেই সবুজ কি লাল পেড়ে শাড়ি খানি।


ছবিঃ গুগল















মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: খুব ভাল লাগল

১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

২| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫১

আমি মুক্তা বলেছেন: কবিতা ভালো লাগলো, তবে কিছু টাইপো চোখে পড়লো, যেমন: শিতল-শীতল, নুপুরের-নূপুরের, হাড়িয়ে-হারিয়ে।

১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! টাইপো গুল রাখা হল কারনটা নিশ্চয়ই জানেন।

৩| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯

রানার ব্লগ বলেছেন: দুর্বোধ্য কবিতা লেখে জ্ঞ্যানি কবিরা , সহজ ভাষায় আমি অভ্যস্ত !! ধন্যবাদ , কেমন আছেন নুর ভাই ।

৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১১

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার লাগলো!

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! একটি চমৎকার মনই পারে ক্ষুদ্র কিছু দেখে চমৎকৃত হতে।

৫| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি হৃদ্য়কে প্রফুল্ল করে তুলেছে আপন সৌন্দয্য দিয়ে

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৩

রানার ব্লগ বলেছেন: ভাইজান আমি নিম্ন স্তরের লোক আপনার উচ্চমার্গিয় কথা বুঝতে সময় নিচ্ছি তারপরেও আপনার উপস্থিতি আমাকে আশান্বিত করে তুলেছে উজ্জিবিত করে তুলেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.