নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমার কাছে তুমি মানে
অন্য রকম কিছু
আমার কাছে তুমি মানে
হাঁটছি পিছু পিছু
রোঁদে ভাঁজা পিচ ঢালা পথ
হাঁটতে ভাল লাগে
তোমার হাসির ঝলকানিতে
কাঁপছি আবেগে
আমার কাছে তুমি মানে
ঢ্যাপের সাদা মুড়ি
আমার কাছে তুমি মানে
শিরশিরি অথবা সুড়সুড়ি
ব্যালকনিতে ঝোলা তোমার
ওড়নার কোনা খানি
ইচ্ছে করে বানিয়ে রাখি
চাঁদর কিংবা ফুলদানী
আমার কাছে তুমি মানে
পান্তা ভাতের ঝোল
আমার কাছে তুমি মানে
বৈশাখেরই ঢোল
তুমি মানে হৃদয় জুড়ে
নিত্য হাহাকার
তুমি মানে স্বপ্ন দেখা
রঙিন নানা প্রকার
১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
২| ১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
জীবনের কিছু ভালো সময়ের পরম অনুভবতা
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৯
রানার ব্লগ বলেছেন: হা ছিল সেই সময় !!!
৩| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৩
আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: জীবনের কিছু ভালো সময়ের পরম অনুভবতা --- মাঝে মাঝে ওল্ডম্যান অ্যান্ড দ্যা সী যা মন্তব্য করে না। অসাম।
তুমিময় তুমি কাব্যগাঁথা ভালো লাগল।
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০২
রানার ব্লগ বলেছেন: অভিজ্ঞতা গুরু অভিজ্ঞতা
মাঝে মাঝে জীবনটা তুমিময় হওয়া উচিৎ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৪
করুণাধারা বলেছেন: পড়তে ভালোই.........
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৩
রানার ব্লগ বলেছেন: জেনে ভালোই.....
৫| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার !!
অনেক অনেক ভালোলাগা।
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ দিদি !! আপনার পদধূলি এই ব্লগে ভাবা যায় না । ধন্য আমি। আসবেন মাঝে মাঝে ।
৬| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৬
নীলপরি বলেছেন: বাহ। ভালো লিখেছেন ।
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ নীল্পরি !!!
৭| ২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা
২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।