নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
যে কথা হয়নি বলা
বলার ছলে বারংবার ছুটে গেছি তোমারি দ্বারে
বুকের ভেতর অভিমানি বাষ্প জমে চাপা পরে রয় কথার কথা গুল
তোমার কথার ফল্গুধারায় দিশেহারা হয়ে রই
তোমার কন্ঠের ওঠা নামা মুগ্ধ হয়ে দেখি
যেন রোমান কোন আবক্ষ দেবি তার সৌন্দর্য আমার পরে বিছিয়ে দিয়েছে
তোমার দীপ্তিময় মুখশ্রীর আলোয় ভেসে যাই বানের জলের মত
বলবো বলে হাজার সাল ধরে জমিয়ে রেখেছি যে কথা গুল
তোমার হাতের কংকনের রিনিঝিনিতে মিলিয়ে যায় হাওয়ায়
ভীষণ ভাল লাগা এক ঘোরে চেয়ে রই তোমা পানে
নিঃশব্দতার জলে তলিয়ে যাই গভীর স্বচ্ছ জলের মত চাউনিতে
কাঁপা কাঁপা হাতে অজস্রবার ছুয়ে দেখতে চেয়েছি তোমার হাতের অঙ্গুলি গুলো
কি এক অজানা বিমর্ষতা আমাকে গ্রাস করে নেয় ছুতে পারি না
ওই শ্বেত কমলের মত দুত্যিময়ি তোমার অঙ্গুলিগুলো
অথচ দূরত্ব ইঞ্চি অথবা মিলিমিটারের হিসেবে খুবি নগন্য
২৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৭
রানার ব্লগ বলেছেন: প্রেমের ফাদ পাতা এই ভুবনে
২| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৩| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
এরপরও কিছু কি বলতে বাকী রলো?
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:১০
রানার ব্লগ বলেছেন: আর কি যেন বাকি রয়ে গেল মনে হয়
৪| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৪
মেঘ প্রিয় বালক বলেছেন: বাকী কি রাখলেন,সবি তো বললেন কবিতায়।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:১৩
রানার ব্লগ বলেছেন: সবি বলে ফেলেছি ??? আচ্ছা !!! দেখি আর কিছু খুজে পাই কি না ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন লেখা কবে পাবো?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: শরির টা ভালো না তাই আপাতত লিখছি না। একটু ভালো হলেই লিখব
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর। ++
সুস্থ হয়ে ফিরে আসুন। না বলা কথা গুলো শুনতে চাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০০
রসায়ন বলেছেন: এত প্রেম আমি কোথা পাবো নাথ
তোমারে হৃদয়ে রাখিতে......!