নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
একদিন আবার দেখা হবে
কুয়াশা ঢাকা কোন পথে
পথ হারিয়ে চাইবে নিতে জেনে পথের ঠিকানা
অজান্তে আঁকড়ে ধরবে হাত
হাতরিয়ে ফিরবে দিশা হারা পথের দিশা
চেনা ছোঁয়ায় হয়তো চমকে উঠবে
ক্ষণিক বিস্ময় মৃদু হেসে বলতেও পার
কেমন আছো কিংবা কেমন ছিলে
কিংবা কোন এক তপ্ত দুপুরে
ভীষণ জন অরন্যে প্রিয়জনের হাত ভেবে
পরম যতনে যে হাত খানা আঁকড়ে ধরবে
সৃতির দেয়াল ক্ষত বিক্ষত হয়ে
মনের আয়নায় উঁকি দেবে
যে হাত তুমি ছেড়ে দিয়েছিল
নির্ভর কোন হাতের প্রত্যাশায়
সেই হাত ফেলে দেয়া হাত খানি তোমায়
দগ্ধ করবে চিরে ফালি ফালি করে দেবে
ছবিঃ গুগোল !!
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮
রানার ব্লগ বলেছেন: আপনাদের ভালোবাসায় আমি ধন্য !!!
২| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ নুর ভাই !!! কামনা করি পৃথিবীর সকল কিছুই আপনার সামনে এমনি সহজ সরল ভাবে উপস্থাপিত হোক।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
এতদিন কোথায় ছিলেন!!
সম্ভবত লগইন হগে পারতেন না।
শুভকামনা, নিয়মিত হন।
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০
রানার ব্লগ বলেছেন: শরীর টা বেশ অবাধ্য ছিল কিছুদিন এর পর পারিবারিক জীবনে থাকলে দুনিয়ার যন্ত্রণা মাথায় ঘুরপাক খায় তাই নিয়মিত হতে পারি নাই, আশা করি এখন পারব।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
চলে যাওয়াদের নিয়ে বাংগালী কবিদের এই কান্না কবে শেষ হবে? আমরা পাঠকেরা কবিদের কষ্টের কথা পড়ে পড়ে নীলকন্ঠ হয়ে যাচ্ছি।
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪১
রানার ব্লগ বলেছেন: মানুষের ধর্ম টাই এমন যে কাছে থাকে তাকে নিয়ে ভাবে না দূরে যে চলে যায় তাকেই নিয়ে রাজ্যের যত চিন্তা।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবির ভালোবাসা উপর কবির আস্থা আছে। এটা অনেক বড় একটা ব্যাপার।
উপস্থাপন ভালো হয়েছে।
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩
রানার ব্লগ বলেছেন: আমি সব সময় সব কিছুর উপর আস্থাশীল। আমি মনে করি আস্থা হারানো পাপ। ধন্যবাদ !!!
৬| ১৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: কবিতাটা আর একবার পড়লাম। ভালো লাগলো।
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫
রানার ব্লগ বলেছেন: আপনার ভালোবাসায় ভালোলাগায় আমি ধন্য !! ভালোথাকুন, ভালোবাসুন সর্বদা।
৭| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩০
ল বলেছেন: শেষ লাইনটি আটকে আটকে পড়তে হলো।।।।
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৬
রানার ব্লগ বলেছেন: পড়তে কস্ট হচ্ছে, পরিবর্তন করে দিব?
৮| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
মন্তব্য করতে কি টাকা খরচ হয় !!! এখন বেলা ১৫:১১ এখন পর্যন্ত একটি মন্তব্য নেই। ব্লগে ব্লগারগণ সম্ভবত শীতার্ত, কম্বলের ভেতর থেকে হাত বার করতে কষ্ট হচ্ছে।
কবিতা সুন্দর হয়েছে।