নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বরষায় ভেজে মন

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৮



বরষায় ভেজে মন
ভিজে যায় দেহ
ভেজা চোখ ধুয়ে যায়
জানলো না কেহ।

টুপ টুপ নিশ্চুপ
ভেজে কাক
চাপ চুপ

ভেজে শহর
নিত্য প্রহর
বেদনার সাক্ষী হয়ে

ভেজে রিক্সা
ভেজে নদী
ভেজে নৌকা
ভেজে মাঝি

আমি তুমি ভিজে যাই
পরিত্যক্ত এই শহরে
তুমি হোথা আমি হেথা
হেথায় রাত্রি
হোথায় দ্বিপ্রহরে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮

পদ্মপুকুর বলেছেন: এই শীতের মধ্যে বর্ষায় ভিজিয়ে দিচ্ছেন....

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: কল্পনায় ভিজলাম :|

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শীতে বর্ষার কাব্য!!
পূর্ণিমার চাঁদ যেন
ঝলসানো রুটি!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: বরষায় অবশ্যই আপনার জন্য শীতের কাব্য চর্চা করবো। ভালো থাকুন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

এম ডি মুসা বলেছেন: কবির মনে কখন বসে আছে কখন শীত আসে বুঝাই যায়না

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮

রানার ব্লগ বলেছেন: কবি আমি হা হা হা ভালো বলেছেন!! আপনাকে ধন্যবাদ!!

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


ডাওরের শেষদিকে, মাঝরাতে ইলশেগুড়ে বৃষ্টি হয়; মেঘে-ঢাকা চাঁদের আলোয়, বড় মাঠে ইহা অপরূপ সৌন্দয্যের সৃষ্টি করে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন: আহা!! অমন দৃশ্য চোখে দেখেও শান্তি!!!

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আলি ভাই!!

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: ঝামেলা বিহীন। সহজ সরল সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৮

রানার ব্লগ বলেছেন: সত্যি করে বলেন তো আপনার এই সহজ সরল সুন্দরের মাজেজা কি আমি কনফিউজড!!

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: শীতের দিনে বর্ষার কবিতা, তবে লেখা খুব ভালো হয়েছে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! একটু চেঞ্জ আনলাম আর কি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.