নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এই শহরের ধূলিতে বালিতে
অলিতে গলতে
পথে যেতে যেতে থমকে চলিতে
কেবলি তোমারি প্রতিচ্ছবি
বিলবোর্ডে আজ কেবলি তুমি
তুমিময় এক সন্ধ্যায়
ভীষণ জ্বরে কম্পিত এক পথিক
পথ হাঁড়ায় কানা গলিতে
আজ এই শহরে কোন
ককিল ডাকে নাই
তবুও বসন্ত এসে ঠাই নেয়
কিশোরীর খোঁপার ফুলে
নাকছাবিতে, হলুদ পেরে
সংখলিত শাড়ির আঁচলে
কিশরের বুকের উষ্ণ নিঃশ্বাসে
শুধুই তুমি কেবলি তুমি
গোপন প্রীয়ার স্পর্শে তুমি
শিহরিত এক অশান্ত হৃদয়
০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:১৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
২| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
৩| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৫৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইলো
৪| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৮:০২
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রেমিকের সমস্ত অস্তিত্বে ও কল্পনায় প্রেমিকার অপ্রতিরোধ্য বিচরণের কবিতা।
কিছু টাইপো আছে কয়েকটি লাইনে।
২য় লাইনে-গলিতে।
৮ম লাইনে-হারায়।
দশম লাইনে-কোকিল।
ত্রয়োদশ লাইনে-পেড়ে।
পঞ্চদশ লাইনে- কিশোরের।
সপ্তদশ লাইনে-প্রিয়ার।
ভালো লেগেছে কবিতা।
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৫৫
রানার ব্লগ বলেছেন: জ্বি ভাই টাইপো গুলা আছে!! পুর্ব সতর্কতা, কপি পেস্টের থেকে বাচার উপায়। আপনার বিচক্ষণ মতামতের জন্য ধন্যবাদ।
৫| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৩০
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ I
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: ভালো আছেন??
৬| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৩
মিরোরডডল বলেছেন:
তুমিময় কবিতা ভালোই লেগেছে
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৪
রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে তুমি কে মনে পরে তাই
ধন্যবাদ !!
৭| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৮
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর!
১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:১১
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা। ভালো লেগেছে।