নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যু ঘটেছে

০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৮

গতো রাতে আমার মৃত্যু ঘটেছে
অনন্তকাল ধরে অপেক্ষায় থাকার পর
ঠিক মধ্যরাতের কোন এক প্রহরে
বিশাল শিংধারি কোন পুরুষ এসে বলে নাই
সময় হলো এই বার উঠে আসো
অনন্তের পথ প্রতিক্ষ্যায় তোমার
কোন অস্পষ্ট আধার এসে ছুয়ে দেয় নাই চোখের পাতা
সব ছিলো পরিষ্কার ঝা চকচকে
মেনিটার ম্যাও ম্যাও শুনছিলাম ঠিকি
সুজুগ বুঝে জমিয়ে রাখা দুধের রফা দফা করে
আমারই মৃত শরিরের উপর বসে পা চাটছিল
মাঝে মাঝে গড়গড়িয়ে কৃতজ্ঞতা জানান দিচ্ছিল
ঘন সবুজ শ্যাওলায় আবৃত ভাংগা পাচিলের কোল ঘেসে
আহাতো চার পায়ার উপর চিত হয়ে
অবিন্যস্ত ভাবে পরে থাকা মৃত লাশটা আমারি
নীল ডাসমাছি হা করা মুখের ভেতর
ফাইটারের গতি নিয়ে ভো করে ডাইভ মেরে
শো করে নিপুন দক্ষতায় ফিরে এসে
নিজের কৃতিত্বের জানান দিচ্ছে
শুকিয়ে বুড়িয়ে যাওয়া ন্যাতানো ঠোট টা কে রানওয়ে করে
পিপড়ে দল অজানা সংকেতে জেনে গেছে
দল বেধে তারা মার্চ করে আসছে
নগদ কিছু মাংসের আসায়
আগাম বর্ষার মজুদ বৃদ্ধের তাগিদে
এই শহরের কেউই জানেনা কাল যে ছিলো
আজ সে নেই, একদম নেই
কেউই জানতেও চায় নাই
নিরব প্রতিক্ষায় আধা নিস্প্রভ দৃষ্টি মেলে চেয়ে থাকে লাশটি
যে কাল আমি ছিলাম
কারো বিশ্বাস ভাঙ্গার কারন ছিলাম
কারো দির্ঘ নিশ্বাস ছিলাম ,প্রেমিক ছিলাম
সে আজ কেবলি পচে যাওয়া লাশ
সৎকারের অপেক্ষায় ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮

আল-ইকরাম বলেছেন: পড়ে ভাল লাগলো। ভাল থাকুন। নিরাপদে থাকুন।

০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:০১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। আপনিও সুস্থ ও নিরাপদ থাকুন

২| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতাটি আংশিক বা পুরো আমি আগে কোথাও পড়েছি। কবিতাটি মনে রাখার মতো। ধন্যবাদ।
কবিতায় লাইক+++


০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:১০

রানার ব্লগ বলেছেন: আয় হায় কি বলেন, কসম কেটে বলছি আমি কপি পেস্ট মারি নাই। ধন্যবাদ!!

৩| ১০ ই জুলাই, ২০২১ রাত ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবিতাটি চমৎকার !!
বিদ্রোহী বিদ্রোহী গন্ধ আছে!
শিরোনামটা বোধ হয় হবে
আমর মৃত্যু ঘটেছে

১০ ই জুলাই, ২০২১ ভোর ৬:৩২

রানার ব্লগ বলেছেন: জ্বি, ঠিকি বলেছেন ধন্যবাদ

৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবিতাটি চমৎকার !!
বিদ্রোহী বিদ্রোহী গন্ধ আছে!
শিরোনামটা বোধ হয় হবে
আমার মৃত্যু ঘটেছে

১০ ই জুলাই, ২০২১ ভোর ৬:৩৩

রানার ব্লগ বলেছেন: হুম আমার এখন কেমন জানি বিদ্রোহী বিদ্রোহী গন্ধ লাগছে।

৫| ১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৫

অক্পটে বলেছেন: চলে যাওয়ার কোন বয়স থাকেনা, কলিতেই ঝরে যাওয়ার লিস্টও নেহায়েত কম না। তাই বলা চলে মৃর্ত্যু আমার সাথে সাথেই থাকে অথবা আমি থাকি তার সাথে।

আপনার কবিতা ভাল লেগেছে। আপনার সুস্থ্যতা কামনা করছি।

১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ অকপট!! একটু বলেন তো ভাই ব্লগে চলছে টা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.