নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এক খানি পদ্য লিখতে চাই

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫




একটি মাত্র পদ্য লিখব বলে
আমি দিন কে করেছি রাত
চন্দ্রের ঘুর্নন রুখে দিয়েছি
হাতের ইশারায়

মেঘের কালিতে রঙ খুজেছি
শুধু মাত্র একখানা পদ্য লিখবো বলে
একখানা পদ্য লিখবো বলে
সুখের গলায় ছুড়ি চালিয়েছি
দুঃখের পাঁজর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি
শুধু একটা মাত্র পদ্যের জন্য

জগত সংসারে কে আমি তুচ্ছ করেছি
প্রিয়ার চোখে জল ব্লটিং পেপেরের
রুক্ষতায় মুছে ছুড়ে ফেলেছি
দাত কিড়মিড়িয়ে দিস্তায় দিস্তায়
কাগজ শত খন্ড করেছি
শুধু পদ্য লিখবো বলে

শুধু পদ্য লিখবো বলে
তোমায় আমি হত্যা করেছি
রক্তের ধারায় খুজতে চেয়েছি স্বরলিপি
শুকিয়ে যাওয়া ঠোটের রঙ চোখের কাজল
মুছে দিয়েছি শক্ত হাতে
এক টুকরো পদ্য আমায়
তাড়া করে ফেরে বুনো হায়নার বেশে
লিখতেই হবে এক খানি পদ্য
হোক তবে সমাপ্তির শুভ সূচনা।



কন্সেপ্ট চৌর্যবৃত্তের মাধ্যমে পাওয়া।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:




জীবনের কোন সময় মানুষ নিজের ইচ্ছাকে প্রধান্য দেয়?

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

রানার ব্লগ বলেছেন: সবসময়ই দিতে চায় কিন্তু হয়ে ওঠে না।

২| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখে ফেলেন হাজার কাব্য কবিতা গল্প

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৫

রানার ব্লগ বলেছেন: হুম চেস্টায় আছি ।

৩| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

ফয়সাল রকি বলেছেন: পদ্য তো হলো!

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৬

রানার ব্লগ বলেছেন: আসলেই হয়েই গেলো B-)

৪| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,




পদ্য লেখার কতো ইচ্ছেই তো হয় অথচ তেমন একটা পদ্য লেখাই যে হয়ে ওঠেনা জীবনে !!!!!!

২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯

রানার ব্লগ বলেছেন: জ্বী আসলেই সত্য কথা। ধন্যবাদ

৫| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

শেরজা তপন বলেছেন: কবিতার মুল উৎস সন্মন্ধে জেনে মজা পেলাম :-B

২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:০০

রানার ব্লগ বলেছেন: B-) হা হা হা

ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: পদ্যের জন্য পদ্য, ভালো হয়েছে।

২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!

৭| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৯

নেওয়াজ আলি বলেছেন: দারুন লিখেছেন

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৮| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: বুঝলাম !!!! ধন্যবাদ !!!!

৯| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদ্য তো লিখেই ফেললেন, অনুপ্রেরণা যেখান থেকেই পান না কেন! :)

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৬

রানার ব্লগ বলেছেন: হা হা হা !!!

ফেইসবুকে একজন কবিতা লিখছে একটি কবিতা লিখতে চাই, তো সে কবিতায় তার সাংসারিক জীবনের রান্নাঘর থেকে বেডরুম পর্যন্ত তুলে এনেছে এত্ত ব্যাস্ত যে একটা কবিতা তার লেখা হয়ে ওঠে না এটা সেখে আমিও ভাব নিলাম আর কি B-)

১০| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৩

হাবিব বলেছেন: কিউট পদ্য

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

১১| ২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৯

হাবিব বলেছেন: মন্তব্যের জবাব দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

রানার ব্লগ বলেছেন: আমি আপনাকে ধন্যবাদ জ্ঞ্যাপন করছি

১২| ২৫ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: চৌর্য্যবৃত্তির মাধ্যমে পাওয়া কন্সেপ্ট হলেও পদ্য কিন্ত ঠিকি লেখা হয়ে গেল রানার ব্লগ । দারুন লিখেছেন বলতেই হয় ।
+

২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০০

রানার ব্লগ বলেছেন: চুরির জিনিষের মজাই আলাদা B-)

ধন্যবাদ !!!!!

১৩| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ৮:২৪

মিরোরডডল বলেছেন:



পুরো লেখা পড়ে শেষে দেখি ....

কন্সেপ্ট চৌর্যবৃত্তের মাধ্যমে পাওয়া।

খুবই মজা পেলাম :)
সত্যিকার চোর স্বীকার করেনা ।
এই অনেস্ট স্বীকারোক্তি বলে দিচ্ছে লেখকের সরলতা ।



০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: হে হে !!!

ধন্যবাদ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.