নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তোমায় আমি খুজি অন্ধপারের আস্তাকুরে

১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৩৫




কোথাও তুমি নেই
ঘরে বাহিরে পড়ার টেবিলে
জায়নামাজে, তুমি নেই।

কোথাও নেই তুমি।
কলিং বেলের টুন টুন ধ্বনিতেও নেই
হাটে নেই বাজারে নেই
সান্ধ্য বাজারের বিরক্তিকর
কুচোমাছ ভর্তি থলি হাতেও নেই।

তোমার ছোয়া অনুসরণ করতে গিয়ে দেখি
ওগুলো নেই, একদম নেই
ঘরের কোনায় কোনায় ছড়িয়ে থাকা
অসংখ্য পদচিহ্ন ছোয়ার তাগিদে পা বাড়াতেই বুঝি
হারানোর তালিকাই কেবল বাড়ছে।

ডায়েরির পাতায় খুজতে গিয়ে
অসংখ্য তুমির মাঝে আমার তুমিটা
একদম নেই, অন্য তুমি সেখানে
খেলে বেড়াচ্ছ, হাসছো,কাদছো
অভিমান কিংবা অভিযোগ করছো
এই তুমিটা সেই তুমি নও।

ডানে নেই বামে নেই
দুই চোখের আলোতেও নেই
মধ্যরাতের কান জ্বালানো নাক ডাকাতেও নেই
তুমি কি আসলেই নেই নাকি
থেকেও না থাকার ভান করছো।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কুচ মাছ খেতে কেমন?

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৯

রানার ব্লগ বলেছেন: কুচো মাছ অর্থ ছোট মাছ! যেমন কূচো চিংড়ি, কুচো পুটি ইত্যাদি। ছোট মাছ খেতে খারাপ না।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



বিদ্যালয়ে শিক্ষক নেই, থানায় দারোগা নেই, কোর্টে বিচারক নেই, আছে চোর ও এনার্খী।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৯

রানার ব্লগ বলেছেন: সবাই আছে নেই কেবল দক্ষতা!!!

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: চৎকার কবিতা

১২ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

আখেনাটেন বলেছেন: কোথাও কেউ কেই..........এবার চোখ বন্ধ করে 'হাওয়া মে উড়তা যায়ে, তেরা লাল দুপাট্টা মলমল' গাওয়া যেতে পারে বাকের ভাইয়ের মতো....।

কবিতায় প্লাস।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৬

রানার ব্লগ বলেছেন: আইচ্ছা!!!

ধন্যবাদ!!

চোখ বন্ধটা কি জরুরী?

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ ,




কোথাও যখন "তুমি" সম্বোধনের কেউ নেই তখন সেই "তুমি"কে অন্ধপারের আস্তাকুড়ে খুঁজেই বা লাভ কি ?
সেই তুমি যে কোথায় হারিয়ে গেছে! তবুও --
দেখি চোখ মেলি
কেবলি জল ফেলি,
তার স্মৃতি কাতরায়
অপমানে, বেদনায় ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৯

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে অন্ধকারে হাতরানো ভালো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, বলা যায় না ছাই ঊড়াতে উড়াতে প্ল্যেন না উড়িয়ে ফেলি।

ধন্যবাদ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, ভালো আছেন আপনি?

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই তুমিটি কে - নিজেকে নিজে খোঁজে নাকি ভিন্ন কেউ? আমার কেনো জানি মনে হচ্ছে নিজেকে নিজে অধির হয়ে খোঁজ করছেন। কবিতায় বড় একটি প্লাস।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪০

রানার ব্লগ বলেছেন: আসলেই এটা নিজেকেই খোঁজার প্রয়াস !!! ধন্যবাদ !! !

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৮

জুন বলেছেন: তুমি নেই তুমি নেই ----
ভাবতেই ব্যাথায় ব্যাথায় মন ভরে যায়

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

রানার ব্লগ বলেছেন: খুজুন পেয়ে যাবেন !!! খুজলে ঈশ্বর যেখানে মেলে সেখানে তুচ্ছ সেই তুমি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.