নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এই তো আছি বেশ

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২১




বেশ হয়েছে বেশ করেছি
কানে দিয়েছি তুলো
জগত সংসার গোল্লায় যাক
আমি বেড়াল হুলো

আরাম করে হাই তুলে
রোজই দেখি পেপার
দেশ ভর্তি অরাজকতা
আচ্ছা!! এই ব্যাপার

কার ঘরেতে আগুন দিলো
কে মরলো ডুবে
এই সব খবর আমার রেখে
এমন কি লাভ হবে

দুটো পয়সা আয় হবে কি
না কি তুমি আমায় দেবে
সেই তো ভায়া ফোকটে
সহানুভূতি খানা নেবে

ওসব দেখে কাজ নেই ভাই
আমার বেজায় কাজ
মাথার চুলে পাঁক ধরেছে
চোখের নিচে ভাঁজ

কে মরলো কে বাঁচলো
আমার তাতে কি
নাকে দিয়েছি সরষে তেল
আর কানে গাওয়া ঘি

বাজারে লাগলো আগুন
দাম টা ভীষণ চড়া
আমার পাতে পরছে ঠিকি
রসগোল্লা আর চিংড়ি মাছের বড়া

আমি বড্ড সুখি মানুষ
সুখের নাই শেষ
দিন দুনিয়া জাহান্নামে যাক
এইতো আছি বেশ

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: বিড়াল আছে চেয়ে
মাছের কাটা
গলায় গেলো আটকে
কাম হবে কি ঔষধে
ইঁদুর ছান্না তশক কাটে
ঘুম পারবি মাঠে-----------------

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: হে হে ভালো বলেছেন !! !

২| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৩

জুল ভার্ন বলেছেন: চমতকার!!!

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ !!!

৩| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৯

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ছান্দসিক কবি

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৪| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৭

ফুয়াদের বাপ বলেছেন: Abrar Tumi Kmon Acho...

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯

রানার ব্লগ বলেছেন: আবরার কে নিয়ে সাধারন মানুষের যতো না আক্ষেপ তার থেকে বেশি আক্ষেপ স্বাধীনতা বিরোধীদের !!

৫| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন করেই দেশটা হচ্ছে শেষ
আহারে কি সর্বনেশ।

+++++++

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫০

রানার ব্লগ বলেছেন: আমার তো মনে হয় সর্বনাশের দুয়ার খুললো !!!

৬| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম দেখেও না দেখার ভান
শুনেও না শুনার ভান
বুঝেও না বুঝান ভান ধরে থাকলেই সুখি হওয়া যায়

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৫

রানার ব্লগ বলেছেন: গান্ধীর তিন বানরের মতো অবস্থা দেখো মাত সুনো মাত বলো মাত ।

৭| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৩

রাজিব হোসেন পানি বলেছেন: ভালো লাগলো ভাই,,,

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৫

রানার ব্লগ বলেছেন: আচ্ছা !!!!

ধন্যবাদ !!!

৮| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮

মিরোরডডল বলেছেন:




কবিতাটিতে হালকাভাবে বললেও এটা সমাজের আসল চিত্রের অনেককিছু বলে গেলো ।
রানা কিছু বানান ঠিক করে নিবে ।

সঠিক হবে :
ঘরেতে, দুটো, ভাঁজ, বাঁচলো

পোষ্টের শিরোনাম থেকে একটি গান এইতো বেশ আমার জীবন যদিও এটা ভিন্ন অর্থে গাওয়া ।








১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৯

রানার ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ !!!! বাপ্পাদার গান সব সময় শ্রুতিমধুর !!!

৯| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪০

স্প্যানকড বলেছেন: এগুলি বলে লাভ নেই ভাইজান যতদিন মগজের নষ্ট পোকা গুলি না মরে ! ভালো হইছে । ভালো থাকবেন ।

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৬

রানার ব্লগ বলেছেন: মগজের মধ্যে কিছু এন্ডিন ছেরে দিন পোকা মরে যাবে।

ধন্যবাদ !!!

১০| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: নিজের ওপর এসে না পড়লে সুশীল নাগরিকগণ কখনোই মাথা ঘামান না। অথচ সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে এই যে আমাদের উদাসীনতায় একটা উগ্র গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে তারা যখন হিন্দু পাবে না তখন আমাদের ওপরই হামলা চালাবে।

ছড়া ভালো হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৩

রানার ব্লগ বলেছেন: কথা সত্য!! ধন্যবাদ!!

১১| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১২| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোনো সুখী মানুষ নেই।

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২৪

রানার ব্লগ বলেছেন: একমত না !!!! অনেকেই আছেন যারা অল্পতেই সুখি !!!

১৩| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৪

শায়মা বলেছেন: সবাই তো সুখী হতে চায়....
কিন্তু সুখে থাকতে পারে না ....

কারণ সুখে থাকতে দেয় না ....

তাই তো কথায় বলে ভালো থাকতে দিলি নারে ...

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২৫

রানার ব্লগ বলেছেন: চেস্টা করুন ভালো থাকার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.