নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মনে আমার ঝড় উঠেছে

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩



১।

আমার অনেক মেঘ জমেছে, মনের ঘরের কোনে
মেঘে মেঘে ঘনঘটা বাড়ছে ক্ষনে ক্ষনে
রাত ফুরলেই যায় না আঁধার দেয় না রবি আলো
মেঘ জমেছে মনের কোনে বড্ড নিকস কালো
হৃদয় গাঙ্গে ঝর তুলেছে ভীষণ পুবাল হাওয়া
জলোচ্ছ্বাসে বাড়ছে যে জল যায়না নাগাল পাওয়া
মনের মাঝে অনেক কথার তুফান থামে না
মনে আমার ঝড় উঠেছে ঝড় যে থামে না।

০২।
হৃদয়ের কোনে বেধেছিলে বাসা
এতো টুকু আশা
রেখেছি তারে রুমালের ভাজে
বুক পকেটে

গাঢ় রঙ্গিন ঠোঁট বাহারে
অমৃত পানে
ডুবিয়া যাই রস অধরে

তৃপ্তি নাইকো তৃষ্ণা ভারি
কাজল আঁখির
প্রেম বাহারি

তনুতে তাহার
সুগন্ধ্য মাখি
হৃদয় মাঝে
রাখিয়া ঢাকি

হৃদয় আকাশে উড়িয়ে দেই
হাজার রঙ্গিন ফানুস

৩ ।

শোনা গেলো পঞ্চমির রাতে
কাশবনে এক নাগীনির সাথে
জোছোনা খেলা করে

নজরে তাহার বিদ্যুৎ বিষ
চমকে হীরক সম
হরিতে বসিয়া হরি
জপিছে নমঃ নমঃ

কুন্তলে বান করিছে খেলা
শাণিত তাহার ঝলক
এমনি তাহার বিদ্যুৎ গতি
ছোবলের গতি; পলক!

৪ ।

জোছনা অবাক উকি দিয়ে দেখলো কি যে আহারে
পদ্ম পুকুর আলোয় সাজে তারি খুশির বাহারে
জল জোনাকির রুপের ছটায় ঘুর্নী হাওয়ায় উজান বায়
মন মূয়ুরে পেখম মেলে বন পাহাড়ের আঁধার মায়ায়
উদাস পথিক বাউল সেজে বেহাগ তাল ভাজে রে
এই আষাঢ়ে কোন সে বধু যায় গো সাধের নাইয়োরে
চাদের আলো সাজায় পসার জল কমলের বাসরে
জলের কোলে জল কেলিতে মত্ত আহা চন্দ্রিমা
জোছনা সাজে চাদের আলোয় সাক্ষাত যেন প্রতিমা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: জীবন বাবুর কবিতা পাঠ করার পরেই কি আপনি এই কবিতা লিখেছেন?

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৩

রানার ব্লগ বলেছেন: কি যে বলেন কোথায় জীবন বাবু কোথায় আমি !!!

২| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সবকটিই অতি চমৎকার হয়েছে।

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৩| ২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



নিজের ভুবনের প্রতিচ্ছবি

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২২

রানার ব্লগ বলেছেন: আমার ভুবনে আমি একা!!!

ধন্যবাদ!!

৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯

কালো যাদুকর বলেছেন: এতগুলো সুন্দর কবিতা একসাথে দিলে সমস্যা। কোনটা রেখে কোনটা পড়ি সবগুলোই ভাল লেগেছে

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৪

রানার ব্লগ বলেছেন: আসলে এই গুলা জমা ছিলো ড্রাফট আকারে। তাই সব এক সাথে দিয়ে দিলাম। ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ!!!

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে কবিতাটা সুন্দর হয়েছে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৬| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: উন্নত মানের কবিতা।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৭| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: চমকপ্রদ উপস্থাপন।

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.