নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
দে আমাকে ভাত দে
ধবধবে বকের মতো সাদা ভাত
না হলেও চলবে
সুরু কিংবা মসৃন না হলেও চলবে
লাল কালো পোকায়ধরা
যা খুশি এক থালা ভাত আমায় দে
উদর ভর্তি করে খেতে চাই
আমিষ নিরামিষ কিচ্ছুটি চাই না
বাসি ফেলেদেয়া ছানা ভাত
যাই হোক দে আমায় খেতে দে
ক্ষুধার দুর্বিশ জ্বলায় কুঁকড়ে আছি
সেই কবে কোন কালে
মায়ের হাতে এক নলা ভাত খেয়েছিলাম
এরপর মা মরলো আনাহারে
বোন গেলো পতির সংহারে
আমায় ফেলে গেলো ভাতহীন
এই পৃথিবী নামক ভাগাড়ে
রক্ত মাংসের পচে যাওয়া গন্ধ
আমাকে আরো ক্ষুধার্ত করে তোলে
হাতের কাছে যাই পাই
খুবলে খুবলে খেয়ে ফেলি
সর্বাগ্রাসি কমবক্ত বেহায়া ক্ষুধা মেটেনা
এক থালা ভাত আমার বড্ড প্রয়োজন
ভাত দে আমাকে
আমার অংশের ভাত দে।
২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২২
রানার ব্লগ বলেছেন: জীবন এমনি । কারো আছে কারো নাই, কিন্তু যার আছে সে যার নাই তাকে দেবে না । ফেলে দেবে তবু দেবে না ।
২| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনে অনেক ক্ষুধার কষ্ট করেছি।
২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪২
রানার ব্লগ বলেছেন: দোয়াকরি আপনি আপনার বাকি জীবন সুখে শান্তিতে কাটান !!!
৩| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: বিখ্যার লাইন- 'ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো'
২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪২
রানার ব্লগ বলেছেন: খেয়ে ফেলেন খুধা লাগবে খাবেন !!!
৪| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৭
ফুয়াদের বাপ বলেছেন: খাবার অপচয় যারা করে তাদের মুখে অবজ্ঞার থুতু।
খাবারের কষ্টে থাকা দক্ষিন সুদান/ইয়েমেন/সিরিয়া তারাও এই পৃথিবীর মানুষ। তাদেরও পেটে তীব্র ক্ষুধা লাগে। ক্ষুধার তীব্রতায় মুত্যুর অপেক্ষা করছে অনেকে।
খবরের সুত্র দিতে পারবোনা, কিছুদিন আগের খবর দেশের কোথায় যেন বাবা তার মেয়েদের মেরে নিজেও মরেছে ক্ষুধা থেকে বাঁচতে।
আপনার কবিতাটি হৃদয়ের গভীরে স্পর্শ করেছে।
২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩
রানার ব্লগ বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনে অনেক ক্ষুধার কষ্ট করেছি।
এই রকম কষ্ট যেন কোন মানুষ না করে ।
৫| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা গড়ে ভারতীয়দের চেয়ে ২ গুণ বেশী খাচ্ছে, ইহার সুরাহা হওয়ার দরকার।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫২
রানার ব্লগ বলেছেন: পাচ্ছে কোথায় যে খাবে?? এই দেশে প্রতিদিন ৪০ ভাগ মানুষ না খেয়ে রাতে ঘুমতে যায়।
ভারতীয়রা কম খায় ধারণা টা ভুল। কেবলমাত্র কোলকাতা দিয়ে পুরো ভারত বিচার করলে হবে না। দিল্লির রাস্তায় যতো গুলা ধাবা আছে তা পুরো ঢাকা শহরে নাই। সেই সাথে হালকা খাবারের যতো গুলা ঠেকা আছে তার কোন হিসাব কেউই দিতে পারবে না। দিল্লিতে মানুষের গড় খাওয়ার হার বাংলাদেশের মানুষের থেকে অনেক বেশি।
৬| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর কতো দে দে করবেন।এবার কেড়ে নেবার ডাক দিন।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫৩
রানার ব্লগ বলেছেন: আমি ন হয় দে দে করলাম আপনারা আসুন দেশে দেখুন কি অবস্থা কেড়ে নেয়ার আন্দলোন শুরু করুন।
৭| ২৬ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কারো কারো কাছে একমুঠো ভাত খাওয়া স্বপ্নের মত।
২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
রানার ব্লগ বলেছেন: খাদ্যের জন্য মানুষ জন্মভূমি ত্যাগ করে আর সমাজের কিছু মানুষ কেবল দেখানোর জন্য অজস্র খাদ্য অপচয় করে ।
৮| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১১
রানার ব্লগ বলেছেন:
আচ্ছা !!!
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অথচ যাদের আছে তাদের খেতে ইচ্ছে করে না। তারা আবার রুচির জন্য ঔষধ খায়।