নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
একদা তাহার সনে
বসিয়ে বিজনে
ভাবিছি মনে মনে
কত প্রেম কত কথা
ছিলো গো দুইজনে
আজ কাদি হায়
ব্যথা বুকে তায়
আশা নিরাশা
দোদুল দোল মনে
তুমি সখি ওগো
কার লাগি জাগো
নিশি মোর না ফুরায়
আধার বিরাজ হায়
আমারি ভু ধরায়
কাদিয়া হইয়া সারা
তব তরে পাগল পারা
বেদনাক্রান্ত পথোহারা
মুসাফির ফিরি পথে
দুর্গম আধার রাতে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
ফয়সাল রকি বলেছেন: হ্যাপি ভ্যালেন্টাইন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
রানার ব্লগ বলেছেন: হ্যাপি ভ্যালেন্টাইন!
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
সোনাগাজী বলেছেন:
বাংলার মেয়েদের ভুল পথে টানছে দেশের ছেলেরা, মেয়েদের বয়সের সুযোগটাকে কাজে লাগাচ্ছে বেশীরভাগ ছেলে; সেজন্য এসব দিবস ইত্যাদি পালিত হচ্ছে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
রানার ব্লগ বলেছেন: দিবসের সাথে টানাটানির কোন সম্পর্ক নাই।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
সোবুজ বলেছেন: রবির প্রভাব আছে কবিতায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬
রানার ব্লগ বলেছেন: আচ্ছা তাই নাকি??!! পড়ার জন্য ধন্যবাদ!
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: বাংলার মেয়েদের ভুল পথে টানছে দেশের ছেলেরা, মেয়েদের বয়সের সুযোগটাকে কাজে লাগাচ্ছে বেশীরভাগ ছেলে; সেজন্য এসব দিবস ইত্যাদি পালিত হচ্ছে!
সহমত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬
রানার ব্লগ বলেছেন: দিবসের সাথে টানাটানির কোন সম্পর্ক নাই।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০
আখেনাটেন বলেছেন: ভালোবাসার মুসাফির হলেও ভালো, খালি গব্বর সিং না হলেই হলো.....।
তবে রানার ভাই, আপনার কবিতা পড়ে মনে হলো 'আজি হতে শত বছর পূর্বে' ফিরিয়া গেলুম। হা হা।
চলুক ভালোবাসাবাসি.....।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
রানার ব্লগ বলেছেন: হ্যা চলুক !!!! ভালো থাকুন, ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩
অক্পটে বলেছেন: দারুন তো কবিতাটি। শুভকামনা।