নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক আমি

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯

অন্তর খুইলা বইসা আছি
মেঘনা নদীর পারে
নোনা জলে বুক ভইরা গেলো
শিং মাছে কাটা মারে

বুকের ভেতর ভিষন জ্বালা
খলবলিয়ে ওঠে
চৈত্র মাসের ভিষন তাপে
গুর্দা চিড়বিড়িয়ে ফাটে

কন্যা ওগো রুপের সাগর
ঝলক দিয়া চোখে
অন্ধ আমি ছিলাম না
করলা কোন সুখে

প্রেমের সাগর মাছে ভড়া
হাঙর তিমি সাপে
দংশনে তার এত্ত জ্বালা
জানতো কার বাপে

ভর্তা হৃদয় কইলজা ফুটা
অঙ্গ কাবাব অংগারেও
দাম নাই আর ফুটা পয়সা
নেয় না শালার ভাঙ্গারেও

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: মজার ছিলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮

রানার ব্লগ বলেছেন: রাজীব নুর বলেছেন: মজার ছিলো।

:)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



ভালোবাসার দুর্দিন, করোনা-কাল, প্রান বাঁচানোই কষ্টকর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১২

রানার ব্লগ বলেছেন: আর ভালোবাসা !!!! আসলেই প্রান বাচানো কষ্টকর !!!ভালো আছেন ?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: হা হা হা মজা লাগলো কিন্ত আপনার দুক্ষ দেখে খারাপ লাগছে রানার ব্লগ B-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: দুঃখ পাবেন না !!! আড়ালে তার সুর্য হাসে !!! ধন্যবাদ !!! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.