নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
হাটছি আমি একা পথে
দেখছি আকাশ তোরি চোখে
ভাবছি আজব একলা মনে
নিশ্চুপ বসে ঘড়ের কোনে
পারবি কি তুই এক আকাশে
গুনতে তারা নিস্ব হয়ে
বুকের ভেতর কান্না মেখে
চোখের কোনে জল জমাতে
মন খারাপের আষাঢ় দিনে
জলের ছটায় ভিজে যেতে
পারবি না তুই আমায় পেতে
তোর দুয়ারের একলা পথে
বেশ করেছিস এই ভেবেছিস
দুরের আকাশ ফ্রেমে বেধে
মেঘ গুলো তাই ছবি হয়ে
তোর আকশকেই ভেজায় কেদে
যে পথ মোদের চেনা ছোয়ায়
রঙিন হতো হরেক আলোয়
সেই পথে তোর আনাগোনা
নতুন কেনা বাধা সুতয়
সে পথে মোর হারিয়ে গেল
আমার চেনা বিকেল গুলো
সন্ধ্যা নামে নিঝুম সাজে
আমার উঠন নিকষ কালো।
যে পথে আর হয় না যাওয়া
পোষ্ট অফিসের গোলির মুখে
সেই পথে কি মেঘ জমেছে
নাম না জানা বেহাগ সুখে
০৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:০১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।