নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে না পাওয়ার অভ্যেস আমাকে ব্যাথিত করে না

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৮



তোমাকে না পেতে পেতে
না পাওয়ার অভ্যেস হয়ে গেছে
পূর্নীমার চাঁদ মায়া ছরিয়ে আমার ছাদে
আঁচল বিছিয়ে অপেক্ষায় থাকে
কখন তুমি এসে তোমার দিঘল চুলের চাদর
বিছিয়ে দেবে চাঁদের গায়ে
শূন্য ছাদ শুন্য আঁচল রিক্ত পরে রয়
অনন্তকালের অপেক্ষা তার
না ফুরানর প্রতিক্ষায়

চাঁদের তাতে বয়েই গেলো
নিত্য দিনের অভ্যেসে জরাজীর্ণ ছাদ কে
করে তোলে মায়াপুরির প্রেমকানন
এক একটা শুভ্র গোলাপ ফোঁটায়
কাঁটা ভরা ডালে ডালে যেন তারার মেলা বসে যায়
বুকের ভেতরে আলুথালু করা শিহরিত সুবাসে

তবুও তুমি আসো না
অসংখ্য প্রতিশ্রুতির ভিড়ে আমার চাওয়া গুলো
ভোরের পাপড়ির মতো ঝড়ে পরে
বুকের নিশ্বাস কুয়াশা হয়ে মিশে যায়
বাতাসে বাতাসে অলিতে গোলিতে
পথে প্রান্তরে শহড়ে গ্রামে

এখন আর তোমার গন্ধ আমার নাসিক ইন্দ্রিয়ে
সুবাসিত বেলিফুলের ঘ্রান হয়ে ধরা দেয় না ।
তোমাকে কাছে না পাওয়াটাই এখন অভ্যেস হয়ে গেছে
কখনো কোন চেনা গোলির অচেনা ছায়ায়
তোমার সুবাস এসে আছড়ে পরে যদি আমার
স্মৃতির দুয়ারে, হয়তো থমকে যাই, থেমে যায় বিশ্ব চরাচর
নিস্তব্দতার ভীষন রোগে আক্রান্ত হই ।
কিন্তু আমি নিরব প্রানে ফিরে যাই আমারি আস্তাকুরে ।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: না পাওয়ার কবিতা ভালো হয়েছে। +

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! :)

২| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা!

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! :)

৩| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা ভাল থাকবেন

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকবেন !!!

৪| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:১২

শূন্য সারমর্ম বলেছেন:

আর ব্যাথিত করে না!!

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:২০

রানার ব্লগ বলেছেন: তাই ???? !!!!!


ভালো থাকুন !!!!!

৫| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৬| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৬

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা বেদনায়
ভেসে যায় ভেসে যায়

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

রানার ব্লগ বলেছেন: যায় যদি যাক ভেসে
আমার কি যায় আসে


ধন্যবাদ !!! :)

৭| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: বাহ! তুমি গল্প কবিতা যখনই লেখো সেরা হয়ে যায় ভাইয়ু!

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯

রানার ব্লগ বলেছেন: আচ্ছা !!!! ধন্যবাদ !!!!

৮| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ভালোলাগা

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪০

রানার ব্লগ বলেছেন: জ্বি ধন্যবাদ !!!!

৯| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:২৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অভিমান ।
এত্ত !

১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:২২

রানার ব্লগ বলেছেন: অভিমান করবেন যখন কম করে কি লাভ!!

১০| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:২৩

রানার ব্লগ বলেছেন: আপনি ও আপনার পরিবারের সকল সদস্য ভালো থাকুন।

১১| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: না পেতে পেতে একসময় পাওয়ার ইচ্ছাটাই মরে যায়। সবকিছুর তো একটা লিমিট থাকে।

১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:২৩

রানার ব্লগ বলেছেন: হ্যা সেই!! ধন্যবাদ!!

১২| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:৪৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৩| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: জরাজীর্ণ ও প্রেমকানন বানানটা ভুল। কবিতায় +++

১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩

রানার ব্লগ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ !!! ঠিক করে দেয়া হবে !!!

১৪| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩

রানার ব্লগ বলেছেন: বারবার আসুন !!!! ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.