নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

একদিন সত্যি মিশে যাবো

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৩

একদিন মিলে যাবো মিশে যাবো
জল বায়ু মৃত্তিকায়
বৃক্ষের শরীরের প্রান ফিরিয়ে দেয়ার তাগিদে
আসব ফিরে তোমাদেরি মাঝে
তোমাদের নিশ্বাসে নিশ্বাসে ঘুরে বাড়াবো
অক্সিজেনের কাধে ভর করে
কিংবা ভুত হব, আধার রাতের বিভিষীকা ।
আধারেই সমাহিত হব ।
আলোর সাথে চির বিরধিতায়
জ্যোৎস্না কে পাঠাবো নির্বাসনে ।

কালো বাদুরের সঙ্গী হবো
উল্ট লটকে দুনিয়াকে দেখবো
বোঁচে থাকার অসহযোগ আন্দলনে যে
সহজ সড়ল পৃথিবীটা কে দেখেছিলাম
তা উল্ট করে দেখে নেব কতটা
জটিলতার আবর্তে ঘুরছে দিন রাত ।

একদিন সত্যি মিশে যাবো ধুলি ধুসর
এই পুতি গন্ধময় শহরের বাতাসে
এতটুকু শ্বাস নেয়ার তাগিদে যে শিশু
হাপিয়ে মরে বাসা বাধবো তার হৃদ অলিন্দে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৬

জুল ভার্ন বলেছেন: বাহ! খুব সুন্দর কবিতা!!!

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৭

রানার ব্লগ বলেছেন:
ধন্যবাদ !!!

২| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটি চমৎকার হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৩| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সহজ সরল।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০২

সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে। তবে কিছু বানানে ভুল আছে। ঠিক করে নেবেন ভাইয়া।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭

রানার ব্লগ বলেছেন: জ্বি ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.